ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় কুলটির যৌনকর্মীরা - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন কুলটির যৌনকর্মীরা ৷ বিচার চাইতে রাস্তায় নেমেছেন বলেই জানাচ্ছেন যৌনকর্মীরা ৷

RG Kar Doctor Rape and Murder
রাস্তায় কুলটির যৌনকর্মীরা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 2:24 PM IST

আসানসোল, 17 অগস্ট: সমাজের কাছে যারা ব্রাত্য তারাই নামল সমাজ পরিবর্তনের লক্ষ্যে। আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিচার চাইতে রাস্তায় নামলেন কুলটির বিভিন্ন যৌনপল্লীর যৌনকর্মীরা।

শুক্রবার রাতে নিজেদের পেশা ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন যৌনকর্মীরা ৷ কুলটিরর চবকা লছিপুর এলাকার যৌনকর্মীরা এই প্রতিবাদ মিছিল করে বলে জানা গিয়েছে ৷ তাদের সহযোগিতা করেছে দূর্বার মহিলা সমিতি। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছে ৷ প্রতিবাদ রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে। এমনকী বিদেশেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ দেখা গিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেমে এসেছেন রাস্তায়। সবার একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সেই দাবি নিয়েই রাস্তায় নামলেন যৌনকর্মীরা।

মূলত যে যৌনকর্মীরা সমাজ থেকে বিচ্যুত বা তাদের ব্রাত্য করে রাখে মানুষজন, সেই যৌনকর্মীরাই সমাজ বদলানোর ডাক দিয়ে রাস্তায় নামলেন এবার। আরজি করের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সঠিক বিচার চাইলেন তারা। কুলটির লছিপুর, চবকার যৌনকর্মীরা শুক্রবার রাতে মিছিল করে এভাবেই প্রতিবাদে সামিল হলেন। তাঁদের পাশে ছিল দুর্বার মহিলা সমিতি। দুর্বার মহিলা সমিতির কুলটির সভাপতি মর্জিনা শেখ বলেন, "আমরা আমাদের যৌনকর্মী মেয়েদের জন্যই রাস্তায় নেমেছি। তাদের নিরাপত্তা চাই। একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে তো আমাদের মেয়েরা আরও অসহায়।"

তাঁর কথায়, "তাদের সঙ্গে যখন-তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে ৷ পুলিশ তো কিছু করতেই পারে না। পুলিশের উপর ভরসা রাখব কী করে ? সিবিআই তদন্তভার নেওয়ার পরও দু'দিন কেটে গিয়েছে এখনও সেভাবে প্রকৃত দোষীর নাম উঠে আসেনি। আমরা চাই, দোষীদের ফাঁসি হোক।" এদিন যৌনকর্মীদের পাশাপাশি স্থানীয় সমাজকর্মীরাও তাদের সঙ্গে পা মেলান।

আসানসোল, 17 অগস্ট: সমাজের কাছে যারা ব্রাত্য তারাই নামল সমাজ পরিবর্তনের লক্ষ্যে। আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিচার চাইতে রাস্তায় নামলেন কুলটির বিভিন্ন যৌনপল্লীর যৌনকর্মীরা।

শুক্রবার রাতে নিজেদের পেশা ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন যৌনকর্মীরা ৷ কুলটিরর চবকা লছিপুর এলাকার যৌনকর্মীরা এই প্রতিবাদ মিছিল করে বলে জানা গিয়েছে ৷ তাদের সহযোগিতা করেছে দূর্বার মহিলা সমিতি। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছে ৷ প্রতিবাদ রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়েছে। এমনকী বিদেশেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ দেখা গিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নেমে এসেছেন রাস্তায়। সবার একটাই দাবি 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সেই দাবি নিয়েই রাস্তায় নামলেন যৌনকর্মীরা।

মূলত যে যৌনকর্মীরা সমাজ থেকে বিচ্যুত বা তাদের ব্রাত্য করে রাখে মানুষজন, সেই যৌনকর্মীরাই সমাজ বদলানোর ডাক দিয়ে রাস্তায় নামলেন এবার। আরজি করের মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সঠিক বিচার চাইলেন তারা। কুলটির লছিপুর, চবকার যৌনকর্মীরা শুক্রবার রাতে মিছিল করে এভাবেই প্রতিবাদে সামিল হলেন। তাঁদের পাশে ছিল দুর্বার মহিলা সমিতি। দুর্বার মহিলা সমিতির কুলটির সভাপতি মর্জিনা শেখ বলেন, "আমরা আমাদের যৌনকর্মী মেয়েদের জন্যই রাস্তায় নেমেছি। তাদের নিরাপত্তা চাই। একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে তো আমাদের মেয়েরা আরও অসহায়।"

তাঁর কথায়, "তাদের সঙ্গে যখন-তখন এই ধরনের ঘটনা ঘটতে পারে ৷ পুলিশ তো কিছু করতেই পারে না। পুলিশের উপর ভরসা রাখব কী করে ? সিবিআই তদন্তভার নেওয়ার পরও দু'দিন কেটে গিয়েছে এখনও সেভাবে প্রকৃত দোষীর নাম উঠে আসেনি। আমরা চাই, দোষীদের ফাঁসি হোক।" এদিন যৌনকর্মীদের পাশাপাশি স্থানীয় সমাজকর্মীরাও তাদের সঙ্গে পা মেলান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.