নদিয়া, 28 মার্চ: প্রচারে ব্যস্ততা দেখিয়ে ইডির তলব এড়ালেন মহুয়া মৈত্র ৷ বৃহস্পতিবার নির্বাচনী কেন্দ্রে জোরকদমে প্রচার সারলেন তিনি ৷ প্রচারে বেড়িয়ে ইডি-সিবিআইকে উদ্দেশ্য করে বলেন, "কৃষ্ণনগরে আবার এলে সরপুরিয়া খেয়ে যাবেন ৷" বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে বৃহস্পতিবার দিল্লিতে তলব করেছিল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে ৷ সেই নির্দেশিকা অমান্য করে এদিন ভোট প্রচার করতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে।
কয়েকদিন আগেই সিবিআই'য়ের প্রতিনিধি দল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় ও কলকাতা এবং করিমপুরের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে। পাশাপাশি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় তাঁর উপরে ঝুলছে খাঁড়ার ঘা ৷ সেই ইস্যুতেই দিল্লি থেকে সমন জারি করেছিল ইডি ৷ কিন্তু ভোট প্রচারের কারণ দেখিয়ে মহুয়া মৈত্র জানিয়ে দেন তিনি দিল্লি যাচ্ছেন না। সেইমতো দেখা গেল আজ তাঁর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন।
প্রচারের ফাঁকে চায়ের দোকানে নিজের হাতে চা করেন । সেইসঙ্গে ওই এলাকার বিজেপির প্রথম সারির নেতৃত্ব-সহ একাধিক কর্মীকে প্রচার করতে দেখা যায় ৷ এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে বলেন, "আমার লোকসভায় একাধিক বুথ রয়েছে। সেগুলো সবই আমার পরিচিত । তাই আমার বিরুদ্ধে কে দাঁড়াল তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার মত প্রচার অভিযান চালিয়ে যাব।" অন্যদিকে আজ দিল্লিতে ইডির তলব নিয়ে তিনি বলেন, "আসলে বিজেপি আমার প্রতি এত আকৃষ্ট যে ওরা বারবার আমার কাছে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন অমিত শাহ আসবেন। এর আগেও সিবিআই এসে খালি হাতে ঘুরে গিয়েছে। আবার ইডি আসবে এটা খুব ভালো। আমি বলব আসুন কৃষ্ণনগরের সরপুরিয়া খান, বাড়ি চলে যান ।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ৷ নির্বাচনী যুদ্ধে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছেন ৷ নিয়মিত দলীয় বৈঠক করছেন । অপর দিকে দীর্ঘ জল্পনার পর প্রতিপক্ষ হিসাবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি । অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, "মহুয়া মৈত্রের ইডির ডাকে হাজিরা দিচ্ছেন কি না, তা নিয়ে আমার কিছু বলার নেই । আমি আমার মত প্রচার করছি মানুষের সাড়া পাচ্ছি ।"
আরও পড়ুন: