ETV Bharat / state

বন্ধ হচ্ছে ব্রিটানিয়ার সাত দশকের পুরনো তারাতলা ইউনিট, ভিআরএস স্থায়ী কর্মীদের - Britannia Taratala Unit Closed - BRITANNIA TARATALA UNIT CLOSED

Britannia Taratala Unit Closed: ব্রিটানিয়া বিস্কুট সংস্থার তারাতলা ইউনিট বন্ধ হচ্ছে ৷ এমনটাই জানা গিয়েছে ৷ আজ সকালে সংস্থার কর্মীরা ইউনিটে পৌঁছাতেই গেটের বাইরে কর্তৃপক্ষের ঝোলানো নোটিশ দেখতে পান ৷ কিন্তু, কেন সাত দশকের পুরনো এই ইউনিট বন্ধ করা হচ্ছে ? তা নিয়ে সংস্থার তরফে কিছু বলা হয়নি ৷

Britannia Taratala Unit
বন্ধ হচ্ছে ব্রিটানিয়া সাত দশকের পুরনো তারাতলা ইউনিট ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 8:53 PM IST

কলকাতা, 24 জুন: প্রায় সাত দশকের উপর কলকাতা তথা পশ্চিমবঙ্গে দাপটের সঙ্গে ব্যবসা করছে ব্রিটানিয়া সংস্থা ৷ বাঙালির ঘরে ঘরে পরিচিত নাম এই ব্রিটানিয়া ৷ আর তার তারাতলার ইউনিট সংস্থার অন্যতম সেরা প্রোডাকশন ছিল ৷ কোনও এক অজানা কারণে, তারাতলার এই ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্রিটানিয়া সংস্থা ৷ আজ সকালে সংস্থার শতাধিক কর্মী কাজে যোগ দিতে গিয়ে ইউনিট বন্ধ হওয়ার নোটিশ দেখতে পান ৷

বন্ধ হচ্ছে ব্রিটানিয়া সাত দশকের পুরনো তারাতলা ইউনিট ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এই সংস্থায় 122 জন স্থায়ী কর্মী কাজ করেন ৷ আর প্রায় আড়াইশো জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ প্রতিবছর প্রায় আড়াই হাজার টন প্রোডাকশন হতো এই ইউনিট থেকে ৷ তাহলে কেন বন্ধ হচ্ছে ? কর্মীদের তরফে কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন করা হলে, কোনও জবাব দেওয়া হয়নি ৷ সূত্রের খবর, আগামিকাল সংস্থার ডিরেক্টর এবং পদস্থ কর্তারা একটি বৈঠক করবেন ৷ সেই বৈঠকের পরেই সাত দশকের পুরনো এই ইউনিট বন্ধ হওয়ার আসল কারণ জানা যাবে ৷

তবে, ব্রিটানিয়া সংস্থার সূত্রে খবর, সংস্থার স্থায়ী কর্মীদের ভিআরএস বা ভলান্টারি রিটায়ারমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তা সংস্থার 122 জন স্থায়ী কর্মী মেনে নিয়েছেন ৷ জানা গিয়েছে, 10 বছরের উপর সংস্থায় কাজ করছেন এমন কর্মচারীদের 22 লক্ষ 25 হাজার টাকা দেওয়া হচ্ছে ৷ 6-10 বছরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের 18 লক্ষ 75 হাজার টাকা এবং তার নিচে যাঁরা আছেন, তাঁরা 13 লক্ষ 25 হাজার টাকা পাবেন ৷ কিন্তু, প্রশ্ন থেকে যাচ্ছে সংস্থার প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ৷ তাঁদের কোনও সাহায্য় সংস্থা করবে কি না, তা নিয়ে কিছু বলা হয়নি ৷ আদতে তাঁরা কোনও সাহায্য পাবে কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে ৷

সূত্রের খবর, সংস্থার তরফে জানানো হয়েছে, তারাতলা ইউনিট বন্ধ হওয়ায় তাদের বার্ষিক উৎপাদন ও আয়ে কোনও প্রভাব পড়বে না ৷ তাহলে কেন সংস্থা বন্ধ হচ্ছে ? এনিয়ে কোনও অফিসিয়াল মন্তব্য আসেনি ৷ মঙ্গলবার ব্রিটানিয়া কর্তৃপক্ষ এবং কর্মীদের মধ্যে একটি বৈঠক হতে পারে ৷ সেখানে এনিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই বৈঠকের পরেই ব্রিটানিয়ার তারাতলা ইউনিট বন্ধের আসল কারণ জানা যাবে ৷

কলকাতা, 24 জুন: প্রায় সাত দশকের উপর কলকাতা তথা পশ্চিমবঙ্গে দাপটের সঙ্গে ব্যবসা করছে ব্রিটানিয়া সংস্থা ৷ বাঙালির ঘরে ঘরে পরিচিত নাম এই ব্রিটানিয়া ৷ আর তার তারাতলার ইউনিট সংস্থার অন্যতম সেরা প্রোডাকশন ছিল ৷ কোনও এক অজানা কারণে, তারাতলার এই ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নিল ব্রিটানিয়া সংস্থা ৷ আজ সকালে সংস্থার শতাধিক কর্মী কাজে যোগ দিতে গিয়ে ইউনিট বন্ধ হওয়ার নোটিশ দেখতে পান ৷

বন্ধ হচ্ছে ব্রিটানিয়া সাত দশকের পুরনো তারাতলা ইউনিট ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এই সংস্থায় 122 জন স্থায়ী কর্মী কাজ করেন ৷ আর প্রায় আড়াইশো জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ প্রতিবছর প্রায় আড়াই হাজার টন প্রোডাকশন হতো এই ইউনিট থেকে ৷ তাহলে কেন বন্ধ হচ্ছে ? কর্মীদের তরফে কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন করা হলে, কোনও জবাব দেওয়া হয়নি ৷ সূত্রের খবর, আগামিকাল সংস্থার ডিরেক্টর এবং পদস্থ কর্তারা একটি বৈঠক করবেন ৷ সেই বৈঠকের পরেই সাত দশকের পুরনো এই ইউনিট বন্ধ হওয়ার আসল কারণ জানা যাবে ৷

তবে, ব্রিটানিয়া সংস্থার সূত্রে খবর, সংস্থার স্থায়ী কর্মীদের ভিআরএস বা ভলান্টারি রিটায়ারমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ তা সংস্থার 122 জন স্থায়ী কর্মী মেনে নিয়েছেন ৷ জানা গিয়েছে, 10 বছরের উপর সংস্থায় কাজ করছেন এমন কর্মচারীদের 22 লক্ষ 25 হাজার টাকা দেওয়া হচ্ছে ৷ 6-10 বছরের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের 18 লক্ষ 75 হাজার টাকা এবং তার নিচে যাঁরা আছেন, তাঁরা 13 লক্ষ 25 হাজার টাকা পাবেন ৷ কিন্তু, প্রশ্ন থেকে যাচ্ছে সংস্থার প্রায় আড়াইশো অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ৷ তাঁদের কোনও সাহায্য় সংস্থা করবে কি না, তা নিয়ে কিছু বলা হয়নি ৷ আদতে তাঁরা কোনও সাহায্য পাবে কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে ৷

সূত্রের খবর, সংস্থার তরফে জানানো হয়েছে, তারাতলা ইউনিট বন্ধ হওয়ায় তাদের বার্ষিক উৎপাদন ও আয়ে কোনও প্রভাব পড়বে না ৷ তাহলে কেন সংস্থা বন্ধ হচ্ছে ? এনিয়ে কোনও অফিসিয়াল মন্তব্য আসেনি ৷ মঙ্গলবার ব্রিটানিয়া কর্তৃপক্ষ এবং কর্মীদের মধ্যে একটি বৈঠক হতে পারে ৷ সেখানে এনিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই বৈঠকের পরেই ব্রিটানিয়ার তারাতলা ইউনিট বন্ধের আসল কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.