ব্যারাকপুর, 10 জুলাই: আড়িয়াদহ ভিডিয়োকাণ্ডে এখনও পর্যন্ত জয়ন্ত সিংয়ের ছয় সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান তিনি । এমনকী এই ভিডিয়োকাণ্ডে নির্যাতিতদেরও পুলিশ খোঁজ চালাচ্ছে বলেও জানান পুলিশ কমিশনার ৷
আড়িয়াদহের ক্লাবে গণপিটুনির ভিডিয়োকাণ্ডে বুধবার কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৷ তাঁর স্পষ্ট বার্তা, ভিডিয়োটি যত পুরনোই হোক, ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷ এদিন অলোক রাজোরিয়া বলেন, "অভিষেক বর্মন, সুভাষ বেড়া, সুমন দে-কে আমরা গ্রেফতার করেছি ৷ ভিডিয়োয় যে আটজন তাদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছি ৷ ব্যারাকপুর পুলিশ কোনওভাবে এসব বরদাস্ত করবে না ৷ কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷"
একই সঙ্গে তিনি এও বলেন, "সংবাদমাধ্যমে আরও একটি ভিডিয়োতে আগ্নেয়াস্ত্র নিয়ে একজনকে দেখা যাচ্ছে ৷ তাকেও আমরা চিহ্নিত করেছি ৷ তার নাম তন্ময় বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা যাতে ফের না-ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখছি ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সঙ্গেই ভারতীয় ন্যায় সংহিতার নয়া আইনের ধারাও আমরা যোগ করেছি ৷ যাতে কোনও আইনি জটিলতা না থাকে ৷" পাশাপাশি ভিডিয়োকাণ্ড নিয়ে বলতে গিয়ে এদিন পুলিশ কমিশনার বলেন, "রাহুল গুপ্তাকে ভিডিয়োতে দেখা যাচ্ছে ৷ সেও অবশ্যই গ্রেফতার হবে ৷ যাদের ভিডিয়োতে দেখা যাচ্ছে না, তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ ভিডিয়োতে অন্যলোকও আছে তাদের দেখা যাচ্ছে না ৷ তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে ৷"
পুলিশ সূত্রে খবর, 2021 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্তার বাড়িতে কিছু চুরি হয়। সেই ঘটনায় থানায় কোনও অভিযোগ জানানো হয়নি। ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারা দু'জনকে চিহ্নিত করে তার মধ্যে এক তরুণ এবং এক তরুণীও রয়েছে। এরপর ওই দু'জনকে ক্লাব ঘরে নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ। এবিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, "আমি আশ্বস্ত করে বলতে চাই যে, ব্যারাকপুর পুলিশ কমিশনারের এই ধরনের কোনও অবৈধ কার্যকলাপকে বরদাস্ত করবে না। যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সে তিনি যেই হোন না কেন !"
এছাড়া সম্প্রতি আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে অস্ত্র হাতে নিয়ে ঘোরাতে দেখা গিয়েছে। ওই ঘটনায় তন্ময় ধর ওরফে বাপ্পাকে চিহ্নিত করা গিয়েছে। সম্ভবত সেটি 2015 সালের ভিডিয়ো। কিন্তু ঘটনা নতুন হোক বা পুরনো, বেআইনি হলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন অলোক রাজোরিয়া।