ETV Bharat / state

বাড়াতে হবে সোশাল মিডিয়া মনিটরিং, 11 দফা অ্যাডভাইসরি জারি প্রশাসনের - mob lynching

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 9:53 PM IST

Advisory Over Lynching: গণপিটুনির ঘটনায় অ্যাডভাইসরি জারি করল রাজ্য প্রশাসন ৷ একই সঙ্গে, ডাকাতি এবং লাগাতার খুনের ক্ষেত্রেও পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা শীর্ষ প্রশাসনের ৷

Advisory of Mob Lynching
অ্যাডভাইসরি জারি প্রশাসনের (ফাইল চিত্র)

কলকাতা, 3 জুলাই: গণপিটুনির ঘটনায় এবার রাজ্যের সবকটি জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের 11 দফা অ্যাডভাইসরি পাঠালেন রাজ্যের এডিজি (আইন ও শৃঙ্খলা) মনোজ ভার্মা ৷ একই সঙ্গে, সোশাল মিডিয়ায় 24 ঘণ্টা মনিটরিং করার নির্দেশও দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় ৷ এক্ষেত্রে ক্লাবগুলিকেও যথেষ্ট সজাগ থাকতে বলা হয়েছে সরকারি ওই বিজ্ঞপ্তিতে ৷

Advisory Over Lynching
রাজ্য প্রশসানের নির্দেশিকা (নবান্ন সূত্রে প্রাপ্ত)

গত কয়েকদিনে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ৷ খাস কলতাতেও গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ কখনও ছেলেধরা তো কখনও চোর সন্দেহে গণপিটুনি, এমনকী অনেক ক্ষেত্রে গণপিটুনির জেরে মৃত্যুর খবরও সামনে এসেছে ৷ এরপরই সামনে এসেছে চোপড়ায় যুগলকে প্রকাশ্যে মারধরের ঘটনা ৷ একের পর এক এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জবাবি ভাষণে চোপড়ার প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা করেছেন রাজ্যসভায় ৷ সেক্ষেত্রেও তিনি ভাইরাল ভিডিয়োর কথা উল্লেখ করেছেন ৷ যদিও ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ গত কয়েকদিনে একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷

এরপরই অ্যাডভাইসরি জারি করল রাজ্য পুলিশ ৷ রাজ্যের অ্যাডিশনাল ডিজি (আইন ও শৃঙ্খলা)-র তরফে জারি করা সেই অ্যাডভাইসরিতে, থানার আধিকারিকদের পাশাপাশি এই ধরণের ঘটনার ক্ষেত্রে স্থানীয় ক্লাব বা সংগঠনগুলিকেও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ জনসমাজে সচেতনতা বাড়াতে ক্লাব বা সংগঠনগুলিকে আরও বেশি কাজ করতে হবে বলেও জানানো হয়েছএ ৷ সেই সঙ্গে, সোশাল মিডিয়ায় আরও সজাগ থাকতে হবে বলেও জানানো হয়েছে ৷ অ্যাডভাইসরিতে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় কোনওরকম অপপ্রচার চালানো হলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷

অন্যদিকে, রাজ্যে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও যে নড়েচড়ে বসেছে প্রশাসন তাও এই অ্যাডভাইসরি থেকে স্পষ্ট ৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, আরও বেশি করে ইন্টালেজেন্স বাড়াতে হবে পুলিশকে ৷ সেই সঙ্গে বাড়াতে হবে নাকা চেকিংও, এমনটাও ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে ৷

কলকাতা, 3 জুলাই: গণপিটুনির ঘটনায় এবার রাজ্যের সবকটি জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের 11 দফা অ্যাডভাইসরি পাঠালেন রাজ্যের এডিজি (আইন ও শৃঙ্খলা) মনোজ ভার্মা ৷ একই সঙ্গে, সোশাল মিডিয়ায় 24 ঘণ্টা মনিটরিং করার নির্দেশও দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় ৷ এক্ষেত্রে ক্লাবগুলিকেও যথেষ্ট সজাগ থাকতে বলা হয়েছে সরকারি ওই বিজ্ঞপ্তিতে ৷

Advisory Over Lynching
রাজ্য প্রশসানের নির্দেশিকা (নবান্ন সূত্রে প্রাপ্ত)

গত কয়েকদিনে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ৷ খাস কলতাতেও গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ কখনও ছেলেধরা তো কখনও চোর সন্দেহে গণপিটুনি, এমনকী অনেক ক্ষেত্রে গণপিটুনির জেরে মৃত্যুর খবরও সামনে এসেছে ৷ এরপরই সামনে এসেছে চোপড়ায় যুগলকে প্রকাশ্যে মারধরের ঘটনা ৷ একের পর এক এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জবাবি ভাষণে চোপড়ার প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা করেছেন রাজ্যসভায় ৷ সেক্ষেত্রেও তিনি ভাইরাল ভিডিয়োর কথা উল্লেখ করেছেন ৷ যদিও ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ গত কয়েকদিনে একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷

এরপরই অ্যাডভাইসরি জারি করল রাজ্য পুলিশ ৷ রাজ্যের অ্যাডিশনাল ডিজি (আইন ও শৃঙ্খলা)-র তরফে জারি করা সেই অ্যাডভাইসরিতে, থানার আধিকারিকদের পাশাপাশি এই ধরণের ঘটনার ক্ষেত্রে স্থানীয় ক্লাব বা সংগঠনগুলিকেও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ জনসমাজে সচেতনতা বাড়াতে ক্লাব বা সংগঠনগুলিকে আরও বেশি কাজ করতে হবে বলেও জানানো হয়েছএ ৷ সেই সঙ্গে, সোশাল মিডিয়ায় আরও সজাগ থাকতে হবে বলেও জানানো হয়েছে ৷ অ্যাডভাইসরিতে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় কোনওরকম অপপ্রচার চালানো হলে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷

অন্যদিকে, রাজ্যে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনাতেও যে নড়েচড়ে বসেছে প্রশাসন তাও এই অ্যাডভাইসরি থেকে স্পষ্ট ৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, আরও বেশি করে ইন্টালেজেন্স বাড়াতে হবে পুলিশকে ৷ সেই সঙ্গে বাড়াতে হবে নাকা চেকিংও, এমনটাও ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.