ETV Bharat / state

সৃজনের প্রচারে পা মেলালেন যাদবপুরের প্রাক্তন বাম সাংসদ সুজন - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: যাদবপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে প্রচারে অংশ নিলেন সুজন চক্রবর্তী ৷ তিনি যাদবপুরের প্রাক্তন সাংসদ ছিলেন ৷ সৃজনের জয়ের পক্ষে আশাবাদী প্রবীণ সিপিএম নেতা ৷

Srijan Bhattacharya
Srijan Bhattacharya
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 4:57 PM IST

সৃজনের প্রচারে প্রাক্তন বাম সাংসদ সুজন

যাদবপুর, 19 মার্চ: যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সৃজন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী । যাদবপুর কেন্দ্র থেকে এবারে বামেরা প্রার্থী করেছে সৃজন ভট্টাচার্যকে ৷ তাঁর হয়ে মঙ্গলবার প্রচারে পা মেলালেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী । তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ।

সৃজন ভট্টাচার্য এদিন কালিবাজার এলাকা থেকে তাঁর প্রচার শুরু করেন । 4 কিলোমিটার পথ হাঁটেন তিনি ৷ বাম যুবনেতা বলেন, "যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকে জেতাতেই হবে ।" জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন । যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলেও তিনি আশাবাদী । তাঁর বক্তব্য, "মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে । মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে যাচ্ছে ৷ নাবালিকা বিবাহ বাড়ছে ৷ দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত । টাকা বাড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন হয় না, বরং ক্ষতি হয় ৷ আমরা সমান অধিকারের কথা বলি ৷ সংসদে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ৷"

অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, "প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছে বামেরা ৷ কবীর সুমন, সুগত বসু ও মিমি চক্রবর্তীর মত প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না । মানুষের প্রয়োজনে পাশে থাকবে এইরকম প্রার্থীর প্রয়োজন । তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে । সৃজন মানুষের পাশে থাকবেন ৷"

রাজ্যে এবার সাত দফায় ভোট হবে ৷ শেষ দফা অর্থাৎ 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে । তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী ৷ বামেদের শক্তঘাঁটি হিসাবে পরিচিত যাদবপুর 2009 সাল পর্যন্ত সিপিএমের দখলে ছিল। বামেদের একসময়ের শক্তঘাঁটিতে তাই পুনরুদ্ধার করতে যুব প্রার্থী সৃজন ভট্টাচার্যের উপর ভরসা রাখছে সিপিএম ।

আরও পড়ুন:

  1. যাদবপুর পুনরুদ্ধার করবে বামেরা, আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী সৃজন
  2. 'তৃণমূল-বিজেপি বাইনারিকে ভাঙা সম্ভব, আমরা প্রমাণ করেছি', বললেন প্রার্থী সায়রা শাহ হালিম
  3. সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে: বাম প্রার্থী জাহানারা খান

সৃজনের প্রচারে প্রাক্তন বাম সাংসদ সুজন

যাদবপুর, 19 মার্চ: যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সৃজন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী । যাদবপুর কেন্দ্র থেকে এবারে বামেরা প্রার্থী করেছে সৃজন ভট্টাচার্যকে ৷ তাঁর হয়ে মঙ্গলবার প্রচারে পা মেলালেন যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী । তিনি নিজেও এবার দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ।

সৃজন ভট্টাচার্য এদিন কালিবাজার এলাকা থেকে তাঁর প্রচার শুরু করেন । 4 কিলোমিটার পথ হাঁটেন তিনি ৷ বাম যুবনেতা বলেন, "যাদবপুরকে সৃজনশীল গড়ে তুলতে হবে তাই সৃজনকে জেতাতেই হবে ।" জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন । যাদবপুর এবার বামেরা পুনরুদ্ধার করবে বলেও তিনি আশাবাদী । তাঁর বক্তব্য, "মহিলাদের প্রকৃত উন্নয়ন করতে হবে । মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে যাচ্ছে ৷ নাবালিকা বিবাহ বাড়ছে ৷ দেশ ও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে । মহিলাদের ভোট হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখা উচিত । টাকা বাড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন হয় না, বরং ক্ষতি হয় ৷ আমরা সমান অধিকারের কথা বলি ৷ সংসদে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ৷"

অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, "প্রচারে খুব ভালো সাড়া পাচ্ছে বামেরা ৷ কবীর সুমন, সুগত বসু ও মিমি চক্রবর্তীর মত প্রার্থীদের উপর যাদবপুরের মানুষ আর ভরসা করতে পারছেন না । মানুষের প্রয়োজনে পাশে থাকবে এইরকম প্রার্থীর প্রয়োজন । তাই মানুষ বামেদের উপর ভরসা রাখছে । সৃজন মানুষের পাশে থাকবেন ৷"

রাজ্যে এবার সাত দফায় ভোট হবে ৷ শেষ দফা অর্থাৎ 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে । তার আগেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী ৷ বামেদের শক্তঘাঁটি হিসাবে পরিচিত যাদবপুর 2009 সাল পর্যন্ত সিপিএমের দখলে ছিল। বামেদের একসময়ের শক্তঘাঁটিতে তাই পুনরুদ্ধার করতে যুব প্রার্থী সৃজন ভট্টাচার্যের উপর ভরসা রাখছে সিপিএম ।

আরও পড়ুন:

  1. যাদবপুর পুনরুদ্ধার করবে বামেরা, আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী সৃজন
  2. 'তৃণমূল-বিজেপি বাইনারিকে ভাঙা সম্ভব, আমরা প্রমাণ করেছি', বললেন প্রার্থী সায়রা শাহ হালিম
  3. সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে: বাম প্রার্থী জাহানারা খান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.