ETV Bharat / state

রাজ্য পুলিশে রদবদল, কে কোন দায়িত্ব পেলেন ? - West Bengal Police - WEST BENGAL POLICE

Shuffle in WB Police: পূর্ব মেদিনীপুর ও বসিরহাটের পুলিশ কর্তা রদবদল ৷ নবান্ন জানিয়েছে এটি রুটিন বদলি ৷ লোকসভা ভোটের সময় পুলিশ ও প্রশাসনের একাধিক কর্তাকে বদলি করেছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই তাঁদের নিজেদের জায়গায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

West Bengal Police
রাজ্য পুলিশে বেশ কিছু রদবদল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 9:18 PM IST

কলকাতা, 11 জুন: লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্য পুলিশে রদবদল। সরানো হল বসিরহাট ও পূর্ব মেদিনীপুরের পুলিশ কর্তাদের । যদিও নবান্ন বলছে এটা রুটিন বদলি । তবে লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল রাজ্য পুলিশের একাধিক আধিকারিক থেকে শুরু করে ডাব্লুবিসিএস আধিকারিক-সহ থানার আইসিদের । নির্বাচনের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, সেই কথা । এবার ভোট মিটতেই রাজ্যের তরফে পুলিশের রদবদলের ঘটনা সামনে এল ।

জানা গিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে কাঁথির এসডিপিওকে । পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক আজহারউদ্দিন খানকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আনা হল দিবাকর দাসকে । দার্জিলিংয়ের ডেপুটি সুপারের দায়িত্ব পেলেন আজহারউদ্দিন ।

শিয়রে শেষ দফার ভোট, তার আগেই বাংলায় ফের প্রশাসনিক রদবদল নির্বাচন কমিশনের

অন্যদিকে, বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁ মহকুমার পুলিশ আধিকারিক অমিতাভ কোনারকে পাঠানো হল হাওড়ার ডেপুটি সুপার পদে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব‍্যুরো থেকে আনা হল আমিনুল ইসলাম খানকে । এর আগে বসিরহাট পুলিশ জেলার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল । ওই এলাকার বাসিন্দারা একাধিক বিষয় নিয়ে শেখ শাহাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল, ডিজিপি রাজীব কুমারকে । তার জায়গায় আনা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে । রাজ্য পুলিশ সূত্রের খবর, এই শেষ নয়। পরে রাজ্য পুলিশে আরও বড়সড় রদবদল হতে পারে । এছাড়াও লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের সিআইডি এবং এসটিএফের একাধিক পুলিশ আধিকারিকদেরকেও বদল করা হয়েছিল । আইপিএস মহলের একাংশের দাবি, ধীরে ধীরে সেই সকল আধিকারিকদেরও তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হতে পারে ।

মুর্শিদাবাদের ডিআইজি বদলি, আইনশৃঙ্খলা সামলাবে কে ? কমিশনকে হুঁশিয়ারি মমতার

কলকাতা, 11 জুন: লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্য পুলিশে রদবদল। সরানো হল বসিরহাট ও পূর্ব মেদিনীপুরের পুলিশ কর্তাদের । যদিও নবান্ন বলছে এটা রুটিন বদলি । তবে লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল রাজ্য পুলিশের একাধিক আধিকারিক থেকে শুরু করে ডাব্লুবিসিএস আধিকারিক-সহ থানার আইসিদের । নির্বাচনের ফল ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, সেই কথা । এবার ভোট মিটতেই রাজ্যের তরফে পুলিশের রদবদলের ঘটনা সামনে এল ।

জানা গিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে কাঁথির এসডিপিওকে । পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক আজহারউদ্দিন খানকে পাঠানো হয়েছে দার্জিলিংয়ে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আনা হল দিবাকর দাসকে । দার্জিলিংয়ের ডেপুটি সুপারের দায়িত্ব পেলেন আজহারউদ্দিন ।

শিয়রে শেষ দফার ভোট, তার আগেই বাংলায় ফের প্রশাসনিক রদবদল নির্বাচন কমিশনের

অন্যদিকে, বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁ মহকুমার পুলিশ আধিকারিক অমিতাভ কোনারকে পাঠানো হল হাওড়ার ডেপুটি সুপার পদে । তাঁর জায়গায় ইন্টেলিজেন্স ব‍্যুরো থেকে আনা হল আমিনুল ইসলাম খানকে । এর আগে বসিরহাট পুলিশ জেলার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল । ওই এলাকার বাসিন্দারা একাধিক বিষয় নিয়ে শেখ শাহাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফে সরানো হয়েছিল, ডিজিপি রাজীব কুমারকে । তার জায়গায় আনা হয়েছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে । রাজ্য পুলিশ সূত্রের খবর, এই শেষ নয়। পরে রাজ্য পুলিশে আরও বড়সড় রদবদল হতে পারে । এছাড়াও লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের সিআইডি এবং এসটিএফের একাধিক পুলিশ আধিকারিকদেরকেও বদল করা হয়েছিল । আইপিএস মহলের একাংশের দাবি, ধীরে ধীরে সেই সকল আধিকারিকদেরও তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হতে পারে ।

মুর্শিদাবাদের ডিআইজি বদলি, আইনশৃঙ্খলা সামলাবে কে ? কমিশনকে হুঁশিয়ারি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.