কলকাতা, 11 জুন: লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্য পুলিশে রদবদল। সরানো হল বসিরহাট ও পূর্ব মেদিনীপুরের পুলিশ কর্তাদের । যদিও নবান্ন বলছে এটা রুটিন বদলি । তবে লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল রাজ্য পুলিশের একাধিক আধিকারিক থেকে শুরু করে ডাব্লুবিসিএস আধিকারিক-সহ থানার আইসিদের । নির্বাচনের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, সেই কথা । এবার ভোট মিটতেই রাজ্যের তরফে পুলিশের রদবদলের ঘটনা সামনে এল ।
জানা গিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে কাঁথির এসডিপিওকে । পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক আজহারউদ্দিন খানকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আনা হল দিবাকর দাসকে । দার্জিলিংয়ের ডেপুটি সুপারের দায়িত্ব পেলেন আজহারউদ্দিন ।
শিয়রে শেষ দফার ভোট, তার আগেই বাংলায় ফের প্রশাসনিক রদবদল নির্বাচন কমিশনের
অন্যদিকে, বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁ মহকুমার পুলিশ আধিকারিক অমিতাভ কোনারকে পাঠানো হল হাওড়ার ডেপুটি সুপার পদে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আনা হল আমিনুল ইসলাম খানকে । এর আগে বসিরহাট পুলিশ জেলার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল । ওই এলাকার বাসিন্দারা একাধিক বিষয় নিয়ে শেখ শাহাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল, ডিজিপি রাজীব কুমারকে । তার জায়গায় আনা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে । রাজ্য পুলিশ সূত্রের খবর, এই শেষ নয়। পরে রাজ্য পুলিশে আরও বড়সড় রদবদল হতে পারে । এছাড়াও লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের সিআইডি এবং এসটিএফের একাধিক পুলিশ আধিকারিকদেরকেও বদল করা হয়েছিল । আইপিএস মহলের একাংশের দাবি, ধীরে ধীরে সেই সকল আধিকারিকদেরও তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হতে পারে ।
মুর্শিদাবাদের ডিআইজি বদলি, আইনশৃঙ্খলা সামলাবে কে ? কমিশনকে হুঁশিয়ারি মমতার