ETV Bharat / state

ড্যামেজ কন্ট্রোলে কলকাতা কর্পোরেশন, 6টি বাড়িকে বেআইনি নির্মাণের নোটিশ - construction Building Collapses

Illegally Constructed in Kolkata: কলকাতার একাধিক জায়গায় অবৈধ নির্মাণ কোনগুলি তা খতিয়ে দেখতে আসরে কলকাতা কর্পোরেশন ৷ গার্ডেনরিচ ঘটনার পর সেই এলাকাতেও সরজমিনে আধিকারিকরা ৷ 6টি বাড়িকে বেআইনি নির্মাণের নোটিশ ৷

Etv Bharat
ড্যামেজ কন্ট্রোলে কলকাতা কর্পোরেশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 11:11 AM IST

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ ঘটনায় মুখ পুড়েছে কলকাতা কর্পোরেশনের। কাউন্সিলর জানি না চিনি না বলে হাত তুলেছেন। মেয়র বাম আমলের দিকে আঙুল তুলেছেন সংবাদ মাধ্যমের কাছে। কাউন্সিলরকে বাঁচাতে শো-কজ করেছেন তিন আধিকারিককে। তবে যাই হোক না কেন, এই ঘটনায় কলকাতা কর্পোরেশন ভাবমূর্তি যে আঘাত পেয়েছে সেটা অনেকেই প্রকাশ্যে বলতে না চাইলেও মেনে নিচ্ছেন। তারপরেই বিল্ডিং বিভাগের তৎপরতা দেখাতে ময়দানে কর্পোরেশন।

পৌরনিগমের এক আধিকারিক জানান, এই বাড়িগুলির কোনওটা একাংশ বেআইনি আবার কোনওটা সম্পূর্ন বেআইনি। তার মধ্যে ভেঙে পড়ার নির্মীয়মান বাড়ি লাগোয়া একটি পাঁচ তলা বাড়ি রয়েছে। যেটি সামান্য হেলে গিয়েছে ঘটনার জেরে। সেই বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ইঞ্জিনিয়ররা রিপোর্ট দেবেন। মোট ছ'টি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 21 মার্চ থেকে শুনানি শুরু হবে।

শুনানির পর আইন মাফিক পদক্ষেপ করবে পৌরনিগম কর্তৃপক্ষ। স্ট্রাকচারাল ফিটনেস সার্টিফিকেট পাওয়ার সমস্ত শর্ত পূরণ করতে পারলে বেআইনি নির্মাণ গুলো আইনি বৈধতা দেওয়ার বিষয় বিবেচনা করা হবে। যে সমস্ত বাড়িগুলি বেআইনি তাতে মানুষ বসবাস করছেন ৷ ফলে সেগুলোর স্বাস্থ্যের হাল ফেরানো সম্ভব হলে সেখানে বাসিন্দাদের থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। যেগুলো এক্কেবারেই খারাপ অবস্থা সেই বাড়িগুলি ভেঙে ফেলা হবে। শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা কর্পোরেশন।

গার্ডেনরিচ এলাকায় ভেঙে পড়া বাড়ির আশপাশের 6টি বাড়িকে বেআইনি নির্মাণ হিসাবে নোটিশ পাঠিয়েছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ। তাদের মূলত 400(1) নোটিশ দেওয়া হয়েছে। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছে কর্পোরেশনের তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ঘটনাস্থলের আশেপাশের 6টি নির্মাণ 'সন্দেহজনক' বলে মনে হয়েছে আধিকারিকদের।

আরও পড়ুন

1. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !

2. 33 ঘণ্টা পার, গার্ডেনরিচে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধার কাজ

3. ধ্বংসস্তূপ থেকে বেরল লাশ, নিজেদের তৈরি বহুতলই কাড়ল নাসিমুদ্দিন ও তাঁর ভগ্নিপতীর প্রাণ

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ ঘটনায় মুখ পুড়েছে কলকাতা কর্পোরেশনের। কাউন্সিলর জানি না চিনি না বলে হাত তুলেছেন। মেয়র বাম আমলের দিকে আঙুল তুলেছেন সংবাদ মাধ্যমের কাছে। কাউন্সিলরকে বাঁচাতে শো-কজ করেছেন তিন আধিকারিককে। তবে যাই হোক না কেন, এই ঘটনায় কলকাতা কর্পোরেশন ভাবমূর্তি যে আঘাত পেয়েছে সেটা অনেকেই প্রকাশ্যে বলতে না চাইলেও মেনে নিচ্ছেন। তারপরেই বিল্ডিং বিভাগের তৎপরতা দেখাতে ময়দানে কর্পোরেশন।

পৌরনিগমের এক আধিকারিক জানান, এই বাড়িগুলির কোনওটা একাংশ বেআইনি আবার কোনওটা সম্পূর্ন বেআইনি। তার মধ্যে ভেঙে পড়ার নির্মীয়মান বাড়ি লাগোয়া একটি পাঁচ তলা বাড়ি রয়েছে। যেটি সামান্য হেলে গিয়েছে ঘটনার জেরে। সেই বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ইঞ্জিনিয়ররা রিপোর্ট দেবেন। মোট ছ'টি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 21 মার্চ থেকে শুনানি শুরু হবে।

শুনানির পর আইন মাফিক পদক্ষেপ করবে পৌরনিগম কর্তৃপক্ষ। স্ট্রাকচারাল ফিটনেস সার্টিফিকেট পাওয়ার সমস্ত শর্ত পূরণ করতে পারলে বেআইনি নির্মাণ গুলো আইনি বৈধতা দেওয়ার বিষয় বিবেচনা করা হবে। যে সমস্ত বাড়িগুলি বেআইনি তাতে মানুষ বসবাস করছেন ৷ ফলে সেগুলোর স্বাস্থ্যের হাল ফেরানো সম্ভব হলে সেখানে বাসিন্দাদের থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। যেগুলো এক্কেবারেই খারাপ অবস্থা সেই বাড়িগুলি ভেঙে ফেলা হবে। শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা কর্পোরেশন।

গার্ডেনরিচ এলাকায় ভেঙে পড়া বাড়ির আশপাশের 6টি বাড়িকে বেআইনি নির্মাণ হিসাবে নোটিশ পাঠিয়েছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগ। তাদের মূলত 400(1) নোটিশ দেওয়া হয়েছে। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছে কর্পোরেশনের তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ঘটনাস্থলের আশেপাশের 6টি নির্মাণ 'সন্দেহজনক' বলে মনে হয়েছে আধিকারিকদের।

আরও পড়ুন

1. গার্ডেনরিচ-কাণ্ডে ধৃত প্রোমোটারের নিজের 5 তলা বাড়িটিও বেআইনি !

2. 33 ঘণ্টা পার, গার্ডেনরিচে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও চলছে উদ্ধার কাজ

3. ধ্বংসস্তূপ থেকে বেরল লাশ, নিজেদের তৈরি বহুতলই কাড়ল নাসিমুদ্দিন ও তাঁর ভগ্নিপতীর প্রাণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.