ETV Bharat / state

ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে আটক বাংলাদেশের 3 নাগরিক - Bangladeshis Detain by BSF - BANGLADESHIS DETAIN BY BSF

Border Security Force: জলপাইগুড়ি সেক্টর ও শিলিগুড়ি সেক্টর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের সময় ধরা পড়ল তিন বাংলাদেশের নাগরিক ৷ বিএসএফ তাদের বিজিবি'র হাতে তুলে দিয়েছে ৷

Border Security Force
আটক 3 বাংলাদেশের নাগরিক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 5:20 PM IST

জলপাইগুড়ি, 24 অগস্ট: ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশের 3 নাগরিক। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের জলপাইগুড়ি সেক্টর থেকে দু'জন এবং শিলিগুড়ি সেক্টরে থেকে একজনকে গ্রেফতার করে বিজিবি'র (বাংলাদেশ বর্ডার গার্ড) হাতে তুলে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশের 2 নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের একজনের নাম বাবুরাম রায় । বয়স 48 বছর ৷ তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ধৃত অন্য বাংলাদেশে নাগরিকের নাম অঙ্কন চন্দ্র রায়, বয়স 20 বছর ৷ তাঁর বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল-সহ 3 হাজার 482 বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে, বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্তের করন বর্ডার আউট-পোস্ট (কোচবিহার জেলা) এলাকা থেকে আটক করা হয়েছে সফিকুল ইসলামকে (25)। তার বাড়ি ময়মনসিংহের বিলরায়াল এলাকায়। সফিকুল ইসলাম অবৈধভাবে ভারতের ঢোকার চেষ্টা করছিল ৷ তার কাছ থেকে 1টি মোবাইল উদ্ধার হয়। বিজিবি'র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল, শুক্রবার তিন ধৃতকেই বিজিবি'র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের হস্তান্তর করে দেওয়া হয়েছে ৷

এর আগে গত 11 তারিখ ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালায় ৷ বিশেষ ওই অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে এদেশে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছিল। তাদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল।

জলপাইগুড়ি, 24 অগস্ট: ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধৃত বাংলাদেশের 3 নাগরিক। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের জলপাইগুড়ি সেক্টর থেকে দু'জন এবং শিলিগুড়ি সেক্টরে থেকে একজনকে গ্রেফতার করে বিজিবি'র (বাংলাদেশ বর্ডার গার্ড) হাতে তুলে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশের 2 নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের একজনের নাম বাবুরাম রায় । বয়স 48 বছর ৷ তিনি ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ধৃত অন্য বাংলাদেশে নাগরিকের নাম অঙ্কন চন্দ্র রায়, বয়স 20 বছর ৷ তাঁর বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়। ধৃতদের কাছ থেকে 2টি মোবাইল-সহ 3 হাজার 482 বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে, বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্তের করন বর্ডার আউট-পোস্ট (কোচবিহার জেলা) এলাকা থেকে আটক করা হয়েছে সফিকুল ইসলামকে (25)। তার বাড়ি ময়মনসিংহের বিলরায়াল এলাকায়। সফিকুল ইসলাম অবৈধভাবে ভারতের ঢোকার চেষ্টা করছিল ৷ তার কাছ থেকে 1টি মোবাইল উদ্ধার হয়। বিজিবি'র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল, শুক্রবার তিন ধৃতকেই বিজিবি'র সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে তাদের হস্তান্তর করে দেওয়া হয়েছে ৷

এর আগে গত 11 তারিখ ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালায় ৷ বিশেষ ওই অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে এদেশে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। তাদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছিল। তাদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.