ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2 - Karandighi Road Accident

Karandighi Road Accident: ভুট্টাবোঝাই দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল স্করপিও গাড়ির উপর ৷ তাতে প্রাণ হারালেন দু'জন ৷ পাশাপাশি আহত হয়েছেন একাধিক যাত্রী ৷ এখনও কয়েকজন ওই লরির নীচে আটকে রয়েছে বলে খবর ৷

নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকা লরি ওলটাল স্করপিও'র উপর
Karandighi Road Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 10:33 PM IST

রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2

রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি: দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চারচাকার উপরে ৷ ভয়াবহ পথ দুর্ঘটনায় রায়গঞ্জে প্রাণ গেল 2 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও লরির নীচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাসস্ট্যান্ড মোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় করণদিঘি থানার পুলিশ বাহিনী। আহতরা বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি দশ চাকা লরি ভুট্টাবোঝাই করে ডালখোলার দিক থেকে রায়গঞ্জের দিকে আসছিল। করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসস্ট্যান্ড মোড়ে এসে পৌঁছতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি স্করপিও গাড়ির উপর। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। লরির নীচে থাকা কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিকভাবে তড়িঘড়ি প্রথম করণদিঘি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়। পরবর্তীতে এদের মধ্যে গুরুতর আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷

স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় করণদিঘি থানায় পুলিশ । পুলিশের সঙ্গে দমকলের ইঞ্জিনও টুঙ্গিদিঘির বাসস্ট্যান্ড মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছয় ৷ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই ভুট্টাবোঝাই লরিটি উলটে গিয়েছে ৷ লরির নীচে এখনও যেহেতু দেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
  2. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের
  3. সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষে প্রাণ গেল ছ'জনের

রায়গঞ্জে পথদুর্ঘটনায় নিহত 2

রায়গঞ্জ, 7 ফেব্রুয়ারি: দশ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চারচাকার উপরে ৷ ভয়াবহ পথ দুর্ঘটনায় রায়গঞ্জে প্রাণ গেল 2 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও লরির নীচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাসস্ট্যান্ড মোড় এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় করণদিঘি থানার পুলিশ বাহিনী। আহতরা বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি দশ চাকা লরি ভুট্টাবোঝাই করে ডালখোলার দিক থেকে রায়গঞ্জের দিকে আসছিল। করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার বাসস্ট্যান্ড মোড়ে এসে পৌঁছতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি স্করপিও গাড়ির উপর। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। লরির নীচে থাকা কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিকভাবে তড়িঘড়ি প্রথম করণদিঘি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়। পরবর্তীতে এদের মধ্যে গুরুতর আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷

স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় করণদিঘি থানায় পুলিশ । পুলিশের সঙ্গে দমকলের ইঞ্জিনও টুঙ্গিদিঘির বাসস্ট্যান্ড মোড় এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছয় ৷ ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই ভুট্টাবোঝাই লরিটি উলটে গিয়েছে ৷ লরির নীচে এখনও যেহেতু দেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামপুরহাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত 4, আহত 11
  2. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের
  3. সিমেন্ট বোঝাই লরির সঙ্গে চার চাকার সংঘর্ষে প্রাণ গেল ছ'জনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.