ETV Bharat / state

রামপুরহাটে দু'টি বাইকের সংঘর্ষে 5 জনের মৃত্যু, আহত 2 - Road Accident in Rampurhat - ROAD ACCIDENT IN RAMPURHAT

Road Accident in Birbhum: রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল 5 জনের ৷ আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷

Road Accident
রামপুরহাটে পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 10:27 AM IST

Updated : Jul 18, 2024, 11:13 AM IST

রামপুরহাট, 18 জুলাই: দুটি বাইকে করে যাচ্ছিলেন 7 জন ৷ জাতীয় সড়কে বাইক দু'টির সংঘর্ষে মৃত্যু হল 5 আরোহীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু'জন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে ৷ মৃতদের নাম সামসুল হক, মিসবুল হক, আরিফ মহম্মদ, নাসিম সেখ ও রহমতুল্লা ।

রামপুরহাটে দু'টি বাইকের সংঘর্ষ (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটির দিক থেকে একটি বাইকে চেপে 3 যুবক রামপুরহাটের দিকে আসছিলেন ৷ সামনের দিক থেকে অপর একটি বাইকে করে আসছিলেন 4 যুবক । 14 নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর । গুরুতর আহত হন বাকি পাঁচজন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ । পুলিশ আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের ।

পুলিশ জানিয়েছে, অতি দ্রুত গতিতে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে । দুটি বাইকের আরোহীরা কেউ হেলমেট পরে ছিলেন না । যার ফলে তাঁরা গুরুতরভাবে জখম হন ৷ দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । বাকি তিনজনের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় । যদিও আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক । একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আজ সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ যুবকেরা মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

রামপুরহাট, 18 জুলাই: দুটি বাইকে করে যাচ্ছিলেন 7 জন ৷ জাতীয় সড়কে বাইক দু'টির সংঘর্ষে মৃত্যু হল 5 আরোহীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু'জন ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে ৷ মৃতদের নাম সামসুল হক, মিসবুল হক, আরিফ মহম্মদ, নাসিম সেখ ও রহমতুল্লা ।

রামপুরহাটে দু'টি বাইকের সংঘর্ষ (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটির দিক থেকে একটি বাইকে চেপে 3 যুবক রামপুরহাটের দিকে আসছিলেন ৷ সামনের দিক থেকে অপর একটি বাইকে করে আসছিলেন 4 যুবক । 14 নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর । গুরুতর আহত হন বাকি পাঁচজন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ । পুলিশ আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের ।

পুলিশ জানিয়েছে, অতি দ্রুত গতিতে বাইক চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে । দুটি বাইকের আরোহীরা কেউ হেলমেট পরে ছিলেন না । যার ফলে তাঁরা গুরুতরভাবে জখম হন ৷ দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । বাকি তিনজনের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় । যদিও আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক । একজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আজ সকালে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ যুবকেরা মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jul 18, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.