কলকাতা, 11 মার্চ: চারটের বদলে সাড়ে তিনটে থেকে শুরু হল শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বৈঠক। চাকরিপ্রার্থীদের কথায় এই নিয়ে চতুর্থবার বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এছাড়াও চার সদস্যের প্রতিনিধি দল ৷ বৈঠকের যোগ দেওয়ার আগে চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, "আমাদের জন্য যে শিট তৈরি করা হয়েছে তাতে সকল বঞ্চিত যোগ্য চাকরিপ্রার্থীদের জায়গা হবে না। সেই জায়গা তৈরি করে ভোটের আগে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হোক।"
এর আগে ডিসেম্বর মাসে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয় চাকরিপ্রার্থীদের। সেই বৈঠকের পর চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগ হবে। তবে তাতে সম্মতি দেয়নি দফতর । কিন্তু দিন পেরিয়ে গেলেও নিয়োগ হয়নি। ফলে কতদূর নিয়োগ প্রক্রিয়া? তা জানতেই আজ বিকাশ ভবনে বৈঠক । এই বৈঠকে উপস্থিত রয়েছেন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও এবং সচিব মণিশ জৈন। অন্যদিকে, পাঁচ সদস্যের চাকরিপ্রার্থীদের আসার কথা থাকলেও রাসমণি পাত্র অসুস্থ হয়ে পড়ায় চার সদস্য বৈঠকে যোগ দেন ৷
এদিনের বৈঠকে যোগ দেওয়ার আগে কুণাল ঘোষ চাকরিপ্রার্থী চাকরি না-হওয়ার অভিযোগ তোলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে । তিনি বলেন, "অভিজিত গঙ্গোপাধ্যায় কিছু রায় এমনভাবে দিয়েছেন তাতে যোগ্য এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়োগে একটি জটিলতা তৈরি হয়েছে। ওই চাকরিতে সবুজ সংকেত না-করে ইস্যুটাকে জিরিয়ে রাখেন। আর কিছু লোককে খলনায়ক বানিয়ে দিলেন।"
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "আন্দোলনকারীরা বেশ কিছু ফর্মুলা দিয়েছেন। সেই গুলো খতিয়ে দেখে শিক্ষা দফতর এটি ব্লু প্রিন্ট তৈরি করেছে। তবে সেটা আইনি বৈধতা পাবে কি না তা নিয়ে আমরা আজ এজির সঙ্গে একটা বৈঠকে বসছি । তাতেই নির্ধারিত হবে।"
বৈঠক পরে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন এটাকে ভোটের আঙিনায় তিনি দেখছেন না। তিনি বলেন, "লোকসভা ভোটের আগে নাকি বিধানসভা ভোটের পরে নিয়োগ তা নিয়ে আমাদের দফতর দেখছে না। এই প্রক্রিয়াটি অনেকদিন ধরে চলছে। যদি নির্বাচনের আগে জট খোলে তাহলে তাই হবে, নয়তো না। আমরা নিয়মমাফিক সব আটঘাট বেঁধে দেব। যাতে বেআইনি কোনও নিয়োগ না হয়।" চাকরিপ্রার্থীদের কথায়, "মাননীয় এজির সঙ্গে এখন শিক্ষামন্ত্রী এবং কুণাল ঘোষ বৈঠক করবেন। সেই বৈঠক সদর্থক হবে বলেই আমরা আশাবাদী।"
আরও পড়ুন: