ETV Bharat / state

ভোটের মুখে সদস্য সংখ্যা বৃদ্ধি এসএফআইয়ের, জঙ্গলমহলই পাখির চোখ নবাগতদের - Lok Sabha Election 2024

Students Federation of India: লোকসভা ভোটের আগে বেশ খানিকটা শক্তি বৃদ্ধি হল এসএফআইয়ের। বাঁকুড়া থেকে পুরুলিয়া ও ঝাড়গ্রামের পাশাপাশি কলকাতা এবং দুই 24 পরগনাতেও শক্তি বাড়াল সিপিএমের ছাত্র সংগঠন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 9:33 PM IST

Updated : Apr 1, 2024, 10:12 PM IST

কলকাতা, 1 এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের। 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যে 8 লাখ 30 হাজার 849 জন ছাত্রছাত্রী এসএফআই'র সদস্যপদ গ্রহণ করেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জঙ্গলমহলের এলাকায় উল্লেখযোগ্য হারে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেই সংগঠন সূত্রের দাবি। তবে, দুই 24 পরগনা ও কলকাতাতেও সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চার প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের ফোলিও প্রকাশ করে এসএফআই। বাংলা, হিন্দির সঙ্গে যুক্ত হয় সাঁওতালি, কুড়মালি, নেপালি ও উর্দু। মূলত, সংখ্যালঘু, সাঁওতাল পল্লী, জঙ্গলমহলের তরুণদের কাছে টানতে সংগঠনের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাত ধরেই তা প্রকাশ করা হয়। সদস্য সংখ্যা বাড়া তারই প্রভাব বলেই মনে করছে সংগঠন। ছাত্রছাত্রীদের এই বিপুল অংশগ্রহণ চলতি লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলেই মত এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির। তারা নতুন ভোটার তথা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।

ইটিভি ভারতকে দেবাঞ্জন দে বলেন, "দেশ ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং সংবিধানকে রক্ষার লড়াইকে দেশের সংসদের বুকে পৌঁছে দিতে হবে আমাদের ৷ এবারের লোকসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল-বিজেপি'কে পরাস্ত করে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান জানাচ্ছি আমরা। দেশজুড়ে বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি-সহ নানা কার্যকলাপে সামগ্রিক শিক্ষাব্যবস্থা ভয়ানক আক্রমণের মুখোমুখি। অন্যান্য ক্ষেত্রের মতোই শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে কোনও ফারাক নেই রাজ্য সরকারের। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুই সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। তার জবাব দেওয়া হবে।"

এবারের ভোটে এই স্লোগানকে সামনে রেখে ময়দানে নামতে চায়ছে এফএফআই। প্রাথমিকভাবে মঙ্গলবার প্রাক্তন ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে টালিগঞ্জ মেট্রো থেকে নেতাজিনগর পর্যন্ত মিছিল করা হবে। সুদীপ্ত গুপ্ত ছিলেন 22 বছর বয়সি ছাত্রনেতা। 2 এপ্রিল 2013 তারিখে কলকাতায় বিক্ষোভ সমাবেশে গ্রেফতার হওয়ার পরে পুলিশ হেফাজতে মারা যান। তাঁকে স্মরণে রেখেই পথে নামবে এসএফআই।

আরও পড়ুন:

  1. কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষায় পড়াশুনো দাবিতে আন্দোলনে নামছে এসএফআই
  2. মাতৃভাষা দিবসে প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের নথি আনছে এসএফআই

কলকাতা, 1 এপ্রিল: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পেল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের। 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যে 8 লাখ 30 হাজার 849 জন ছাত্রছাত্রী এসএফআই'র সদস্যপদ গ্রহণ করেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জঙ্গলমহলের এলাকায় উল্লেখযোগ্য হারে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেই সংগঠন সূত্রের দাবি। তবে, দুই 24 পরগনা ও কলকাতাতেও সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চার প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের ফোলিও প্রকাশ করে এসএফআই। বাংলা, হিন্দির সঙ্গে যুক্ত হয় সাঁওতালি, কুড়মালি, নেপালি ও উর্দু। মূলত, সংখ্যালঘু, সাঁওতাল পল্লী, জঙ্গলমহলের তরুণদের কাছে টানতে সংগঠনের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাত ধরেই তা প্রকাশ করা হয়। সদস্য সংখ্যা বাড়া তারই প্রভাব বলেই মনে করছে সংগঠন। ছাত্রছাত্রীদের এই বিপুল অংশগ্রহণ চলতি লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলেই মত এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির। তারা নতুন ভোটার তথা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে।

ইটিভি ভারতকে দেবাঞ্জন দে বলেন, "দেশ ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং সংবিধানকে রক্ষার লড়াইকে দেশের সংসদের বুকে পৌঁছে দিতে হবে আমাদের ৷ এবারের লোকসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল-বিজেপি'কে পরাস্ত করে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান জানাচ্ছি আমরা। দেশজুড়ে বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি-সহ নানা কার্যকলাপে সামগ্রিক শিক্ষাব্যবস্থা ভয়ানক আক্রমণের মুখোমুখি। অন্যান্য ক্ষেত্রের মতোই শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে কোনও ফারাক নেই রাজ্য সরকারের। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুই সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করেছে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। তার জবাব দেওয়া হবে।"

এবারের ভোটে এই স্লোগানকে সামনে রেখে ময়দানে নামতে চায়ছে এফএফআই। প্রাথমিকভাবে মঙ্গলবার প্রাক্তন ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে টালিগঞ্জ মেট্রো থেকে নেতাজিনগর পর্যন্ত মিছিল করা হবে। সুদীপ্ত গুপ্ত ছিলেন 22 বছর বয়সি ছাত্রনেতা। 2 এপ্রিল 2013 তারিখে কলকাতায় বিক্ষোভ সমাবেশে গ্রেফতার হওয়ার পরে পুলিশ হেফাজতে মারা যান। তাঁকে স্মরণে রেখেই পথে নামবে এসএফআই।

আরও পড়ুন:

  1. কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষায় পড়াশুনো দাবিতে আন্দোলনে নামছে এসএফআই
  2. মাতৃভাষা দিবসে প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের নথি আনছে এসএফআই
Last Updated : Apr 1, 2024, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.