ETV Bharat / state

ধর্মতলামুখী শ'য়ে শ'য়ে হেলমেটহীন বাইক সওয়ারি, দেখেও দেখলেন না ট্রাফিক সার্জেনরা - TMC 21 JULY RALLY

SECURITY ON 21 JULY: তৃণমূলের শহিদ দিবসে কলকাতায় নিরাপত্তার কড়াকড়ি ৷ তবে বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা মিলল শ'য়ে শ'য়ে হেলমেটহীন বাইক আরোহীর ৷ সেই ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

SECURITY ON 21 JULY
পার্কস্ট্রিটে হেলমেটহীন বাইক সওয়ারি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 1:39 PM IST

কলকাতা, 21 জুলাই: শহরের সব পথ আজ ধর্মতলামুখী ৷ কলকাতার প্রাণকেন্দ্রে রবিবার তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে সাজো-সাজো রব বেশ কয়েকদিন ধরেই ৷ বিশেষ দিনটিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি বাড়ে তিলোত্তমায় ৷ ফলত, স্বাভাবিক নিয়মেই স্লথ হয় যানবাহনের গতি ৷ তবে এবছরে শহরের গতি যাতে স্লথ না-হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন নগরপাল বিনীত গোয়েল ৷

শহিদ দিবসে ধর্মতলার ছবি (ইটিভি ভারত)

কিন্তু শহিদ সমাবেশের দিন সকালে শহর কলকাতায় ধরা পড়ল অন্য এক ছবি ৷ পার্কস্ট্রিট কিংবা ধর্মতলা চত্বরে শ'য়ে শ'য়ে কর্মী-সমর্থকের দেখা মিলল হেলমেট ছাড়াই বাইক চালাতে কিংবা বাইক সওয়ার হতে ৷ অথচ মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সার্জেন কিংবা কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা দেখেও দেখছেন না ৷ যা ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বছরের অন্য কোনও দিন হলে কি ছবিটা একই থাকত? উঠছে প্রশ্ন ৷

সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে 29টি আসনে জয়লাভ করেছে তারা ৷ 21 জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকেই সেই জয় উদযাপন করছে রাজ্যের শাসক দল ৷ স্বভাবতই উন্মাদনা অন্যান্যবারের তুলনায় কিছুটা বেশি বৈকি ৷ রাজ্যের বিভিন্ন জেলা, দূরদূরান্ত থেকে মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় করছেন ৷ বৃষ্টি মাথায় করেই আসছেন দলীয় কর্মী-সমর্থকেরা।

নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন শহরে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী বা উইনার্স টিমকে নামানো হয়েছে ময়দান চত্বরে। ড্রোনের মাধ্যমে মঞ্চের চারপাশের ছবি সংগ্রহ করছে লালবাজার কন্ট্রোল রুম। ভিড়ের মধ্যে পকেটমারি রুখতেও সচেষ্ট কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আওতাধীন ওয়াচ সেকশন। পুলিশকর্মীরা ভিড়ের মধ্যে ওয়াকি-টকি হাতে আমজনতার মত সাদা পোশাকে মিশে রয়েছেন। কোনও সন্দেহভাজন বা সন্দেহজনক বস্তু দেখলে আটক করার নির্দেশ রয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফে।

কলকাতা, 21 জুলাই: শহরের সব পথ আজ ধর্মতলামুখী ৷ কলকাতার প্রাণকেন্দ্রে রবিবার তৃণমূলের শহিদ সমাবেশ ঘিরে সাজো-সাজো রব বেশ কয়েকদিন ধরেই ৷ বিশেষ দিনটিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি বাড়ে তিলোত্তমায় ৷ ফলত, স্বাভাবিক নিয়মেই স্লথ হয় যানবাহনের গতি ৷ তবে এবছরে শহরের গতি যাতে স্লথ না-হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন নগরপাল বিনীত গোয়েল ৷

শহিদ দিবসে ধর্মতলার ছবি (ইটিভি ভারত)

কিন্তু শহিদ সমাবেশের দিন সকালে শহর কলকাতায় ধরা পড়ল অন্য এক ছবি ৷ পার্কস্ট্রিট কিংবা ধর্মতলা চত্বরে শ'য়ে শ'য়ে কর্মী-সমর্থকের দেখা মিলল হেলমেট ছাড়াই বাইক চালাতে কিংবা বাইক সওয়ার হতে ৷ অথচ মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সার্জেন কিংবা কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা দেখেও দেখছেন না ৷ যা ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ বছরের অন্য কোনও দিন হলে কি ছবিটা একই থাকত? উঠছে প্রশ্ন ৷

সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে দারুণ ফল করেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে 29টি আসনে জয়লাভ করেছে তারা ৷ 21 জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকেই সেই জয় উদযাপন করছে রাজ্যের শাসক দল ৷ স্বভাবতই উন্মাদনা অন্যান্যবারের তুলনায় কিছুটা বেশি বৈকি ৷ রাজ্যের বিভিন্ন জেলা, দূরদূরান্ত থেকে মানুষ একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় করছেন ৷ বৃষ্টি মাথায় করেই আসছেন দলীয় কর্মী-সমর্থকেরা।

নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিন শহরে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী বা উইনার্স টিমকে নামানো হয়েছে ময়দান চত্বরে। ড্রোনের মাধ্যমে মঞ্চের চারপাশের ছবি সংগ্রহ করছে লালবাজার কন্ট্রোল রুম। ভিড়ের মধ্যে পকেটমারি রুখতেও সচেষ্ট কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আওতাধীন ওয়াচ সেকশন। পুলিশকর্মীরা ভিড়ের মধ্যে ওয়াকি-টকি হাতে আমজনতার মত সাদা পোশাকে মিশে রয়েছেন। কোনও সন্দেহভাজন বা সন্দেহজনক বস্তু দেখলে আটক করার নির্দেশ রয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.