ETV Bharat / state

শহিদ সমাবেশে যোগ দিতে এসে অসুস্থ বহু তৃণমূল কর্মী - TMC 21 JULY RALLY - TMC 21 JULY RALLY

TMC 21 JULY RALLY: 21 জুলাই উপলক্ষ্যে ধর্মতলায় তো বটেই এমনকী হাওড়া, শিয়ালদায় একাধিক মেডিক্যাল ক্যাম্প করা হয়েছিল ৷ আর সেই সব মেডিক্যাল ক্যাম্পে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকের চিকিৎসা হয়েছে বলে দলীয় সূত্রে খবর ৷

TMC 21 JULY RALLY
তৃণমূলের 21 জুলাই (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 7:25 PM IST

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়লেন বহু তৃণমূল কর্মী। প্রগ্রেসিভ ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফে 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট 11টি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রায় সাত হাজার জনের চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, যাদের চিকিৎসা হয়েছে তার মধ্যে প্রায় 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রগ্রেসিভ ডক্টরস আ্যসোসিয়েশনের তরফে শিয়ালদা এবং হাওড়া স্টেশনের বাইরে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও ধর্মতলা চত্বরে একাধিক মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এমনকী এদিন মিছিল যে সব রাস্তা দিয়ে এসেছিল সেখানেও ছিল মেডিক্যাল ক্যাম্প। মোট 11টি ক্যাম্পে হাজির ছিলেন 300 চিকিৎসক ৷ ছিলেন ফার্মাসিস্ট, নার্স এবং টেকনিসিয়ানরাও ৷

শুধুমাত্র ধর্মতলায় আ্যলোপ্যাথি ও আয়ুষ-সহ 100 জন চিকিৎসক, 30 জন নার্স, 25 জন ফার্মাসিস্ট, 12 জন টেকনিসিয়ান ছিলেন। দলের চিকিৎসক শাখা সংগঠনের দাবি, সেই সব ক্যাম্পে চিকিৎসা হয়েছে 2,300 জনের। প্রসঙ্গত, 21 জুলাইয়ের সকাল থেকেই দেখা গিয়েছে আবহাওয়ার তারতম্য। কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও সূর্যের তেজ।

দলের চিকিৎসক সেলের নেতাদের মতে, এই আবহাওয়ার তারতম্যের ফলে ঠাণ্ডা গরমে অসুস্থ হয়ে পড়ছিলেন বহু তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে এদিন সভার শেষ লগ্নে দলনেত্রী দলে সমর্থকদের সাবধানতা বজায় রাখার নির্দেশ দেন। রাজনৈতিক কাজকর্মের পাশাপাশি নিজেকে ভালো রাখার বার্তাও শোনা যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

কলকাতা, 21 জুলাই: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়লেন বহু তৃণমূল কর্মী। প্রগ্রেসিভ ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফে 18 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট 11টি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রায় সাত হাজার জনের চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রে খবর, যাদের চিকিৎসা হয়েছে তার মধ্যে প্রায় 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রগ্রেসিভ ডক্টরস আ্যসোসিয়েশনের তরফে শিয়ালদা এবং হাওড়া স্টেশনের বাইরে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও ধর্মতলা চত্বরে একাধিক মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। এমনকী এদিন মিছিল যে সব রাস্তা দিয়ে এসেছিল সেখানেও ছিল মেডিক্যাল ক্যাম্প। মোট 11টি ক্যাম্পে হাজির ছিলেন 300 চিকিৎসক ৷ ছিলেন ফার্মাসিস্ট, নার্স এবং টেকনিসিয়ানরাও ৷

শুধুমাত্র ধর্মতলায় আ্যলোপ্যাথি ও আয়ুষ-সহ 100 জন চিকিৎসক, 30 জন নার্স, 25 জন ফার্মাসিস্ট, 12 জন টেকনিসিয়ান ছিলেন। দলের চিকিৎসক শাখা সংগঠনের দাবি, সেই সব ক্যাম্পে চিকিৎসা হয়েছে 2,300 জনের। প্রসঙ্গত, 21 জুলাইয়ের সকাল থেকেই দেখা গিয়েছে আবহাওয়ার তারতম্য। কখনও মুষলধারে বৃষ্টি, আবার কখনও সূর্যের তেজ।

দলের চিকিৎসক সেলের নেতাদের মতে, এই আবহাওয়ার তারতম্যের ফলে ঠাণ্ডা গরমে অসুস্থ হয়ে পড়ছিলেন বহু তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে এদিন সভার শেষ লগ্নে দলনেত্রী দলে সমর্থকদের সাবধানতা বজায় রাখার নির্দেশ দেন। রাজনৈতিক কাজকর্মের পাশাপাশি নিজেকে ভালো রাখার বার্তাও শোনা যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.