ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম যুবতী অন্তঃসত্ত্বা ! নির্যাতনের অভিযোগে থানায় পরিবার - Specially Abled Raped - SPECIALLY ABLED RAPED

Specially Abled Raped: বিশেষভাবে সক্ষম যুবতীকে নির্যাতনের অভিযোগ ৷ পাঁচমাসের অন্তঃসত্ত্বাকে নিয়ে থানার দ্বারস্থ হল যুবতীর পরিবার। ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার দাদা ।

Specially Abled Raped
বিশেষভাবে সক্ষম যুবতী অন্তঃসত্ত্বা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 7:51 PM IST

জলপাইগুড়ি, 26 অগস্ট: বিশেষভাবে সক্ষম যুবতী পাঁচমাসের অন্তঃসত্ত্বা ৷ জানার পরেই বানারহাট থানায় নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করল পরিবার ৷ ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন 27 বছরের নির্যাতিতার দাদা । বানারহাট থানার আইসি সমীর দেওসা বলেন, "যুবতীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগপত্র জমা পড়েছে । তাঁর দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।"

বিশেষভাবে সক্ষম যুবতীর দাদা বানারহাট থানায় অভিযোগপত্রে জানান, তাঁর বোন কানে শুনতে পান না এবং কথাও বলতে পারেন না । দিনদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ৷ তা দেখে দিদিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি ৷ যুবতীর শারীরিক পরীক্ষার পর জানা যায়, তিনি পাঁচমাসের অন্তঃসত্ত্বা । কিন্তু যুবতী বিশেষভাবে সক্ষম হওয়ায় কে তাঁর এই অবস্থা করল, সেই অভিযুক্তের নাম ও পরিচয় জানাতে পারেননি । তাই বাধ্য হয়ে এ দিন যুবতীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে ৷

এই নিয়ে শ্রমিক নেতা অজয় মাহালী বলেন, "মেয়েটি কথা বলতে না-পারায় আমরা জড়িত ব্যক্তির খোঁজ পাইনি । এই নিয়ে বাসিন্দারা একটি আলোচনায় বসেছিলাম । সেই আলোচনায় কোনও সমাধান সূত্র না-মেলায় এ দিন আমরাও থানার দ্বারস্থ হই নির্যাতিতার দাদার সঙ্গে । যুবতী উপযুক্ত বিচার পাক সেই দাবি জানিয়েছি পুলিশের কাছে । যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের অবিলম্বে ধরতে হবে পুলিশকে ৷"

এই নিয়ে গত চারদিনে বানারহাট থানা এলাকায় দুই যুবতীর গর্ভবতী হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ গত তিনদিন আগে আরেক যুবতীর গর্ভবতী হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ । ফের এমন ঘটনা সামনে আসায় ক্ষোভ বাড়ছে বানারহাটের বাসিন্দাদের মধ্যে ।

জলপাইগুড়ি, 26 অগস্ট: বিশেষভাবে সক্ষম যুবতী পাঁচমাসের অন্তঃসত্ত্বা ৷ জানার পরেই বানারহাট থানায় নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করল পরিবার ৷ ঘটনায় জড়িতদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন 27 বছরের নির্যাতিতার দাদা । বানারহাট থানার আইসি সমীর দেওসা বলেন, "যুবতীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগপত্র জমা পড়েছে । তাঁর দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।"

বিশেষভাবে সক্ষম যুবতীর দাদা বানারহাট থানায় অভিযোগপত্রে জানান, তাঁর বোন কানে শুনতে পান না এবং কথাও বলতে পারেন না । দিনদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ৷ তা দেখে দিদিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি ৷ যুবতীর শারীরিক পরীক্ষার পর জানা যায়, তিনি পাঁচমাসের অন্তঃসত্ত্বা । কিন্তু যুবতী বিশেষভাবে সক্ষম হওয়ায় কে তাঁর এই অবস্থা করল, সেই অভিযুক্তের নাম ও পরিচয় জানাতে পারেননি । তাই বাধ্য হয়ে এ দিন যুবতীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে ৷

এই নিয়ে শ্রমিক নেতা অজয় মাহালী বলেন, "মেয়েটি কথা বলতে না-পারায় আমরা জড়িত ব্যক্তির খোঁজ পাইনি । এই নিয়ে বাসিন্দারা একটি আলোচনায় বসেছিলাম । সেই আলোচনায় কোনও সমাধান সূত্র না-মেলায় এ দিন আমরাও থানার দ্বারস্থ হই নির্যাতিতার দাদার সঙ্গে । যুবতী উপযুক্ত বিচার পাক সেই দাবি জানিয়েছি পুলিশের কাছে । যে বা যারা এই ঘটনায় জড়িত তাদের অবিলম্বে ধরতে হবে পুলিশকে ৷"

এই নিয়ে গত চারদিনে বানারহাট থানা এলাকায় দুই যুবতীর গর্ভবতী হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ গত তিনদিন আগে আরেক যুবতীর গর্ভবতী হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ । ফের এমন ঘটনা সামনে আসায় ক্ষোভ বাড়ছে বানারহাটের বাসিন্দাদের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.