ETV Bharat / state

আদ্রা ডিভিশনে রেলের কাজ, জানুন কবে কোন ট্রেন বাতিল ও যাত্রাপথ বদল - IRREGULARITY IN TRAIN SERVICES

আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজের জন্য পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে ৷ বেশকিছু ট্রেন যেমন বাতিল হয়েছে ৷ তেমনই একাধিক ট্রেনের যাত্রাপথ বদল হয়েছে ৷

IRREGULARITY IN TRAIN SERVICES
আদ্রা ডিভিশনে কাজের জন্য 5-7 ডিসেম্বর পর্যন্ত নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের পরিষেবা ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 3:05 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজ শুরু হচ্ছে ৷ যার জন্য মূলত, 6 ডিসেম্বর থেকে নিয়ন্ত্রণিত হবে একাধিক ট্রেন পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ 6 ও 7 ডিসেম্বর অর্থাৎ, শুক্র ও শনিবার বেশ কিছু ট্রেন যেমন বাতিল থাকবে ৷ তেমনই একাধিক ট্রেন ঘুরপথে চলবে ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা

13504/13503 বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

08641/08642 আদ্রা-বারকাকানা-আদ্রা মেমু (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

03597/03598 রাঁচি-আসানসোল-রাঁচি মেমু (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

08695/08696 বোকারো স্টিল সিটি-রাঁচি-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

18085/18086 খড়গপুর-রাঁচি-খড়্গপুর মেমু এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা

18035 খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস ও 18036 হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

যাত্রাপথ বদল হওয়া ট্রেনের তালিকা

20898/20897 রাঁচি-হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

18602/18601 হাতিয়া-টাটানগর-হাতিয়া এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (7 ডিসেম্বর)

12366 রাঁচি-পটনা জন শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রাপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

18427 পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস (ঘুর পথে এনএসসিবি গোমহ-আনারা-পুরুলিয়া-চান্ডিল হয়ে চলবে) (7 ডিসেম্বর)

13320 রাঁচি-দুমকা এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

12020 রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

13319 দুমকা-রাঁচি এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

12019 হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

13351 ধানবাদ-আলাপ্পুঝা এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

12818 আনন্দবিহার-হাতিয়া এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (5 ডিসেম্বর)

12365 পাটনা-রাঁচি এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

22891/22892 হাওড়া-রাচি হাওড়া এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (7 ডিসেম্বর)

18603 রাঁচি-গোড্ডা এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রাপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

কলকাতা, 5 ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে প্ল্যাটফর্ম ও লাইনের কাজ শুরু হচ্ছে ৷ যার জন্য মূলত, 6 ডিসেম্বর থেকে নিয়ন্ত্রণিত হবে একাধিক ট্রেন পরিষেবা ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ 6 ও 7 ডিসেম্বর অর্থাৎ, শুক্র ও শনিবার বেশ কিছু ট্রেন যেমন বাতিল থাকবে ৷ তেমনই একাধিক ট্রেন ঘুরপথে চলবে ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা

13504/13503 বর্ধমান-হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

08641/08642 আদ্রা-বারকাকানা-আদ্রা মেমু (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

03597/03598 রাঁচি-আসানসোল-রাঁচি মেমু (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

08695/08696 বোকারো স্টিল সিটি-রাঁচি-বোকারো স্টিল সিটি প্যাসেঞ্জার (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

18085/18086 খড়গপুর-রাঁচি-খড়্গপুর মেমু এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা

18035 খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস ও 18036 হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

যাত্রাপথ বদল হওয়া ট্রেনের তালিকা

20898/20897 রাঁচি-হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

18602/18601 হাতিয়া-টাটানগর-হাতিয়া এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (7 ডিসেম্বর)

12366 রাঁচি-পটনা জন শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রাপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

18427 পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস (ঘুর পথে এনএসসিবি গোমহ-আনারা-পুরুলিয়া-চান্ডিল হয়ে চলবে) (7 ডিসেম্বর)

13320 রাঁচি-দুমকা এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

12020 রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

13319 দুমকা-রাঁচি এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

12019 হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

13351 ধানবাদ-আলাপ্পুঝা এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

12818 আনন্দবিহার-হাতিয়া এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (5 ডিসেম্বর)

12365 পাটনা-রাঁচি এক্সপ্রেস (ঘুর পথে চন্দ্রপুরা-বারকাকানা-মুরি হয়ে চলবে) (6 ডিসেম্বর ও 7 ডিসেম্বর)

22891/22892 হাওড়া-রাচি হাওড়া এক্সপ্রেস (ঘুর পথে মুরি-গুন্দা বিহার-চান্ডি হয়ে চলবে) (7 ডিসেম্বর)

18603 রাঁচি-গোড্ডা এক্সপ্রেস (ঘুর পথে মুরি-বারকাকানা-চন্দ্রাপুরা হয়ে চলবে) (7 ডিসেম্বর)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.