ETV Bharat / state

ভোলেনাথের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় ছিন্নভিন্ন দুই ভক্তের দেহ - Devotees Die in Road Accident - DEVOTEES DIE IN ROAD ACCIDENT

Bankura Road Accident: শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশে বেরিয়ে পড়েন জনা পনেরো পুণ্যার্থী ৷ জল নিয়ে স্থানীয় গ্রামে তাঁরা ফিরছিলেন ৷ রাতে রাস্তায় তাঁদের ধাক্কা মারে বেপরয়ো এক লরি ৷ তাঁদের মধ্যে দুই ভক্তের শরীর একেবারে ছিন্নভিন্ন হয়ে যায় ৷ মর্মান্তিক ওই পথ দুর্ঘটনায় আহত হন আরও 12 জন।

Bankura Road Accident
ভোলেনাথের মাথায় জল ঢালতে যাওয়াই কাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 1:31 PM IST

ছাতনা, 12 অগস্ট: বেপরোয়া গতির বলি দুই পুণ্যার্থী ৷ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে স্থানীয় মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার কথা ছিল তাঁদের। সে মতো রবিবার রাত সাড়ে দশটা থেকে এগারো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ধারার জল আনতে রওনা দেন প্রায় 15 জন পুণ্যার্থী ৷ কিন্তু তার আগেই না-ফেরার দেশে পাড়ি দিতে হল মহাদেবের দুই ভক্তকে। পথ দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৷

দুর্ঘটনায় ছিন্নভিন্ন দুই ভক্তের দেহ (ইটিভি ভারত)

মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুণ্যার্থীরা হেঁটে হাটগ্রামে ফিরছিলেন ৷ ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে হাটগ্রামে যখন তাঁরা ফিরছিলেন, তখন মাঝপথে জলট্যাঙ্কের কাছে কিছুক্ষণ রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি বেপরোয়া লরি ধাক্কা মারে ভক্তদের। রাস্তায় ছিটকে পড়েন সকলেই। দেহ ছিন্নভিন্ন হয়ে যায় ৷ চিৎকারে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

খবর দেওয়া হয় পুলিশেও ৷ আহতদের হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয় ৷ আরও আহত 12 জনকে শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তনুময় দত্ত (30) ও বিশাল দত্ত (28) । মৃত ওই দুই যুবক বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে ৷ তদন্ত করে ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, দার্জিলিংয়ের বাগডোগরায় শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন কিছু পুণ্যার্থী ৷ কাঁধে বাঁক করে জল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার চাকার একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ 7 পুণ্যার্থীর ৷ সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের উপর বাগডোগরার মুনি চা-বাগানের পাশে হাওদিজোতে ৷

ছাতনা, 12 অগস্ট: বেপরোয়া গতির বলি দুই পুণ্যার্থী ৷ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে স্থানীয় মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার কথা ছিল তাঁদের। সে মতো রবিবার রাত সাড়ে দশটা থেকে এগারো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ধারার জল আনতে রওনা দেন প্রায় 15 জন পুণ্যার্থী ৷ কিন্তু তার আগেই না-ফেরার দেশে পাড়ি দিতে হল মহাদেবের দুই ভক্তকে। পথ দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় ৷

দুর্ঘটনায় ছিন্নভিন্ন দুই ভক্তের দেহ (ইটিভি ভারত)

মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুণ্যার্থীরা হেঁটে হাটগ্রামে ফিরছিলেন ৷ ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের ধারার জল নিয়ে হাটগ্রামে যখন তাঁরা ফিরছিলেন, তখন মাঝপথে জলট্যাঙ্কের কাছে কিছুক্ষণ রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি বেপরোয়া লরি ধাক্কা মারে ভক্তদের। রাস্তায় ছিটকে পড়েন সকলেই। দেহ ছিন্নভিন্ন হয়ে যায় ৷ চিৎকারে তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন ৷ সঙ্গে সঙ্গে প্রত্যেককে উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

খবর দেওয়া হয় পুলিশেও ৷ আহতদের হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে 2 জনের মৃত্যু হয় ৷ আরও আহত 12 জনকে শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তনুময় দত্ত (30) ও বিশাল দত্ত (28) । মৃত ওই দুই যুবক বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর শোকের ছায়া নেমেছে এলাকাজুড়ে ৷ তদন্ত করে ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, দার্জিলিংয়ের বাগডোগরায় শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন কিছু পুণ্যার্থী ৷ কাঁধে বাঁক করে জল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার চাকার একটি গাড়ি পুণ্যার্থীদের ধাক্কা মারে ৷ ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার-সহ 7 পুণ্যার্থীর ৷ সোমবার সাতসকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের উপর বাগডোগরার মুনি চা-বাগানের পাশে হাওদিজোতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.