ETV Bharat / state

আর্থিক তছরূপের অভিযোগ নেই শাহজাহানের নামে, ইডি'র তদন্ত প্রসঙ্গে আদালতে দাবি আইনজীবীদের - শাহজাহান

Sheikh Shahjahan Case: পুলিশের করা এফআইআরে তদন্ত করতে চাইছে ইডি ৷ কিন্তু আর্থিক তছরূপের কোনও অভিযোগ নেই ৷ একমাত্র মানি লন্ডারিংয়ের ঘটনাতেই তদন্ত করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আদালতে দাবি শেখ শাহজাহানের আইনজীবীদের।

ফেরার শাহজাহান
Sheikh Shahjahan Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 4:56 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন ৷ শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে ইডি যখন তল্লাশি অভিযান চালায়, তখন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা আক্রান্ত হন। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই একটি এফআইআরের মাধ্যমে শুরু করেছে রাজ্য পুলিশ।

তৃণমূল নেতার আইনজীবীর তরফ থেকে শনিবার ইডির বিশেষ আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে ইডি যে সকল অভিযোগে তলব করেছে সেখানে কোথাও আর্থিক তছরূপ বা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়নি। কিন্তু একমাত্র মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের ঘটনাতেই তদন্ত করতে পারে ইডি। শেখ শাহজাহানের আইনজীবীদের অভিযোগ, শাহজাহানের বিরুদ্ধে লুটপাট এবং মারধরে যে অভিযোগ তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ, সেই ঘটনাতেই কেন বারংবার তাদের মক্কেলকে ডেকে পাঠানো হচ্ছে?

শনিবার ইডির বিশেষ আদালতের আগাম জামিনের শুনানি ছিল শাহজাহানের। আর সেখানে দাঁড়িয়েই শেখ শাহজাহানের আইনজীবীদের তরফ থেকে এমনটা আদালতে দাবি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আদালতের তরফে কিছু জানানো হয়নি। গত 5 জানুয়ারি সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত চালানোর জন্য উপস্থিত হয় ইডি।

ইডির সঙ্গে হাডির হয় বিশাল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। যখন শেখ শাহাজাহানকে ডাকাডাকি করার পরেও তার সাড়া-শব্দ পাওয়া যায়নি সেসময়ে তার বাড়ির সদর দরজার একটি কলাপসিবল গেটের তালা ভাঙার প্রস্তুতি নেয় তদন্তকারীরা। অভিযোগ সেই সময় স্থানীয় একাধিক মানুষ এসে তাদের উপর আক্রমণ শানায়।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. ই-মেল মারফত সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে নোটিশ ইডির
  3. অন্তরালে থেকেই ফের আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

কলকাতা, 3 ফেব্রুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত বেশ কিছু অভিযোগ সামনে এনেছেন ৷ শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে ইডি যখন তল্লাশি অভিযান চালায়, তখন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা আক্রান্ত হন। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই একটি এফআইআরের মাধ্যমে শুরু করেছে রাজ্য পুলিশ।

তৃণমূল নেতার আইনজীবীর তরফ থেকে শনিবার ইডির বিশেষ আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে ইডি যে সকল অভিযোগে তলব করেছে সেখানে কোথাও আর্থিক তছরূপ বা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়নি। কিন্তু একমাত্র মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের ঘটনাতেই তদন্ত করতে পারে ইডি। শেখ শাহজাহানের আইনজীবীদের অভিযোগ, শাহজাহানের বিরুদ্ধে লুটপাট এবং মারধরে যে অভিযোগ তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ, সেই ঘটনাতেই কেন বারংবার তাদের মক্কেলকে ডেকে পাঠানো হচ্ছে?

শনিবার ইডির বিশেষ আদালতের আগাম জামিনের শুনানি ছিল শাহজাহানের। আর সেখানে দাঁড়িয়েই শেখ শাহজাহানের আইনজীবীদের তরফ থেকে এমনটা আদালতে দাবি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আদালতের তরফে কিছু জানানো হয়নি। গত 5 জানুয়ারি সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত চালানোর জন্য উপস্থিত হয় ইডি।

ইডির সঙ্গে হাডির হয় বিশাল কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী। যখন শেখ শাহাজাহানকে ডাকাডাকি করার পরেও তার সাড়া-শব্দ পাওয়া যায়নি সেসময়ে তার বাড়ির সদর দরজার একটি কলাপসিবল গেটের তালা ভাঙার প্রস্তুতি নেয় তদন্তকারীরা। অভিযোগ সেই সময় স্থানীয় একাধিক মানুষ এসে তাদের উপর আক্রমণ শানায়।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. ই-মেল মারফত সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে নোটিশ ইডির
  3. অন্তরালে থেকেই ফের আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.