গঙ্গাসাগর, 27 অগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের হত্যার ঘটনায় ন্যায় বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ তাতে সামিল হলে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে রওনা দিলেন প্রতিবাদী পড়ুয়া ও অভিভাবকরা ৷
মঙ্গলবার ভোরে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে গঙ্গাসাগর থেকে ছাত্র-ছাত্রী এবং তাঁদের অভিভাবকরা জলপথে নবান্নের উদ্দেশ্যে রওনা দেয় ৷ নিম্নচাপ এবং কোটালের জোড়া ফালায় উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন নদী থেকে সমুদ্র এখন উত্তাল ৷ এর মধ্যে ভেসেলে করে গঙ্গাসাগর থেকে বহু মানুষ কচুবেড়িয়ায় পৌঁছন ৷
এক অভিভাবক সাথী মিত্র বলেন, "আরজি করের ঘটনায় এখনও মূল অভিযুক্ত ধরা পড়েনি ৷ মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রী ৷ ওনার ব্যর্থতার জন্য আমরা ওনার পদত্যাগ চাইছি ৷ ছাত্র সমাজ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ তারা একা নয়, আমরা অভিভাবকরা, বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি ৷"
বিজেপি নেতা অরুণাভ দাস এই নবান্ন অভিযানে যোগ দিতে রওনা দেন ৷ তিনি বলেন, "অরাজনৈতিক ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন চলো অভিযান হচ্ছে ৷ বৃষ্টি মাথায় নিয়ে শতাধিক মানুষ নবান্নে যাচ্ছে ৷ আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নীচে নামিয়ে আনব ৷"
গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় পড়ুয়া-চিকিৎসকের দেহ ৷ তিনি স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ ঘটনার পাঁচদিন পর 14 অগস্ট থেকে এর তদন্তভার নেয় সিবিআই ৷ এই বর্বরোচিত ঘটনায় একমাত্র সিভিক ভলান্টিয়ার ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি ৷
এর বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা ৷ এমনকী বিভিন্ন পেশার, শ্রেণির মানুষ রোজই প্রতিবাদে পথে নামছেন ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ যদিও এই অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ ৷ বাম ছাত্র সংগঠনগুলি এই আন্দোলনে অংশ নেয়নি ৷ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও এই অভিযানে থাকবে না, বলে জানিয়েছেন তাঁরা ৷ বিজেপি এই অভিযানকে সমর্থন করছে ৷