ETV Bharat / state

পুকুর খুঁড়তে বেরিয়ে এল কষ্টিপাথরের মূর্তি, নয়া ইতিহাসের অপেক্ষায় মালদা - Ancient idol Recovered

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:00 PM IST

Idol Recovered: প্রাচীন মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার গাজোলে ৷ দ্বি-ভূজা মূর্তিটি দেবী দুর্গার বলে প্রাথমিক অনুমান ৷ সেটি থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

Idol Recovered at Malda
মালদায় উদ্ধার হওয়া দ্বিভূজা দুর্গামূর্তি (নিজস্ব ছবি)

মালদা, 3 জুন: পুকুর গভীর করার জন্য মাটি কেটে ফেলা হচ্ছিল জমিতে ৷ সেই জমি থেকেই উদ্ধার হল প্রাচীন ইতিহাস ৷ জমির মাটি সমান করার সময় বেরিয়ে এল কষ্টিপাথরের এক প্রাচীন মূর্তি ৷ প্রাথমিকভাবে মূর্তিটি দেবী দুর্গার বলেই মনে করা হচ্ছে ৷ যদি তাই হয়, তবে এই মূর্তি এই এলাকার ইতিহাসের আরেকটি অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন সবাই ৷ কারণ, মূর্তিটির দুটি হাত ৷ দ্বিভূজা দুর্গামূর্তি এর আগে মালদা জেলায় উদ্ধার হয়নি বলে জানা যাচ্ছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দোহিল গ্রামে ৷

গ্রামবাসীরা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের একটি পুকুর গভীর করার কাজ চলছিল ৷ সেই মাটি ফেলা হচ্ছিল আশেপাশের জমিতে ৷ রবিবার সন্ধেয় একটি জমির মাটি সমান করার সময় তিন ফুট উচ্চতাবিশিষ্ট একচালার মূর্তিটি বেরিয়ে আসে ৷ এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় গোটা গ্রামে ৷

গ্রামবাসীরা সাবমার্সিবল পাম্প চালিয়ে মূর্তিটি পরিষ্কার করেন ৷ তারপর দেখা যায়, মূর্তিটি প্রায় দু'ফুট চওড়া ৷ মুখ নষ্ট হয়ে গিয়েছে ৷ দুটো হাত ৷ নীচের একদিকে গণেশ, আরেকদিকে লক্ষ্মী ৷ ওই চালার মধ্যে সরস্বতী, বিষ্ণু, কার্তিক, নারায়ণেরও মূর্তি রয়েছে ৷ তাতেই সবার অনুমান, মূর্তিটি দুর্গার হতে পারে ৷ খবর পেয়ে রবিবার রাতেই সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ ৷

মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা !

এই বিষয়ে গ্রামের বাসিন্দা সুভাষ সরকার বলেন, "এর আগেও আমাদের গ্রাম-সহ আশেপাশের এলাকা থেকে প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে ৷ তবে আগে কখনও দুর্গামূর্তি উদ্ধার হয়নি ৷ মূর্তিটি উদ্ধার হওয়ার পর আমরা পুলিশে খবর দিই ৷ জানি, প্রাচীন মূর্তি সরকারি সম্পদ ৷ আমরা চাই, মূর্তিটি নিয়ে গবেষণা হোক ৷ তাতে এই জেলার অন্য কোনও ইতিহাস সামনে আসতে পারে ৷" একই বক্তব্য গ্রামবাসী সইদুর রহমানেরও ৷ তিনিও এই মূর্তিটি নিয়ে যাতে গবেষণা করা হয় তার আর্জি জানিয়েছেন ৷ গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল বলেছেন, "রবিবার রাতে মূর্তি উদ্ধারের পর গোটা বিষয়টি উপরমহলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ আপাতত মূর্তিটি থানাতেই রাখা হয়েছে ৷ খবর দেওয়া হয়েছে মালদা জেলা মিউজিয়াম কর্তৃপক্ষকেও ৷ তারা মূর্তিটি হেফাজতে নিতে চাইলে আমরা দিয়ে দেব ৷"

পুকুর সংস্কারের সময় উঠে এল কষ্টিপাথরের জোড়া মূর্তি, উদ্ধারে গিয়ে বাধার মুখে পুলিশ

মালদা, 3 জুন: পুকুর গভীর করার জন্য মাটি কেটে ফেলা হচ্ছিল জমিতে ৷ সেই জমি থেকেই উদ্ধার হল প্রাচীন ইতিহাস ৷ জমির মাটি সমান করার সময় বেরিয়ে এল কষ্টিপাথরের এক প্রাচীন মূর্তি ৷ প্রাথমিকভাবে মূর্তিটি দেবী দুর্গার বলেই মনে করা হচ্ছে ৷ যদি তাই হয়, তবে এই মূর্তি এই এলাকার ইতিহাসের আরেকটি অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন সবাই ৷ কারণ, মূর্তিটির দুটি হাত ৷ দ্বিভূজা দুর্গামূর্তি এর আগে মালদা জেলায় উদ্ধার হয়নি বলে জানা যাচ্ছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের দোহিল গ্রামে ৷

গ্রামবাসীরা জানাচ্ছেন, কয়েকদিন ধরে গ্রামের একটি পুকুর গভীর করার কাজ চলছিল ৷ সেই মাটি ফেলা হচ্ছিল আশেপাশের জমিতে ৷ রবিবার সন্ধেয় একটি জমির মাটি সমান করার সময় তিন ফুট উচ্চতাবিশিষ্ট একচালার মূর্তিটি বেরিয়ে আসে ৷ এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় গোটা গ্রামে ৷

গ্রামবাসীরা সাবমার্সিবল পাম্প চালিয়ে মূর্তিটি পরিষ্কার করেন ৷ তারপর দেখা যায়, মূর্তিটি প্রায় দু'ফুট চওড়া ৷ মুখ নষ্ট হয়ে গিয়েছে ৷ দুটো হাত ৷ নীচের একদিকে গণেশ, আরেকদিকে লক্ষ্মী ৷ ওই চালার মধ্যে সরস্বতী, বিষ্ণু, কার্তিক, নারায়ণেরও মূর্তি রয়েছে ৷ তাতেই সবার অনুমান, মূর্তিটি দুর্গার হতে পারে ৷ খবর পেয়ে রবিবার রাতেই সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ ৷

মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা !

এই বিষয়ে গ্রামের বাসিন্দা সুভাষ সরকার বলেন, "এর আগেও আমাদের গ্রাম-সহ আশেপাশের এলাকা থেকে প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে ৷ তবে আগে কখনও দুর্গামূর্তি উদ্ধার হয়নি ৷ মূর্তিটি উদ্ধার হওয়ার পর আমরা পুলিশে খবর দিই ৷ জানি, প্রাচীন মূর্তি সরকারি সম্পদ ৷ আমরা চাই, মূর্তিটি নিয়ে গবেষণা হোক ৷ তাতে এই জেলার অন্য কোনও ইতিহাস সামনে আসতে পারে ৷" একই বক্তব্য গ্রামবাসী সইদুর রহমানেরও ৷ তিনিও এই মূর্তিটি নিয়ে যাতে গবেষণা করা হয় তার আর্জি জানিয়েছেন ৷ গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল বলেছেন, "রবিবার রাতে মূর্তি উদ্ধারের পর গোটা বিষয়টি উপরমহলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ আপাতত মূর্তিটি থানাতেই রাখা হয়েছে ৷ খবর দেওয়া হয়েছে মালদা জেলা মিউজিয়াম কর্তৃপক্ষকেও ৷ তারা মূর্তিটি হেফাজতে নিতে চাইলে আমরা দিয়ে দেব ৷"

পুকুর সংস্কারের সময় উঠে এল কষ্টিপাথরের জোড়া মূর্তি, উদ্ধারে গিয়ে বাধার মুখে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.