ETV Bharat / state

পুলিশি বাধায় ছাত্র ধর্মঘট, যাদবপুর-প্রেসিডেন্সির সামনে পুড়ল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল - SFI Strike in Kolkata - SFI STRIKE IN KOLKATA

SFI Student's Strike: নিট-নেট দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই ৷ 4 জুলাই দেশের বিভিন্ন জায়গার মতো পশ্চিমবঙ্গের কলকাতা এবং জেলাগুলিতেও তা পালন করা হয় ৷ ছাত্র ধর্মঘটে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠে ৷

SFI Student's Strike in Kolkata
কলকাতায় ছাত্র ধর্মঘট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 6:59 PM IST

Updated : Jul 4, 2024, 8:12 PM IST

কলকাতা, 4 জুলাই: "লড়াই শুধু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে নয়, লড়াই দেশের পড়ুয়াদের ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার", দেশজুড়ে ছাত্র ধর্মঘট প্রসঙ্গে একথাই জানালো এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৷ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র ধর্মঘট পালন করছে বাম ছাত্রসংগঠন এসএফআই ৷ শহর কলকাতা এবং বাংলার জেলায় জেলায় স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ধর্মঘটের ছবি ধরা পড়েছে ৷

ছাত্র সংগঠন এসএফআই-এর ছাত্র ধর্মঘট (ইটিভি ভারত)

কোথাও কোথাও আবার পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কোথাও আবার শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ কোচবিহার, জলপাইগুড়ির একাধিক জায়গায় ধর্মঘট তুলতে পুলিশকে সক্রিয় হতে দেখা গিয়েছে ৷ কোথাও আবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা পেয়ে বচসায় জড়াতে দেখা গিয়েছে এসএফআই কর্মী-সমর্থকদের ৷

ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, জলপাইগুড়িতে ধর্মঘট ব্যর্থ করতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ৷ জলপাইগুড়ি এফডিআই স্কুলের গেট থেকে এসএফআই নেতাকে আটক করে পুলিশ ৷ কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলছিল ৷ কোচবিহার শহরের জেনকিন্স স্কুলে পিকেটিং চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসএফআই কোচবিহার জেলা কমিটির সদস্য অঙ্কন করঞ্জাই ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিত কুমার পালের উপর চড়াও হয় ৷

এদিন উলুবেড়িয়া কলেজ গেটের সামনে পিকেটিং করা হয় ৷ গরুহাটা মোড়ে কুশপুতুল দাহ করা হয় ৷ ময়নাগুড়িতে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন হয় ৷ সঙ্গে কুশপুতুলও পোড়ানো হয় ৷ এসএফআই বারাসাত 3 ও 4 নং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বাণী নিকেতন স্কুল ও সত্যভারতী স্কুলে পিকেটিং করা হয় ৷ প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলা হয় ৷ তিনি স্কুল বন্ধ রাখা নিয়ে আশ্বাস দেন এবং এই ধর্মঘটকে সমর্থন জানান ৷ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সামনে লিফলেট বিলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় ৷

এদিকে কলকাতায় ভবানীপুর হাই মাদ্রাসায় ধর্মঘটের সমর্থনে ক্লাস বন্ধ থাকল ৷ যাদবপুর, প্রেসিডেন্সির সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে কুশপুতুল পোড়ানো হয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসে পড়েন পড়ুয়ারা ৷ কয়েজনের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ৷ তবে, সামগ্রিকভাবে স্কুল-কলেজে যে ধর্মঘটের প্রভাব পড়েছে ৷

এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "7 বছরে 70 বার প্রশ্ন ফাঁস হয়েছে ৷ এনটিএ পরীক্ষা পরিচালনা করতে ব্যর্থ, তা বার বার প্রমাণিত হয়েছে ৷ তারপরও এনটিএকে বাতিল করা হয়নি ৷ নিট দুর্নীতির সঙ্গে সরাসরি বিজেপির যোগাযোগ দেখা গিয়েছে ৷ অবিলম্বে এই এনটিএ বাতিল করতে হবে ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগ করতে হবে ৷"

কলকাতা, 4 জুলাই: "লড়াই শুধু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে নয়, লড়াই দেশের পড়ুয়াদের ভবিষ্যতের স্বপ্নকে বাঁচিয়ে রাখার", দেশজুড়ে ছাত্র ধর্মঘট প্রসঙ্গে একথাই জানালো এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৷ বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র ধর্মঘট পালন করছে বাম ছাত্রসংগঠন এসএফআই ৷ শহর কলকাতা এবং বাংলার জেলায় জেলায় স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ধর্মঘটের ছবি ধরা পড়েছে ৷

ছাত্র সংগঠন এসএফআই-এর ছাত্র ধর্মঘট (ইটিভি ভারত)

কোথাও কোথাও আবার পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কোথাও আবার শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ কোচবিহার, জলপাইগুড়ির একাধিক জায়গায় ধর্মঘট তুলতে পুলিশকে সক্রিয় হতে দেখা গিয়েছে ৷ কোথাও আবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা পেয়ে বচসায় জড়াতে দেখা গিয়েছে এসএফআই কর্মী-সমর্থকদের ৷

ছাত্র সংগঠন এসএফআই-এর অভিযোগ, জলপাইগুড়িতে ধর্মঘট ব্যর্থ করতে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ৷ জলপাইগুড়ি এফডিআই স্কুলের গেট থেকে এসএফআই নেতাকে আটক করে পুলিশ ৷ কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে ধর্মঘটের সমর্থনে পিকেটিং চলছিল ৷ কোচবিহার শহরের জেনকিন্স স্কুলে পিকেটিং চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসএফআই কোচবিহার জেলা কমিটির সদস্য অঙ্কন করঞ্জাই ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিত কুমার পালের উপর চড়াও হয় ৷

এদিন উলুবেড়িয়া কলেজ গেটের সামনে পিকেটিং করা হয় ৷ গরুহাটা মোড়ে কুশপুতুল দাহ করা হয় ৷ ময়নাগুড়িতে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন হয় ৷ সঙ্গে কুশপুতুলও পোড়ানো হয় ৷ এসএফআই বারাসাত 3 ও 4 নং আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বাণী নিকেতন স্কুল ও সত্যভারতী স্কুলে পিকেটিং করা হয় ৷ প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলা হয় ৷ তিনি স্কুল বন্ধ রাখা নিয়ে আশ্বাস দেন এবং এই ধর্মঘটকে সমর্থন জানান ৷ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সামনে লিফলেট বিলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় ৷

এদিকে কলকাতায় ভবানীপুর হাই মাদ্রাসায় ধর্মঘটের সমর্থনে ক্লাস বন্ধ থাকল ৷ যাদবপুর, প্রেসিডেন্সির সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে কুশপুতুল পোড়ানো হয় ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বসে পড়েন পড়ুয়ারা ৷ কয়েজনের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ৷ তবে, সামগ্রিকভাবে স্কুল-কলেজে যে ধর্মঘটের প্রভাব পড়েছে ৷

এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "7 বছরে 70 বার প্রশ্ন ফাঁস হয়েছে ৷ এনটিএ পরীক্ষা পরিচালনা করতে ব্যর্থ, তা বার বার প্রমাণিত হয়েছে ৷ তারপরও এনটিএকে বাতিল করা হয়নি ৷ নিট দুর্নীতির সঙ্গে সরাসরি বিজেপির যোগাযোগ দেখা গিয়েছে ৷ অবিলম্বে এই এনটিএ বাতিল করতে হবে ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগ করতে হবে ৷"

Last Updated : Jul 4, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.