ETV Bharat / state

ফি বৃদ্ধির প্রতিবাদ-অবস্থানের 115 ঘন্টা পার, অবিচল প্রেসিডেন্সির পড়ুয়ারা - PRESIDENCY UNIVERSITY SFI PROTEST

Students Protest at Presidency University: বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পোর্টিকর সামনে অবস্থানে বসেছিল বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা । 115 ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠন।

Presidency University
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থানের 115 ঘন্টা পার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 7:31 PM IST

কলকাতা, 30 জুলাই: ফি বৃদ্ধির প্রতিবাদে 115 ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠন। তাদের দাবি অস্বাভাবিক এই ফি বৃদ্ধি কোনও ভাবেই মেনে নিচ্ছে না । এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হলো তাদের কোন সদর আসেনি বলেই অভিযোগ। গতকাল কর্তৃপক্ষের সঙ্গে কি বৈঠক করেন তারা। কিন্তু সেই বৈঠকে কোন সুরাহা মেলেনি। এসএফআই সংগঠনের ছাত্রছাত্রীরা জানান, অত্যন্ত খারাপ ব্যবহার তারা এই বৈঠক থেকে পেয়েছেন। ফলে পরবর্তী কি সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিচ্ছে তা না জানা পর্যন্ত অবস্থানই থাকবেন তারা।

বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পোর্টিকর সামনে অবস্থানে বসেছিল বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা । তাঁদের দাবি, শিক্ষা এবং কর্মসংস্থান সকল ছাত্রছাত্রীর মৌলিক অধিকার। কিন্তু এই শিক্ষার জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এমনকি বর্তমানে যথাযথ চাকরির ব্যবস্থাও নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলেই অভিযোগ তাদের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এস এফ আই সংগঠনের প্রশ্ন, সরকার থেকে যে টাকা প্রাক্তন উপাচার্য অনুরাধা লুইয়া নিয়েছিলেন তার কি হলো? বিশ্ববিদ্যালয়ের বলছে আর্থিক সংকট রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নতুন বিল্ডিং এবং সেখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা কীভাবে গড়ে উঠলো ? এছাড়াও প্রাক্তনীদের থেকে যে অর্থ আসে বিশ্ববিদ্যালয় তার কী হচ্ছে?

যতক্ষণ না এই সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ততক্ষণ অবস্থানে থাকবেন বলেই সাফ জানিয়ে দেন তারা। এর পাশাপশি তাঁরা বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীদের তাদের এই অবস্থানে আমন্ত্রণ জানাচ্ছেন। কারণ, আগামিদিনে যদি আরও ফি বৃদ্ধি করে তখন সাধারণ ছাত্র ছাত্রীদের চাপ হবে । তাই সকলেরই এই প্রতিবাদে সামিল হওয়া উচিত বলে মনে করছেন এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা ।

কলকাতা, 30 জুলাই: ফি বৃদ্ধির প্রতিবাদে 115 ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠন। তাদের দাবি অস্বাভাবিক এই ফি বৃদ্ধি কোনও ভাবেই মেনে নিচ্ছে না । এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হলো তাদের কোন সদর আসেনি বলেই অভিযোগ। গতকাল কর্তৃপক্ষের সঙ্গে কি বৈঠক করেন তারা। কিন্তু সেই বৈঠকে কোন সুরাহা মেলেনি। এসএফআই সংগঠনের ছাত্রছাত্রীরা জানান, অত্যন্ত খারাপ ব্যবহার তারা এই বৈঠক থেকে পেয়েছেন। ফলে পরবর্তী কি সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিচ্ছে তা না জানা পর্যন্ত অবস্থানই থাকবেন তারা।

বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পোর্টিকর সামনে অবস্থানে বসেছিল বিশ্ববিদ্যালয়ের এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা । তাঁদের দাবি, শিক্ষা এবং কর্মসংস্থান সকল ছাত্রছাত্রীর মৌলিক অধিকার। কিন্তু এই শিক্ষার জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। এমনকি বর্তমানে যথাযথ চাকরির ব্যবস্থাও নেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলেই অভিযোগ তাদের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এস এফ আই সংগঠনের প্রশ্ন, সরকার থেকে যে টাকা প্রাক্তন উপাচার্য অনুরাধা লুইয়া নিয়েছিলেন তার কি হলো? বিশ্ববিদ্যালয়ের বলছে আর্থিক সংকট রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নতুন বিল্ডিং এবং সেখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা কীভাবে গড়ে উঠলো ? এছাড়াও প্রাক্তনীদের থেকে যে অর্থ আসে বিশ্ববিদ্যালয় তার কী হচ্ছে?

যতক্ষণ না এই সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ততক্ষণ অবস্থানে থাকবেন বলেই সাফ জানিয়ে দেন তারা। এর পাশাপশি তাঁরা বিশ্ববিদ্যালয় সকল ছাত্রছাত্রীদের তাদের এই অবস্থানে আমন্ত্রণ জানাচ্ছেন। কারণ, আগামিদিনে যদি আরও ফি বৃদ্ধি করে তখন সাধারণ ছাত্র ছাত্রীদের চাপ হবে । তাই সকলেরই এই প্রতিবাদে সামিল হওয়া উচিত বলে মনে করছেন এসএফআই সংগঠনের সঙ্গে যুক্ত পড়ুয়ারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.