কলকাতা, 23 জানুয়ারি: রাজ্যপালের লেখা ছোট গল্পের সংকলন প্রকাশ করলেন নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজক গুরনাহ ৷ কলকাতার সাহিত্য উৎসবে বইটি প্রকাশিত হয়েছে ৷ এই বইটিতে গল্প লেখার ধরণ ও উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে । বইতে থাকা গল্পগুলি ভারতের বিভিন্ন প্রান্তের ছোট ছোট ঘটনা থেকে অনুপ্রাণিত ৷ বিশেষত, রাজ্যপালের জন্মস্থান কেরলের চারপাশে ঘটে যাওয়া ঘটনা বেশি করে উঠে এসেছে এি বইতে।
মঙ্গলবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবেলজয়ী সাহিত্যিক আবদুলরাজক গুরনাহ ছাড়াও আরও অনেকে ৷ তাঁরা রাজ্যপালের লেখার প্রশংসা করতে গিয়েই মুগ্ধ হয়েছেন । কেউ আবার বলেছেন রাজ্যপালের লেখার ধরন অত্যন্ত শক্তিশালী। অনুষ্ঠানে উপস্থিত ডঃ রামকুমার মুখোপাধ্যায়ের মতে, "রাজ্যপাল অত্যন্ত শক্তিশালী কথক ৷" লেখক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, "এটি ছোটগল্পের একটি চমৎকার সংকলন।"
গল্পের বিষয়বস্তু সম্পর্কে বিশদে বর্ণনা করতে গিয়েই লেখক তথা রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস বলেন, "বইতে লেখার অধিকাংশই আমার মেয়েকে ছোটবেলায় বলা কিছু গল্পের সংকলন। অধিকাংশই কাল্পনিক ৷ এই বইতে কোল্লামের কালেক্টরের বাংলোর একটি পুকুরের কথা উল্লেখ করা হয়েছিল ৷ এই পুকুরকে নিয়ে কাল্পনিক গল্প বলতাম আমার মেয়কে।" সেইরকম 53টি গল্পের সংকলন থেকে 25টি গল্প নির্বাচিত করেছে সম্পাদকমণ্ডলী । প্রকাশ করেছেন 'চেখভ এবং তার ছেলেরা' ৷
রাজ্যপাল সিভি আনন্দ বোস 350টিরও বেশি কবিতা, সাহিত্য, প্রবন্ধ গল্প তিনি লিখেছেন ৷ তার মধ্যে 70টি গল্প বইয়ের আকারে প্রকাশিত হয়েছে ৷ মালয়ালম, হিন্দি, ইংরেজি এবং বাংলা ভাষায় উপন্যাস থেকে শুরু করে ছোট গল্প এবং কবিতা রয়েছে । এর পাশাপাশি, রাজ্যপাল রাজভবন থেকে কবিতা, ছোট গল্প, প্রবন্ধ এবং একটি উপন্যাস-সহ 10টি নতুন বই প্রকাশ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য উৎসব এবং বইমেলায় তাঁর লেখা প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: