ETV Bharat / state

বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর, দলীয় কার্যালয়ে ইট বৃষ্টি - TMC BJP Clash - TMC BJP CLASH

TMC-BJP Clash: বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ । এবার তৃণমূল আশ্রিত ক্লাবে এবং বিজেপির দলীয় কার্যালয়ে ইট বৃষ্টির অভিযোগ ৷ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ।

TMC BJP Clash
TMC BJP Clash
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 2:14 PM IST

বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত দুর্গাপুর

দুর্গাপুর, 28 এপ্রিল: তৃতীয় দফা ভোটের আগে শনিবার দুর্গাপুরে সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল ৷ তৃণমূল আশ্রিত ক্লাবে এবং বিজেপির দলীয় কার্যালয়ে ইট বৃষ্টির অভিযোগ দুই পক্ষের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে রইল দুর্গাপুরের বি-জোন নিউটন এলাকায় । এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল দুর্গাপুর থানার পুলিশকে । ঘটনায় দু'পক্ষের চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

রকি ওরফে অভিষেক রায় তাঁর দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন ৷ এই যোগদানের পরই অশান্তির বাতাবরণ তৈরি হয় দুর্গাপুরের বি-জোন এলাকায় । অভিযোগ, নিউটন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বান্টি সিংয়ের নেতৃত্বে বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইঁট পাটকেল ছোঁড়া হয় ।

বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, "বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বি-জোন এলাকায় অরাজকতা চলছে । আজ আমরা যখন বৈঠক করছিলাম তখন বান্টি সিংয়ের নেতৃত্বে ইট পাটকেল ছোড়া হয় । আমরাও চুপ ছিলাম না । আমরা পালটা পাথর ছুঁড়তে শুরু করি । ইটের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন । পুলিশকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি ।"

অন্যদিকে বান্টি সিংয়ের অভিযোগ, "পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক । আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তাঁর কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইট পাটকেল ছোড়ে । খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি । আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিখিয়েছেন মানুষের জন্য কাজ করার কথা । আমাদের সঙ্গে যারা জমায়েত হয়েছেন তাঁরা মারপিট করার জন্য নয়, মানুষের জন্য কাজ করার চিন্তাভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করছেন । আমাদের নেত্রী শিখিয়েছেন বদলা নয়, বদল চাই ।"

দুই পক্ষের অভিযোগ আর পালটা অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে । বি-জোন বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের সারা রাস্তায় ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায় । পুলিশ ও কমব্যাট ফোর্সকে দেখা যায় শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে । দু'পক্ষই এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের কথা জানায় । শনিবার গভীর রাত পর্যন্ত দুই পক্ষই জমায়েত করে থাকে এলাকায় । পুলিশের পক্ষ থেকে বারবার দু'পক্ষকে সরানোর চেষ্টা করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকে তারা ।

13 মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর স্টিল টাউনশিপ । কয়েকদিন আগে আশিস মার্কেটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্রের আগের রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল । এর আগে স্টিল টাউনশিপের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনকে কেন্দ্র করেও দুই পক্ষের বাদানুবাদ দেখা গিয়েছিল । দুর্গাপুর স্টিল টাউনশিপে শান্তিপূর্ণ ভোট করানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো প্রশাসনের কাছে বলে মনে করছে এলাকার মানুষজন ।

বিগত বাম জমানায় দুর্গাপুরে এক ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের সংঘাতের কালো ইতিহাস স্টিল টাউনশিপের মানুষের মনের মাঝে আজও জীবিত । বাম নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ক্লাবগুলির সংঘাতও জিইয়ে ছিল । মাঝে কয়েকটা বছর সব কিছু ঠিকঠাক চলছিল । কিন্তু আবারও শান্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ বারবারে উত্তপ্ত হয়ে উঠছে । কখনো দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূল সমর্থকদের সংঘর্ষ, কখনো ব্যানার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ ।

আরও পড়ুন:

  1. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের
  2. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !
  3. দ্বিতীয় দফা মিটতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে আহত 10

বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত দুর্গাপুর

দুর্গাপুর, 28 এপ্রিল: তৃতীয় দফা ভোটের আগে শনিবার দুর্গাপুরে সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল ৷ তৃণমূল আশ্রিত ক্লাবে এবং বিজেপির দলীয় কার্যালয়ে ইট বৃষ্টির অভিযোগ দুই পক্ষের বিরুদ্ধে ৷ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত হয়ে রইল দুর্গাপুরের বি-জোন নিউটন এলাকায় । এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হল দুর্গাপুর থানার পুলিশকে । ঘটনায় দু'পক্ষের চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷

রকি ওরফে অভিষেক রায় তাঁর দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন ৷ এই যোগদানের পরই অশান্তির বাতাবরণ তৈরি হয় দুর্গাপুরের বি-জোন এলাকায় । অভিযোগ, নিউটন এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতা বান্টি সিংয়ের নেতৃত্বে বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইঁট পাটকেল ছোঁড়া হয় ।

বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, "বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বি-জোন এলাকায় অরাজকতা চলছে । আজ আমরা যখন বৈঠক করছিলাম তখন বান্টি সিংয়ের নেতৃত্বে ইট পাটকেল ছোড়া হয় । আমরাও চুপ ছিলাম না । আমরা পালটা পাথর ছুঁড়তে শুরু করি । ইটের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন । পুলিশকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি ।"

অন্যদিকে বান্টি সিংয়ের অভিযোগ, "পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক । আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তাঁর কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইট পাটকেল ছোড়ে । খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি । আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর শিখিয়েছেন মানুষের জন্য কাজ করার কথা । আমাদের সঙ্গে যারা জমায়েত হয়েছেন তাঁরা মারপিট করার জন্য নয়, মানুষের জন্য কাজ করার চিন্তাভাবনা নিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করছেন । আমাদের নেত্রী শিখিয়েছেন বদলা নয়, বদল চাই ।"

দুই পক্ষের অভিযোগ আর পালটা অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে । বি-জোন বিদ্যাসাগর অ্যাভিনিউয়ের সারা রাস্তায় ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায় । পুলিশ ও কমব্যাট ফোর্সকে দেখা যায় শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে । দু'পক্ষই এই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের কথা জানায় । শনিবার গভীর রাত পর্যন্ত দুই পক্ষই জমায়েত করে থাকে এলাকায় । পুলিশের পক্ষ থেকে বারবার দু'পক্ষকে সরানোর চেষ্টা করা হলেও নিজেদের অবস্থানে অনড় থাকে তারা ।

13 মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ৷ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর স্টিল টাউনশিপ । কয়েকদিন আগে আশিস মার্কেটে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্রের আগের রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল । এর আগে স্টিল টাউনশিপের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনকে কেন্দ্র করেও দুই পক্ষের বাদানুবাদ দেখা গিয়েছিল । দুর্গাপুর স্টিল টাউনশিপে শান্তিপূর্ণ ভোট করানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো প্রশাসনের কাছে বলে মনে করছে এলাকার মানুষজন ।

বিগত বাম জমানায় দুর্গাপুরে এক ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের সংঘাতের কালো ইতিহাস স্টিল টাউনশিপের মানুষের মনের মাঝে আজও জীবিত । বাম নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ক্লাবগুলির সংঘাতও জিইয়ে ছিল । মাঝে কয়েকটা বছর সব কিছু ঠিকঠাক চলছিল । কিন্তু আবারও শান্ত দুর্গাপুর স্টিল টাউনশিপ বারবারে উত্তপ্ত হয়ে উঠছে । কখনো দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূল সমর্থকদের সংঘর্ষ, কখনো ব্যানার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ ।

আরও পড়ুন:

  1. দিলীপকে 'গো-ব্যাক' স্লোগান, দুর্গাপুরে হাতাহাতি তৃণমূল-বিজেপি সমর্থকদের
  2. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !
  3. দ্বিতীয় দফা মিটতেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে আহত 10
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.