ETV Bharat / state

হোলি স্পেশাল 14 জোড়া ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের - holi special trains from Howrah

14 Pairs Holi Special Trains: হোলি স্পেশাল 14 জোড়া ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । যাত্রী সুবিধার্থে এই বিশেষ ঘোষণা রেলের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 9:15 PM IST

হাওড়া, 15 মার্চ: যেকোনও বড় উৎসবে সাধারণত বিশেষ ট্রেনের ব্যবস্থা করে ভারতীয় রেল ৷ যার মধ্যে হোলি হল একটি বিশেষ উৎসব ৷ প্রতিবারই হোলিতে বিশেষ ট্রেন চালায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৷ টানা ছুটি পড়লে ভ্রমণবিলাসী বাঙালির মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ে ৷ ফলে এই সময়ে রেলের উপর চাপও বাড়ে ৷ যাত্রী সাধারণের চাপ কমাতেই বেশ কিছু দূরপাল্লার রুটে হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে:-

  • 1. রাঁচি-গোরক্ষপুর স্পেশাল ট্রেন
    08821 রাঁচি-গোরক্ষপুর হোলি স্পেশাল ট্রেন ৷ যেটি রাঁচি থেকে 22 মার্চ রাত্রি 9টা 45 মিনিটে যাত্রা শুরু করবে । 23 মার্চ বিকেল 4টে নাগাদ গোরক্ষপুর পৌঁছবে ৷
  • 08822 গোরক্ষপুর-রাঁচি হোলি স্পেশাল ট্রেন 24 মার্চ গোরক্ষপুর থেকে ভোর 5টা নাগাদ ছাড়বে । ট্রেনটি এদিন রাতেই রাঁচি পৌঁছবে । যাত্রাপথে মুড়ি ও বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে ।

2. শালিমার–দ্বারভাঙা–শালিমার হোলি স্পেশাল :

  • 08825 শালিমার–দ্বারভাঙা হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ শালিমার রাত 9টা 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ সকাল 10টা নাগাদ দ্বারভাঙা পৌঁছবে ।
  • 08826 দ্বারভাঙা-শালিমার হোলি স্পেশাল ট্রেন দ্বারভাঙা থেকে 24 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । ট্রেনটি 25 মার্চ সকাল 5টা 45 মিনিটে শালিমার পৌঁছবে ৷

3. টাটানগর–সাহারসা–টাটানগর হোলি স্পেশাল:

  • 08819 টাটানগর-সাহারসা হোলি স্পেশাল টাটানগর থেকে 23 মার্চ দুপুর 1টা 20 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ ভোর 3টা নাগাদ সাহারসা পৌঁছবে ৷
  • 08820 সাহারসা–টাটানগর হোলি স্পেশাল সাহারসা থেকে 24 মার্চ ভোর 6টা নাগাদ ছাড়বে । ওদিনই ট্রেনটি রাত্রি 8টা 45 মিনিটে টাটানগর পৌঁছবে। ট্রেনটি যাত্রাপথে কাঁন্দ্রা, চান্ডিল, পুরুলিয়া, আনারা, জয়চণ্ডী পাহাড় ও বার্নপুর স্টেশনে দাঁড়াবে ।

4. সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল–সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08836 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল হোলি স্পেশাল 23 মার্চ সাঁতরাগাছি থেকে সন্ধ্যে 6টায় ছাড়বে ৷
  • 08837 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে 25 মার্চ সকাল 10টা 45 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন দুপুর 1টা 10মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। ট্রেনটি খড়গপুর, বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

5. রাঁচি–জয়নগর–রাঁচি হোলি স্পেশাল:

  • 08838 রাঁচি–জয়নগর হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ রাঁচি থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন বিকাল 4টে 30 মিনিটে জয়নগর পৌঁছবে।
  • 08839 জয়নগর–রাঁচি হোলি স্পেশাল জয়নগর থেকে 24 মার্চ রাত 11টা 50 মিনিটে ছাড়বে ৷ ট্রেনটি পরের দিন বিকাল 4টা 45 মিনিটে রাঁচি পৌঁছবে । ট্রেনটি মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

6. সাঁতরাগাছি–হুব্বাল্লী– সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08840 সাঁতরাগাছি–হুব্বাল্লী হোলি স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে 27 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । 29মার্চ সকাল 8টা নাগাদ ট্রেনটি হুব্বাল্লী পৌঁছবে।
  • 08841 হুব্বাল্লী–সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন 30 মার্চ হুব্বাল্লী থেকে রাত্রি 10টা 30 মিনিটে ছাড়বে ৷ 1 এপ্রিল বিকাল 4টা 20 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা এবং ঝাড়সুগুদা স্টেশনে দাঁড়াবে।

7. হাওড়া–মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল :

  • 08843 হাওড়া–মুম্বই সেন্ট্রাল হোলি স্পেশাল হাওড়া থেকে 25 মার্চ ভোর 3টা নাগাদ ছাড়বে । পরদিন ট্রেনটি মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিকেল 5টা 30 মিনিটে ।
  • 08844 মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল মুম্বই সেন্ট্রাল থেকে সকাল 10টা 35 মিনিটে ছাড়বে । পরের দিন রাত্রি 8টা 5 মিনিটে হাওড়া পৌঁছবে।
    খড়্গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা ও ঝাড়সুগুদা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে।

8. সাঁতরাগাছি – মহবুবনগর – সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08845 সাঁতরাগাছি–মহবুবনগর হোলি স্পেশাল সাঁতরাগাছি থেকে 18মার্চ বেলা 12টা 50 মিনিটে ছেড়ে পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ মাহবুবনগর পৌঁছাবে।
  • 08846 মাহবুবনগর–সাঁতরাগাছি হোলি স্পেশাল মাহবুবনগর থেকে 19ও 26মার্চ সন্ধ্যা 8টা 20মিনিটে ছেড়ে যথাক্রমে 21 ও 28 মার্চ রাত্রি 12টা 5 মিনিটে পৌঁছবে। যাত্রাপথে খড়্গপুর ও বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

9. রাঁচি–পূর্ণেয়া–সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08849 রাঁচি–পূর্ণেয়া হোলি স্পেশাল রাঁচি থেকে 23মার্চ ভোর 5টা 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত্রি 9টা নাগাদ পূর্ণেয়া পৌঁছাবে।
  • 08850 পূর্ণেয়া–রাঁচি হোলি স্পেশাল পূর্ণেয়া থেকে 23মার্চ রাত্রি 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 2টো 25 মিনিটে রাঁচি পৌঁছাবে। ট্রেনটি মুড়ি ও বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

10. টাটানগর–সাহারসা–টাটানগর হোলি স্পেশাল:

  • 08853 টাটানগর–সাহারসা হোলি স্পেশাল টাটানগর থেকে প্রতি সোম, বুধ ও শুক্রবার (18 মার্চ থেকে 5এপ্রিল পর্যন্ত) 7টা 20মিনিটে ছাড়বে। পরের দিন ট্রেনটি সকাল 11টা 20মিনিটে সাহারসা পৌঁছাবে।
  • 08854 সাহারসা–টাটানগর হোলি স্পেশাল সাহারসা থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার (19 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত) দুপুর 1টা নাগাদ ছাড়বে। ট্রেনটি পরের দিন বিকাল 5টা নাগাদ টাটানগর পৌঁছাবে। যাত্রাপথে চান্ডিল , মুড়ি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

11. টাটানগর–বারাওনি–টাটানগর হোলি স্পেশাল:

  • 08855 টাটানগর–বারাওনি হোলি স্পেশাল টাটানগর থেকে 19, 26 মার্চ ও 2 এপ্রিল রাত্রি 11টা 55 মিনিটে ছাড়বে। পরদিন বেলা 11টা 30 মিনিটে বারাওনি পৌঁছবে।
  • 08856 বারাওনি–টাটানগর হোলি স্পেশাল বারাওনি থেকে 20 ও 27 মার্চ এবং 3 এপ্রিল বিকাল 4টে 15 মিনিটে ছাড়বে। পরের দিন ভোর 4টা 20 মিনিটে টাটানগর পৌঁছবে। ট্রেনটি যাত্রাপথে চান্ডিল, মুড়ি, ঝালিদা এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

12. টাটানগর–বারাওনি–টাটানগর হোলি স্পেশাল:

  • 08857-টাটানগর-বারাওনি হোলি স্পেশাল টাটানগর থেকে প্রতি শুক্রবার 29 মার্চ ও 19 এপ্রিল সন্ধ্যা 6টা 40 মিনিটে ছাড়বে। পরের দিন সকাল 7টা নাগাদ বারাওনি পৌঁছবে।
  • 08858 বারাওনি-টাটানগর হোলি স্পেশাল বারাওনি থেকে 30 মার্চ থেকে 20 এপ্রিল প্রতি শনিবার রাত 11টা 50 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 12টা নাগাদ টাটানগর পৌঁছবে। যাত্রাপথে চান্ডিল , মুড়ি ও বোকারো স্টিল সিটি দাঁড়াবে।

13. কাটিহার-রাঁচি–কাটিহার হোলি স্পেশাল:

  • 05762 কাটিহার-রাঁচি হোলি স্পেশাল কাটিহার থেকে 21 মার্চ ও 28 মার্চ রাত্রি 10 টা 30 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 2টো 25মিনিটে রাঁচি পৌঁছাবে।
  • 05763 রাঁচি-কাটিহার হোলি স্পেশাল রাঁচি থেকে 22মার্চ ও 29মার্চ রাত্রি 8টা 30 মিনিটে ছাড়বে। পরের দিন সকাল 11টা নাগাদ কাটিহার পৌঁছবে।
    যাত্রাপথে মুড়ি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

14. শিয়ালদা–পুরী–শিয়ালদা হোলি স্পেশাল:

  • 03103 শিয়ালদা–পুরি হোলি স্পেশাল শিয়ালদহ থেকে 28 মার্চ রাত্রি 11টা 50 মিনিটে ছাড়বে । পরের দিন সকাল 9টা 35 মিনিটে পুরী পৌঁছবে।
  • 03104 পুরী–শিয়ালদা হোলি স্পেশাল পুরী থেকে 29 মার্চ দুপুর 3টা 15 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 2টো নাগাদ শিয়ালদা পৌঁছবে। যাত্রাপথে আন্দুল, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন:

  1. শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
  2. রবিবার ব্রিগেডে বা ডার্বির মাঠে যেতে চরম ভোগান্তি, বাতিল একগুচ্ছ ট্রেন
  3. শিলিগুড়িতে মোদির জনসভার সময়সূচি বদল, এগিয়ে এল কর্মসূচিও

হাওড়া, 15 মার্চ: যেকোনও বড় উৎসবে সাধারণত বিশেষ ট্রেনের ব্যবস্থা করে ভারতীয় রেল ৷ যার মধ্যে হোলি হল একটি বিশেষ উৎসব ৷ প্রতিবারই হোলিতে বিশেষ ট্রেন চালায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে ৷ টানা ছুটি পড়লে ভ্রমণবিলাসী বাঙালির মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ে ৷ ফলে এই সময়ে রেলের উপর চাপও বাড়ে ৷ যাত্রী সাধারণের চাপ কমাতেই বেশ কিছু দূরপাল্লার রুটে হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে:-

  • 1. রাঁচি-গোরক্ষপুর স্পেশাল ট্রেন
    08821 রাঁচি-গোরক্ষপুর হোলি স্পেশাল ট্রেন ৷ যেটি রাঁচি থেকে 22 মার্চ রাত্রি 9টা 45 মিনিটে যাত্রা শুরু করবে । 23 মার্চ বিকেল 4টে নাগাদ গোরক্ষপুর পৌঁছবে ৷
  • 08822 গোরক্ষপুর-রাঁচি হোলি স্পেশাল ট্রেন 24 মার্চ গোরক্ষপুর থেকে ভোর 5টা নাগাদ ছাড়বে । ট্রেনটি এদিন রাতেই রাঁচি পৌঁছবে । যাত্রাপথে মুড়ি ও বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে ।

2. শালিমার–দ্বারভাঙা–শালিমার হোলি স্পেশাল :

  • 08825 শালিমার–দ্বারভাঙা হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ শালিমার রাত 9টা 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ সকাল 10টা নাগাদ দ্বারভাঙা পৌঁছবে ।
  • 08826 দ্বারভাঙা-শালিমার হোলি স্পেশাল ট্রেন দ্বারভাঙা থেকে 24 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । ট্রেনটি 25 মার্চ সকাল 5টা 45 মিনিটে শালিমার পৌঁছবে ৷

3. টাটানগর–সাহারসা–টাটানগর হোলি স্পেশাল:

  • 08819 টাটানগর-সাহারসা হোলি স্পেশাল টাটানগর থেকে 23 মার্চ দুপুর 1টা 20 মিনিটে ছাড়বে । ট্রেনটি 24 মার্চ ভোর 3টা নাগাদ সাহারসা পৌঁছবে ৷
  • 08820 সাহারসা–টাটানগর হোলি স্পেশাল সাহারসা থেকে 24 মার্চ ভোর 6টা নাগাদ ছাড়বে । ওদিনই ট্রেনটি রাত্রি 8টা 45 মিনিটে টাটানগর পৌঁছবে। ট্রেনটি যাত্রাপথে কাঁন্দ্রা, চান্ডিল, পুরুলিয়া, আনারা, জয়চণ্ডী পাহাড় ও বার্নপুর স্টেশনে দাঁড়াবে ।

4. সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল–সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08836 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল হোলি স্পেশাল 23 মার্চ সাঁতরাগাছি থেকে সন্ধ্যে 6টায় ছাড়বে ৷
  • 08837 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে 25 মার্চ সকাল 10টা 45 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন দুপুর 1টা 10মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে। ট্রেনটি খড়গপুর, বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

5. রাঁচি–জয়নগর–রাঁচি হোলি স্পেশাল:

  • 08838 রাঁচি–জয়নগর হোলি স্পেশাল ট্রেনটি 23 মার্চ রাঁচি থেকে রাত 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন বিকাল 4টে 30 মিনিটে জয়নগর পৌঁছবে।
  • 08839 জয়নগর–রাঁচি হোলি স্পেশাল জয়নগর থেকে 24 মার্চ রাত 11টা 50 মিনিটে ছাড়বে ৷ ট্রেনটি পরের দিন বিকাল 4টা 45 মিনিটে রাঁচি পৌঁছবে । ট্রেনটি মুরি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

6. সাঁতরাগাছি–হুব্বাল্লী– সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08840 সাঁতরাগাছি–হুব্বাল্লী হোলি স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে 27 মার্চ সন্ধ্যা 6টা নাগাদ ছাড়বে । 29মার্চ সকাল 8টা নাগাদ ট্রেনটি হুব্বাল্লী পৌঁছবে।
  • 08841 হুব্বাল্লী–সাঁতরাগাছি হোলি স্পেশাল ট্রেন 30 মার্চ হুব্বাল্লী থেকে রাত্রি 10টা 30 মিনিটে ছাড়বে ৷ 1 এপ্রিল বিকাল 4টা 20 মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা এবং ঝাড়সুগুদা স্টেশনে দাঁড়াবে।

7. হাওড়া–মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল :

  • 08843 হাওড়া–মুম্বই সেন্ট্রাল হোলি স্পেশাল হাওড়া থেকে 25 মার্চ ভোর 3টা নাগাদ ছাড়বে । পরদিন ট্রেনটি মুম্বই সেন্ট্রাল পৌঁছবে বিকেল 5টা 30 মিনিটে ।
  • 08844 মুম্বই সেন্ট্রাল–হাওড়া হোলি স্পেশাল মুম্বই সেন্ট্রাল থেকে সকাল 10টা 35 মিনিটে ছাড়বে । পরের দিন রাত্রি 8টা 5 মিনিটে হাওড়া পৌঁছবে।
    খড়্গপুর, টাটানগর, চক্রধরপুর, রৌরকেলা ও ঝাড়সুগুদা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে।

8. সাঁতরাগাছি – মহবুবনগর – সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08845 সাঁতরাগাছি–মহবুবনগর হোলি স্পেশাল সাঁতরাগাছি থেকে 18মার্চ বেলা 12টা 50 মিনিটে ছেড়ে পরের দিন সন্ধ্যা 6টা নাগাদ মাহবুবনগর পৌঁছাবে।
  • 08846 মাহবুবনগর–সাঁতরাগাছি হোলি স্পেশাল মাহবুবনগর থেকে 19ও 26মার্চ সন্ধ্যা 8টা 20মিনিটে ছেড়ে যথাক্রমে 21 ও 28 মার্চ রাত্রি 12টা 5 মিনিটে পৌঁছবে। যাত্রাপথে খড়্গপুর ও বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

9. রাঁচি–পূর্ণেয়া–সাঁতরাগাছি হোলি স্পেশাল:

  • 08849 রাঁচি–পূর্ণেয়া হোলি স্পেশাল রাঁচি থেকে 23মার্চ ভোর 5টা 30 মিনিটে ছেড়ে পরের দিন রাত্রি 9টা নাগাদ পূর্ণেয়া পৌঁছাবে।
  • 08850 পূর্ণেয়া–রাঁচি হোলি স্পেশাল পূর্ণেয়া থেকে 23মার্চ রাত্রি 11টা 55 মিনিটে ছেড়ে পরের দিন দুপুর 2টো 25 মিনিটে রাঁচি পৌঁছাবে। ট্রেনটি মুড়ি ও বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

10. টাটানগর–সাহারসা–টাটানগর হোলি স্পেশাল:

  • 08853 টাটানগর–সাহারসা হোলি স্পেশাল টাটানগর থেকে প্রতি সোম, বুধ ও শুক্রবার (18 মার্চ থেকে 5এপ্রিল পর্যন্ত) 7টা 20মিনিটে ছাড়বে। পরের দিন ট্রেনটি সকাল 11টা 20মিনিটে সাহারসা পৌঁছাবে।
  • 08854 সাহারসা–টাটানগর হোলি স্পেশাল সাহারসা থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনিবার (19 মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত) দুপুর 1টা নাগাদ ছাড়বে। ট্রেনটি পরের দিন বিকাল 5টা নাগাদ টাটানগর পৌঁছাবে। যাত্রাপথে চান্ডিল , মুড়ি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

11. টাটানগর–বারাওনি–টাটানগর হোলি স্পেশাল:

  • 08855 টাটানগর–বারাওনি হোলি স্পেশাল টাটানগর থেকে 19, 26 মার্চ ও 2 এপ্রিল রাত্রি 11টা 55 মিনিটে ছাড়বে। পরদিন বেলা 11টা 30 মিনিটে বারাওনি পৌঁছবে।
  • 08856 বারাওনি–টাটানগর হোলি স্পেশাল বারাওনি থেকে 20 ও 27 মার্চ এবং 3 এপ্রিল বিকাল 4টে 15 মিনিটে ছাড়বে। পরের দিন ভোর 4টা 20 মিনিটে টাটানগর পৌঁছবে। ট্রেনটি যাত্রাপথে চান্ডিল, মুড়ি, ঝালিদা এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

12. টাটানগর–বারাওনি–টাটানগর হোলি স্পেশাল:

  • 08857-টাটানগর-বারাওনি হোলি স্পেশাল টাটানগর থেকে প্রতি শুক্রবার 29 মার্চ ও 19 এপ্রিল সন্ধ্যা 6টা 40 মিনিটে ছাড়বে। পরের দিন সকাল 7টা নাগাদ বারাওনি পৌঁছবে।
  • 08858 বারাওনি-টাটানগর হোলি স্পেশাল বারাওনি থেকে 30 মার্চ থেকে 20 এপ্রিল প্রতি শনিবার রাত 11টা 50 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 12টা নাগাদ টাটানগর পৌঁছবে। যাত্রাপথে চান্ডিল , মুড়ি ও বোকারো স্টিল সিটি দাঁড়াবে।

13. কাটিহার-রাঁচি–কাটিহার হোলি স্পেশাল:

  • 05762 কাটিহার-রাঁচি হোলি স্পেশাল কাটিহার থেকে 21 মার্চ ও 28 মার্চ রাত্রি 10 টা 30 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 2টো 25মিনিটে রাঁচি পৌঁছাবে।
  • 05763 রাঁচি-কাটিহার হোলি স্পেশাল রাঁচি থেকে 22মার্চ ও 29মার্চ রাত্রি 8টা 30 মিনিটে ছাড়বে। পরের দিন সকাল 11টা নাগাদ কাটিহার পৌঁছবে।
    যাত্রাপথে মুড়ি এবং বোকারো স্টিল সিটি স্টেশনে দাঁড়াবে।

14. শিয়ালদা–পুরী–শিয়ালদা হোলি স্পেশাল:

  • 03103 শিয়ালদা–পুরি হোলি স্পেশাল শিয়ালদহ থেকে 28 মার্চ রাত্রি 11টা 50 মিনিটে ছাড়বে । পরের দিন সকাল 9টা 35 মিনিটে পুরী পৌঁছবে।
  • 03104 পুরী–শিয়ালদা হোলি স্পেশাল পুরী থেকে 29 মার্চ দুপুর 3টা 15 মিনিটে ছাড়বে। পরের দিন দুপুর 2টো নাগাদ শিয়ালদা পৌঁছবে। যাত্রাপথে আন্দুল, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন:

  1. শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
  2. রবিবার ব্রিগেডে বা ডার্বির মাঠে যেতে চরম ভোগান্তি, বাতিল একগুচ্ছ ট্রেন
  3. শিলিগুড়িতে মোদির জনসভার সময়সূচি বদল, এগিয়ে এল কর্মসূচিও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.