ETV Bharat / state

পুরুলিয়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত 5, আহত আরও 6 - Road Accident in Purulia - ROAD ACCIDENT IN PURULIA

Purulia Road Accident: পুরুলিয়ায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু 5 জনের ৷ আহত আরও 6 জন ৷ আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ৷

Purulia Road Accident
পুরুলিয়ার পথ দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 11:23 AM IST

পুরুলিয়া, 11 মে: ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়ায় ৷ বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ আহত আরও 6 জন ৷ ঘটনাটি ঘটেছে নিতুরিয়ার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

শুক্রবার রাতে পুরুলিয়া থেকে বরাকর যাওয়ার পথে ভামুরিয়া মোড়ের কাছে প্রথমে একটি যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি ৷ তারপর একটি মোটরসাইকেলে ধাক্কা মেরে কয়েকজন পথচারীদেরকে ধাক্কা মারে লরিটি ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনায় গুরুতর আহত 11 জনকে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 5 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকি 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র পাঠানো হয় ৷

মৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ ৷ মৃতরা হলেন জহর লাল টুডু, সারামনি টুডু, শ্যামাপদ মণ্ডল, ভাগ্যবতী মণ্ডল এবং মৃদুলা মণ্ডল । প্রথম দু'জন মহারাজনগর এলাকার বাসিন্দা । বাকি তিন জনের বাড়ি পর্বতপুর এলাকায় । ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুরিয়া থানার পুলিশ । তবে লরিটির চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ রাজ্য সড়কের উপর যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । তবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শ্রীরাপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় 4 জনের । গুরুতর আহত অবস্থায় 9 বছরের এক নাবালিকাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক লরি-সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায় ।

আরও পড়ুন:

পুরুলিয়া, 11 মে: ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়ায় ৷ বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ আহত আরও 6 জন ৷ ঘটনাটি ঘটেছে নিতুরিয়ার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷

শুক্রবার রাতে পুরুলিয়া থেকে বরাকর যাওয়ার পথে ভামুরিয়া মোড়ের কাছে প্রথমে একটি যাত্রীবোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি ৷ তারপর একটি মোটরসাইকেলে ধাক্কা মেরে কয়েকজন পথচারীদেরকে ধাক্কা মারে লরিটি ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনায় গুরুতর আহত 11 জনকে হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 5 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকি 6 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্যত্র পাঠানো হয় ৷

মৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ ৷ মৃতরা হলেন জহর লাল টুডু, সারামনি টুডু, শ্যামাপদ মণ্ডল, ভাগ্যবতী মণ্ডল এবং মৃদুলা মণ্ডল । প্রথম দু'জন মহারাজনগর এলাকার বাসিন্দা । বাকি তিন জনের বাড়ি পর্বতপুর এলাকায় । ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুরিয়া থানার পুলিশ । তবে লরিটির চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ রাজ্য সড়কের উপর যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা । তবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শ্রীরাপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় 4 জনের । গুরুতর আহত অবস্থায় 9 বছরের এক নাবালিকাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক লরি-সহ কয়েকটি লরিতে ভাঙচুর চালায় ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.