ETV Bharat / state

আদালতে 'চোর-চোর' স্লোগান, আটদিনের সিবিআই হেফাজতে সন্দীপ - Sandip Ghosh in CBI custody - SANDIP GHOSH IN CBI CUSTODY

Sandip Ghosh in CBI custody: সন্দীপ ঘোষকে আটদিনের সিবিআই হেফাজতে পাঠাল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ আজ আদালতে তোলার সময় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে চোর স্লোগান দেন আইনজীবীদের একাংশ ৷

ETV BHARAT
আটদিনের সিবিআই হেফাজত সন্দীপকে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 5:12 PM IST

Updated : Sep 3, 2024, 6:29 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: আরজি করে দুর্নীতির ঘটনায় ধৃত সন্দীপ ঘোষকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত । আজ সন্দীপ ঘোষকে আদালতে তোলার সময় আইনজীবীদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান । ওঠে 'চোর-চোর' স্লোগান ৷

আটদিনের সিবিআই হেফাজতে সন্দীপ (নিজস্ব ভিডিয়ো)

আদালতে আজ সন্দীপ ঘোষকে পেশ করার পর সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, সন্দীপ ঘোষ একজন প্রভাবশালী । ফলে তাঁকে হেফাজতে নেওয়া জরুরি ৷ অন্যদিকে, সন্দীপের আইনজীবীদের তরফ থেকে জানানো হয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে যতবার সিবিআই ডেকেছে ততবার তিনি গিয়েছেন । অর্থাৎ তিনি গোটা তদন্ত প্রক্রিয়ার সহযোগিতা করেছেন । এরপরেই দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক সন্দীপকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ।

সন্দীপ ঘোষ-সহ মোট চারজনকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । সন্দীপকে একটি মাস্ক পরিয়ে কাঠগড়ায় ওঠানো হয় । তবে আইনজীবীরা আদালতে দাবি জানাতে থাকেন সন্দীপকে মাস্ক খুলতে হবে । আদালতের ভিতরে শুরু হয় স্লোগান । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এরপরে বাধ্য হয়ে সন্দীপ ঘোষ তাঁর মুখের মাস্কটি খুলে ফেলেন । শুরু হয় শুনানি পর্ব ।

সন্দীপ ঘোষের সঙ্গে আরজি কর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত বাকি তিনজনকে আলিপুর আদালতের সিবিআইয়ের বিশেষ আদালতের পিছনের দরজা দিয়ে প্রবেশ করানো হয় । তাঁদেরও আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আদালতের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের সদর দরজা বন্ধ করে দেওয়া হয় । দরজা বন্ধ করে শুরু হয় সন্দীপের শুনানি । আদালতে আইনজীবীরা 'চোর-চোর' স্লোগান তুলতে থাকেন ।

কলকাতা, 3 সেপ্টেম্বর: আরজি করে দুর্নীতির ঘটনায় ধৃত সন্দীপ ঘোষকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত । আজ সন্দীপ ঘোষকে আদালতে তোলার সময় আইনজীবীদের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান । ওঠে 'চোর-চোর' স্লোগান ৷

আটদিনের সিবিআই হেফাজতে সন্দীপ (নিজস্ব ভিডিয়ো)

আদালতে আজ সন্দীপ ঘোষকে পেশ করার পর সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, সন্দীপ ঘোষ একজন প্রভাবশালী । ফলে তাঁকে হেফাজতে নেওয়া জরুরি ৷ অন্যদিকে, সন্দীপের আইনজীবীদের তরফ থেকে জানানো হয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে যতবার সিবিআই ডেকেছে ততবার তিনি গিয়েছেন । অর্থাৎ তিনি গোটা তদন্ত প্রক্রিয়ার সহযোগিতা করেছেন । এরপরেই দু'পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক সন্দীপকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন ।

সন্দীপ ঘোষ-সহ মোট চারজনকে আজ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় । সন্দীপকে একটি মাস্ক পরিয়ে কাঠগড়ায় ওঠানো হয় । তবে আইনজীবীরা আদালতে দাবি জানাতে থাকেন সন্দীপকে মাস্ক খুলতে হবে । আদালতের ভিতরে শুরু হয় স্লোগান । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ এরপরে বাধ্য হয়ে সন্দীপ ঘোষ তাঁর মুখের মাস্কটি খুলে ফেলেন । শুরু হয় শুনানি পর্ব ।

সন্দীপ ঘোষের সঙ্গে আরজি কর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে ধৃত বাকি তিনজনকে আলিপুর আদালতের সিবিআইয়ের বিশেষ আদালতের পিছনের দরজা দিয়ে প্রবেশ করানো হয় । তাঁদেরও আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আদালতের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতের সদর দরজা বন্ধ করে দেওয়া হয় । দরজা বন্ধ করে শুরু হয় সন্দীপের শুনানি । আদালতে আইনজীবীরা 'চোর-চোর' স্লোগান তুলতে থাকেন ।

Last Updated : Sep 3, 2024, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.