ETV Bharat / state

মোদির বঙ্গ সফরকালে প্রকাশ্যে সন্দেশখালি স্টিং ভিডিয়োর দ্বিতীয় পর্ব, কী তথ্য দিলেন গঙ্গাধর ? - Sandeshkhali sting video

Sandeshkhali sting video: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরকালে প্রকাশ্যে এল সন্দেশখালি স্টিং ভিডিয়োর দ্বিতীয় পর্ব ৷ সেখানে নতুন নানা তথ্য শোনা গিয়েছে গঙ্গাধর কয়ালের মুখে ৷ তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ETV BHARAT
স্টিং ভিডিয়োর দ্বিতীয় পর্বে গঙ্গাধর কয়াল (ছবি: ভিডিয়ো থেকে নেওয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 9:59 AM IST

Updated : May 12, 2024, 10:12 AM IST

কলকাতা, 12 মে: সন্দেশখালি নিয়ে আবারও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল । তাও এমন একটা সময়ে, যখন লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

3 মে স্টিং অপারেশনের প্রথম পর্ব সামনে এসেছিল । এ বার প্রকাশ্যে এল দ্বিতীয় পর্ব । দ্বিতীয় পর্বেও দেখা গেল সেই গঙ্গাধর কয়ালকেই । তাৎপর্যপূর্ণভাবে আগের ভিডিয়োতেই বলা হয়েছিল যে, এই পর্বে আন্দোলনকারীদের নাম ও ফোন নম্বর প্রকাশ্যে আনা হবে । সবটাই মিলল এ দিনের ভিডিয়োয় । এই ভিডিয়োতে দেখা গেল, যাঁরা আন্দোলনে রয়েছেন তাঁদের নাম, ফোন নম্বর গঙ্গাধর কয়েল বললেন নিজে মুখেই ।

কী রয়েছে এই ভিডিয়োতে ?

ভিডিয়োতে প্রথমেই গঙ্গাধর কয়ালের পরিচয় বিস্তারিতভাবে জানানো হয়েছে । তারপরেই ধীরে ধীরে সামনে এসেছে তাঁর কথোপকথন । যেখানে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা, মোবাইল এবং মদ প্রয়োজন বলে জানান তিনি । একইসঙ্গে লোকসভা নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে কত খরচ হবে, সে কথাও নিজে মুখে বলেছেন গঙ্গাধর । সবশেষে যিনি ভিডিয়োটি তৈরি করেছেন অর্থাৎ সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি আন্দোলনকারীদের টাকা দেওয়ার অছিলায় তাঁদের নাম এবং ফোন নম্বর গঙ্গাধর কয়ালের মুখ দিয়েই বলিয়ে নিয়েছেন । ভিডিয়োতে একে একে আন্দোলনকারীদের নাম বলছেন গঙ্গাধর কয়াল ৷ তিনি দিয়েছেন তাঁদের ফোন নম্বরও ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেহেতু এখানে একাধিক মহিলা এবং পুরুষের ফোন নম্বর রয়েছে, আর এগুলি সবই ব্যক্তিগত পরিচয়, তাই ভিডিয়োতে থাকলেও সেই সমস্ত ফোন নম্বর আমরা প্রকাশ্যে এভাবে বলতে চাইছি না ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আরও একবার সন্দেশখালির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে দিল এই ভিডিয়ো । এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার কী প্রতিক্রিয়া দেয় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যেই ৩ মে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছিল তা নিয়ে আদালতে গিয়েছেন গঙ্গাধর কয়াল । এই অবস্থায় দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁর বক্তব্য কী হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. স্টিং ভিডিয়ো-কাণ্ডে এবার গঙ্গাধর ও রেখার বিরুদ্ধে এফআইআর সন্দেশখালি থানায়
  2. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার
  3. বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর

কলকাতা, 12 মে: সন্দেশখালি নিয়ে আবারও একটি ভিডিয়ো প্রকাশ্যে এল । তাও এমন একটা সময়ে, যখন লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

3 মে স্টিং অপারেশনের প্রথম পর্ব সামনে এসেছিল । এ বার প্রকাশ্যে এল দ্বিতীয় পর্ব । দ্বিতীয় পর্বেও দেখা গেল সেই গঙ্গাধর কয়ালকেই । তাৎপর্যপূর্ণভাবে আগের ভিডিয়োতেই বলা হয়েছিল যে, এই পর্বে আন্দোলনকারীদের নাম ও ফোন নম্বর প্রকাশ্যে আনা হবে । সবটাই মিলল এ দিনের ভিডিয়োয় । এই ভিডিয়োতে দেখা গেল, যাঁরা আন্দোলনে রয়েছেন তাঁদের নাম, ফোন নম্বর গঙ্গাধর কয়েল বললেন নিজে মুখেই ।

কী রয়েছে এই ভিডিয়োতে ?

ভিডিয়োতে প্রথমেই গঙ্গাধর কয়ালের পরিচয় বিস্তারিতভাবে জানানো হয়েছে । তারপরেই ধীরে ধীরে সামনে এসেছে তাঁর কথোপকথন । যেখানে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা, মোবাইল এবং মদ প্রয়োজন বলে জানান তিনি । একইসঙ্গে লোকসভা নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে কত খরচ হবে, সে কথাও নিজে মুখে বলেছেন গঙ্গাধর । সবশেষে যিনি ভিডিয়োটি তৈরি করেছেন অর্থাৎ সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি আন্দোলনকারীদের টাকা দেওয়ার অছিলায় তাঁদের নাম এবং ফোন নম্বর গঙ্গাধর কয়ালের মুখ দিয়েই বলিয়ে নিয়েছেন । ভিডিয়োতে একে একে আন্দোলনকারীদের নাম বলছেন গঙ্গাধর কয়াল ৷ তিনি দিয়েছেন তাঁদের ফোন নম্বরও ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

যেহেতু এখানে একাধিক মহিলা এবং পুরুষের ফোন নম্বর রয়েছে, আর এগুলি সবই ব্যক্তিগত পরিচয়, তাই ভিডিয়োতে থাকলেও সেই সমস্ত ফোন নম্বর আমরা প্রকাশ্যে এভাবে বলতে চাইছি না ৷ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আরও একবার সন্দেশখালির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে দিল এই ভিডিয়ো । এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার কী প্রতিক্রিয়া দেয় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যেই ৩ মে যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছিল তা নিয়ে আদালতে গিয়েছেন গঙ্গাধর কয়াল । এই অবস্থায় দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁর বক্তব্য কী হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. স্টিং ভিডিয়ো-কাণ্ডে এবার গঙ্গাধর ও রেখার বিরুদ্ধে এফআইআর সন্দেশখালি থানায়
  2. 'সবে শুরু, ভোট হলে আরও সত‍্য সামনে আসবে !' সন্দেশখালি নিয়ে সরব শাহজাহান, পালটা রেখার
  3. বিজেপি না-ছাড়ার শোধ নিচ্ছে তৃণমূল, সন্দেশখালি 'স্টিং অপারেশন' নিয়ে অভিযোগ গঙ্গাধরের স্ত্রীর
Last Updated : May 12, 2024, 10:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.