ETV Bharat / state

আরজি করের নির্যাতিতার স্মরণে 'আমরা দিলাম বোন ফোঁটা, যমের দুয়ারে রইল কাঁটা'

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাকে স্মরণ করে ভাই ফোঁটার আগের দিন বোন ফোঁটার আয়োজন হল হাওড়ায় ৷ রইল প্রতিবেদন ৷

Bon Fota in Howrah
হাওড়ায় বোন ফোঁটার আয়োজন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

হাওড়া, 2 নভেম্বর: আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে আন্দোলন চলছে ৷ সেই লড়াইকে স্মরণীয় করে তুলতে হাওড়ায় চালু হল অভিনব 'বোন ফোঁটা'র ৷ শনিবার সকালে হাওড়া ময়দানের কাছে গঙ্গা পাড়ে তেলকল ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করে 'রিজুবিনেটর্স ফর এনভায়রনমেন্ট নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷

এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, "আমরা দু'টি বার্তা দিতে চাইছি ৷ এক, তিলোত্তমার যে লড়াই, সংগ্রাম, তাঁর দেহে প্রাণ নেই, কিন্তু সে যে মান এবং মাপ ঠিক করে দিয়ে গেল আমাদের জন্য সেটাকে স্মরণীয় করা এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য আমরা লড়াইটা বোনফোঁটার মাধ্য়মে শুরু করলাম ৷"

পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে বোন ফোঁটার আয়োজন (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "গাছকে যে ফোঁটা দিই, সেটা ভাই-ফোঁটা ৷ সেখানে বলা হবে 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...' ৷ আর এখানে (আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে ফোঁটা) হবে তিলোত্তমার লড়াইকে স্মরণ করে আমরা দিলাম বোন ফোঁটা ৷ যমের দুয়ারে রইল কাঁটা ৷ এটা আজ আমাদের থিম ৷"

এখন থেকে প্রতি বছর এই বোন ফোঁটা হবে বলে জানিয়েছেন পরিবেশবিদ । এই বার্তা শুধু এই রাজ্যে নয়, সারা দেশে এবং বিশ্বে ছড়িয়ে পড়ুক, বার্তা উদ্যোক্তার । এদিন আরজি করের নির্যাতিতার প্রতীকী ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত ৷ ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন 'তিলোত্তমা অমর রহে'।

শনিবার বোন-ফোঁটার পাশাপাশি সংগঠনের মহিলা সদস্যরা গাছেও ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন ৷ মহিলারা প্রদীপ জ্বালিয়ে এবং উলুধ্বনি দিয়ে গাছকে বরণ করে নেন ৷ অন্যদিকে হাওড়া সাঁকরাইল বানিপুর হনুমানতলা ফ্রেন্ডস ক্লাব এবার আরজি করের নির্যাতিতার কথা ফুটিয়ে তুলেছেন মণ্ডপের বিভিন্ন জায়গায় ৷ পোস্টার রয়েছে 'উই ওয়ান্ট জাস্টিস', 'সেভ গার্ল' পাশাপাশি একাধিক স্লোগান রয়েছে পোস্টার এর মাধ্যমে ৷

হাওড়া, 2 নভেম্বর: আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে আন্দোলন চলছে ৷ সেই লড়াইকে স্মরণীয় করে তুলতে হাওড়ায় চালু হল অভিনব 'বোন ফোঁটা'র ৷ শনিবার সকালে হাওড়া ময়দানের কাছে গঙ্গা পাড়ে তেলকল ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করে 'রিজুবিনেটর্স ফর এনভায়রনমেন্ট নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷

এই সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, "আমরা দু'টি বার্তা দিতে চাইছি ৷ এক, তিলোত্তমার যে লড়াই, সংগ্রাম, তাঁর দেহে প্রাণ নেই, কিন্তু সে যে মান এবং মাপ ঠিক করে দিয়ে গেল আমাদের জন্য সেটাকে স্মরণীয় করা এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য আমরা লড়াইটা বোনফোঁটার মাধ্য়মে শুরু করলাম ৷"

পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে বোন ফোঁটার আয়োজন (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "গাছকে যে ফোঁটা দিই, সেটা ভাই-ফোঁটা ৷ সেখানে বলা হবে 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...' ৷ আর এখানে (আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে ফোঁটা) হবে তিলোত্তমার লড়াইকে স্মরণ করে আমরা দিলাম বোন ফোঁটা ৷ যমের দুয়ারে রইল কাঁটা ৷ এটা আজ আমাদের থিম ৷"

এখন থেকে প্রতি বছর এই বোন ফোঁটা হবে বলে জানিয়েছেন পরিবেশবিদ । এই বার্তা শুধু এই রাজ্যে নয়, সারা দেশে এবং বিশ্বে ছড়িয়ে পড়ুক, বার্তা উদ্যোক্তার । এদিন আরজি করের নির্যাতিতার প্রতীকী ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত ৷ ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন 'তিলোত্তমা অমর রহে'।

শনিবার বোন-ফোঁটার পাশাপাশি সংগঠনের মহিলা সদস্যরা গাছেও ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন ৷ মহিলারা প্রদীপ জ্বালিয়ে এবং উলুধ্বনি দিয়ে গাছকে বরণ করে নেন ৷ অন্যদিকে হাওড়া সাঁকরাইল বানিপুর হনুমানতলা ফ্রেন্ডস ক্লাব এবার আরজি করের নির্যাতিতার কথা ফুটিয়ে তুলেছেন মণ্ডপের বিভিন্ন জায়গায় ৷ পোস্টার রয়েছে 'উই ওয়ান্ট জাস্টিস', 'সেভ গার্ল' পাশাপাশি একাধিক স্লোগান রয়েছে পোস্টার এর মাধ্যমে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.