ETV Bharat / state

কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'হিউম্যান রাইটস কোর্স' নিয়ে বিতর্ক, প্রতিবাদে এসএফআই - CU Human Rights Course

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 10:55 PM IST

CU Human Rights Course Controversy: কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'হিউম্যান রাইটস কোর্স'টি পরিচালনা করবেন আইন বিভাগ ৷ এই কোর্সের জন্য খরচ প্রায় প্রায় 11 হাজার ৷ এই নিয়ে প্রতিবাদে নামল বাম ছাত্র সংগঠন এসএফআই ৷

SFI Protest
প্রতিবাদে এসএফআই (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুলাই: হিউম্যান রাইটসের স্নাতকোত্তর স্তরের পড়াশোনা আইন বিভাগের অধীনে পরিচালিত হবে ৷ সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এতদিন পর্যন্ত এই কোর্স বালিগঞ্জ সায়েন্স কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি'র অধীনে ছিল ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তে হিউম্যান রাইটস কোর্সের পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠল ।

হিউম্যান রাইটস কোর্সের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কীভাবে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে রেখে পরিচালনা করা সম্ভব, সে নিয়ে প্রশ্নও তুলেছে পড়ুয়াদের একাংশ ৷ এই অবস্থায় বাম ছাত্র সংগঠন এসএফআই একাধিক দাবি তুলেছে ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির সভাপতি তাজবুল হক বলেন, "আমাদের স্পষ্ট দাবি, হিউম্যান রাইটস কোর্সকে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করে এই সেল্ফ-ফিন্যান্স কোর্সকে রেগুলার কোর্সে রূপান্তরিত করতে হবে এবং এই কোর্সে পড়ার খরচ কমাতে হবে ৷ হিউম্যান রাইটসের স্নাতকোত্তর কোর্সে শূন্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে ৷ এই কোর্সকে আগামীতে স্বাধীন ডিপার্টমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷"

কোন কোর্স কোন ডিপার্টমেন্টের আওতায় থাকবে, এই বিষয় নেহাতই বাহ্যিক বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ ৷ মৌলিক বিষয় কোনও কোর্সে স্থায়ী শিক্ষকের সংখ্যা, সেই কোর্সে লেখাপড়ার খরচ ইত্যাদি ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটসের স্নাতকোত্তর হল সেল্ফ-ফিন্যান্স কোর্স ৷ প্রত্যেক সেমিস্টারে এই কোর্সে ছাত্রদের প্রায় 11 হাজার টাকা ফি দিতে হয় ৷ আর এই খরচ নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে এসএফআই-এর তরফে ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই-এর পদাধিকারী তাজবুল হক, মাল্যবান গঙ্গোপাধ্যায়দের অভিযোগ, "যে কর্তৃপক্ষ কোর্সের অভিভাবকত্ব নিয়ে এত চিন্তিত, তাদের লেখাপড়ার খরচ নিয়ে ন্যূনতম ভাবনাটুকু দেখা যায় না ৷ এই মৌলিক প্রশ্নগুলি এড়িয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদও ৷ ধান্দার রাজনীতি সামনে রেখেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তৃণমূল ৷"

এসএফআই-এর সাফ বক্তব্য, হিউম্যান রাইটস কোর্সকে বাঁচাতে হবে ৷ অতীতেও দেখা গিয়েছে, একাধিক টালবাহানার মধ্যে থেকে এভাবে বহু স্টাডি সেন্টার, কোর্স এবং ডিপার্টমেন্টের কফিনে শেষ পেরেক পড়েছে ৷ যা আগামীতে আর হতে দেওয়া যাবে না ৷

কলকাতা, 10 জুলাই: হিউম্যান রাইটসের স্নাতকোত্তর স্তরের পড়াশোনা আইন বিভাগের অধীনে পরিচালিত হবে ৷ সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এতদিন পর্যন্ত এই কোর্স বালিগঞ্জ সায়েন্স কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি'র অধীনে ছিল ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তে হিউম্যান রাইটস কোর্সের পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠল ।

হিউম্যান রাইটস কোর্সের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কীভাবে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে রেখে পরিচালনা করা সম্ভব, সে নিয়ে প্রশ্নও তুলেছে পড়ুয়াদের একাংশ ৷ এই অবস্থায় বাম ছাত্র সংগঠন এসএফআই একাধিক দাবি তুলেছে ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির সভাপতি তাজবুল হক বলেন, "আমাদের স্পষ্ট দাবি, হিউম্যান রাইটস কোর্সকে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করে এই সেল্ফ-ফিন্যান্স কোর্সকে রেগুলার কোর্সে রূপান্তরিত করতে হবে এবং এই কোর্সে পড়ার খরচ কমাতে হবে ৷ হিউম্যান রাইটসের স্নাতকোত্তর কোর্সে শূন্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে ৷ এই কোর্সকে আগামীতে স্বাধীন ডিপার্টমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷"

কোন কোর্স কোন ডিপার্টমেন্টের আওতায় থাকবে, এই বিষয় নেহাতই বাহ্যিক বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ ৷ মৌলিক বিষয় কোনও কোর্সে স্থায়ী শিক্ষকের সংখ্যা, সেই কোর্সে লেখাপড়ার খরচ ইত্যাদি ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটসের স্নাতকোত্তর হল সেল্ফ-ফিন্যান্স কোর্স ৷ প্রত্যেক সেমিস্টারে এই কোর্সে ছাত্রদের প্রায় 11 হাজার টাকা ফি দিতে হয় ৷ আর এই খরচ নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে এসএফআই-এর তরফে ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এসএফআই-এর পদাধিকারী তাজবুল হক, মাল্যবান গঙ্গোপাধ্যায়দের অভিযোগ, "যে কর্তৃপক্ষ কোর্সের অভিভাবকত্ব নিয়ে এত চিন্তিত, তাদের লেখাপড়ার খরচ নিয়ে ন্যূনতম ভাবনাটুকু দেখা যায় না ৷ এই মৌলিক প্রশ্নগুলি এড়িয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদও ৷ ধান্দার রাজনীতি সামনে রেখেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তৃণমূল ৷"

এসএফআই-এর সাফ বক্তব্য, হিউম্যান রাইটস কোর্সকে বাঁচাতে হবে ৷ অতীতেও দেখা গিয়েছে, একাধিক টালবাহানার মধ্যে থেকে এভাবে বহু স্টাডি সেন্টার, কোর্স এবং ডিপার্টমেন্টের কফিনে শেষ পেরেক পড়েছে ৷ যা আগামীতে আর হতে দেওয়া যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.