ETV Bharat / state

অস্থি বিসর্জন দিতে গিয়ে কোপাই নদীতে ডুবে মৃত্যু বিশ্বভারতীর ছাত্রের - Bodies Recover in Kopai

Bodies Recover in Kopai: অস্থি বিসর্জন করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ছাত্রের ৷ কংকালীতলা শ্মশানের কাছে নদী থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷

Bodies Recover in Kopai
কোপাই নদীতে ডুবে মৃত্যু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 10:51 PM IST

বোলপুর, 31 জুলাই: অস্থি বিসর্জন করতে গিয়ে কোপাই নদীতে ডুবে মৃত্যু হল বিশ্বভারতীর সঙ্গীতভবনের ছাত্রর ৷ মৃতের নাম মহাদেব মণ্ডল (24)। জানা গিয়েছে, তাঁর বাড়ি বোলপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের কালিমোহনপল্লী এলাকায় ৷ বুধবার, দীর্ঘ তল্লাশির পর কংকালীতলা শ্মশানের কাছে নদী থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কালিমোহনপল্লীর বাসিন্দা নবকুমার মণ্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয় ৷ মঙ্গলবার বিকেলে তাঁর সৎকার্য শেষে অস্থি নিয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির সংলগ্ন কোপাই নদীতে বিসর্জন করতে যায় পাড়ার বেশ কিছু যুবক ৷ অস্থি বিসর্জন শেষে সকলে নদীতে স্নান করতে নামে ৷ সেই সময় তলিয়ে যায় মহাদেব মণ্ডল ৷ সে বিশ্বভারতীর সঙ্গীতভবনের মিউজিক বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ তবলা বাদক হিসাবেই পরিচিত ছিল মহাদেব ৷

সঙ্গীদের কাছ থেকে মহাদেবের তলিয়ে যাওয়ার খবর পায় পরিজনেরা ৷ খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় ৷ পুলিশের তরফে ডুবুরিদের ডেকে পাঠানো হয় ৷ তবে উদ্ধারকারী দল আসার আগেই স্থানীয় যুবকদের তৎপরতায় মৃহদেহ উদ্ধার হয় কংকালীতলা শ্মশান লাগোয়া নদী থেকে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মৃতের সঙ্গীদের জিজ্ঞসাবাদ করছে।

স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিরের স্বামী নরেশ বাউরি বলেন, "আমাদের পাড়ার ছেলে ৷ পাড়ায় একজন বয়স্ক ব্যক্তি মারা গিয়েছে ৷ তাঁরই অস্থি বিসর্জন করে সবাই স্নান করছিল ৷ সেই সময় মহাদেব তলিয়ে যায় ৷ খুব দুঃখের বিষয় এটি ৷ মহাদেব বিশ্বভারতীর সঙ্গীতভবনের ছাত্র।"

বোলপুর, 31 জুলাই: অস্থি বিসর্জন করতে গিয়ে কোপাই নদীতে ডুবে মৃত্যু হল বিশ্বভারতীর সঙ্গীতভবনের ছাত্রর ৷ মৃতের নাম মহাদেব মণ্ডল (24)। জানা গিয়েছে, তাঁর বাড়ি বোলপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের কালিমোহনপল্লী এলাকায় ৷ বুধবার, দীর্ঘ তল্লাশির পর কংকালীতলা শ্মশানের কাছে নদী থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কালিমোহনপল্লীর বাসিন্দা নবকুমার মণ্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয় ৷ মঙ্গলবার বিকেলে তাঁর সৎকার্য শেষে অস্থি নিয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দির সংলগ্ন কোপাই নদীতে বিসর্জন করতে যায় পাড়ার বেশ কিছু যুবক ৷ অস্থি বিসর্জন শেষে সকলে নদীতে স্নান করতে নামে ৷ সেই সময় তলিয়ে যায় মহাদেব মণ্ডল ৷ সে বিশ্বভারতীর সঙ্গীতভবনের মিউজিক বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ তবলা বাদক হিসাবেই পরিচিত ছিল মহাদেব ৷

সঙ্গীদের কাছ থেকে মহাদেবের তলিয়ে যাওয়ার খবর পায় পরিজনেরা ৷ খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায় ৷ পুলিশের তরফে ডুবুরিদের ডেকে পাঠানো হয় ৷ তবে উদ্ধারকারী দল আসার আগেই স্থানীয় যুবকদের তৎপরতায় মৃহদেহ উদ্ধার হয় কংকালীতলা শ্মশান লাগোয়া নদী থেকে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ মৃতের সঙ্গীদের জিজ্ঞসাবাদ করছে।

স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিরের স্বামী নরেশ বাউরি বলেন, "আমাদের পাড়ার ছেলে ৷ পাড়ায় একজন বয়স্ক ব্যক্তি মারা গিয়েছে ৷ তাঁরই অস্থি বিসর্জন করে সবাই স্নান করছিল ৷ সেই সময় মহাদেব তলিয়ে যায় ৷ খুব দুঃখের বিষয় এটি ৷ মহাদেব বিশ্বভারতীর সঙ্গীতভবনের ছাত্র।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.