ETV Bharat / state

লাগাতার ছাত্রীদের শরীরে 'ব্যাড টাচ' শিক্ষকের ! সরকারি স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

অভিভাবকদের দাবি, ছাত্রীরা ভয়ে রয়েছে ৷ স্কুলে আসতে চাইছে না তারা ৷ অভিযুক্ত শিক্ষক ভবিষ্যতে যেন বিদ্যালয়ে না আসেন ।

Students Molestation Allegations
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 3:29 PM IST

দুর্গাপুর, 5 নভেম্বর: ছাত্রীদের কোলে বসিয়ে খাতা দেখা ! শরীরের নানা অংশে 'ব্যাড টাচ' ! এমনই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি সরকারি বিদ্যালয়ে ৷ স্কুলের ভেতরে ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকরা ৷ বিদ্যালয়ের প্রবেশদ্বার আটকে মঙ্গলবার বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ ।

অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরে বিদ্যালয়ের কর্মশিক্ষা বিভাগের শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণ করছিলেন । এর ফলে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ৷ এই ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয় অভিভাবকদের তরফে । তারপর থেকেই বিদ্যালয়ে আসেননি অভিযুক্ত শিক্ষক । প্রধান শিক্ষক এই ঘটনা পুলিশকে জানাতে বারণ করেন বলেও অভিযোগ অভিভাবকদের ৷

স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ (ইটিভি ভারত)

লম্বা পুজোর ছুটির পর মঙ্গলবার বিদ্যালয় খোলে ৷ সেসময় শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকরা বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ শুরু করেন । প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবকরা ৷ এর ফলে উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে ৷

যদিও ওই অভিযুক্ত শিক্ষক মঙ্গলবারও বিদ্যালয়ে আসেননি । অভিভাবকরা পরিষ্কার জানান, অভিযুক্ত শিক্ষক যেন ভবিষ্যতে বিদ্যালয়ে না আসেন । নইলে তাঁরা আবারও আন্দোলনের পথে হাঁটবেন ৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা ৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন, "এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের একটা অভিযোগ পেয়েছিলাম । তারপরে এই বিষয়টি নিয়ে আমরা জেলা শিক্ষা দফতরে জানাই । সেখান থেকে ওই শিক্ষককে শোকজ করা হয় । এরপর থেকে এক মাস ধরে তিনি বিদ্যালয়ে আসেননি । আজ অভিভাবকরা আমাদের আটকে বিক্ষোভ দেখিয়েছেন । আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং কড়া ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন । তবে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ না দিলে আমি কোনও পদক্ষেপ করতে পারব না ৷"

দুর্গাপুর, 5 নভেম্বর: ছাত্রীদের কোলে বসিয়ে খাতা দেখা ! শরীরের নানা অংশে 'ব্যাড টাচ' ! এমনই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের একটি সরকারি বিদ্যালয়ে ৷ স্কুলের ভেতরে ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিভাবকরা ৷ বিদ্যালয়ের প্রবেশদ্বার আটকে মঙ্গলবার বিক্ষোভ দেখান তাঁরা । ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ ।

অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরে বিদ্যালয়ের কর্মশিক্ষা বিভাগের শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্রাব্য আচরণ করছিলেন । এর ফলে ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ৷ এই ঘটনা জানাজানি হতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয় অভিভাবকদের তরফে । তারপর থেকেই বিদ্যালয়ে আসেননি অভিযুক্ত শিক্ষক । প্রধান শিক্ষক এই ঘটনা পুলিশকে জানাতে বারণ করেন বলেও অভিযোগ অভিভাবকদের ৷

স্কুলে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ (ইটিভি ভারত)

লম্বা পুজোর ছুটির পর মঙ্গলবার বিদ্যালয় খোলে ৷ সেসময় শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকরা বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ শুরু করেন । প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবকরা ৷ এর ফলে উত্তেজনার সৃষ্টি হয় স্কুল চত্বরে ৷

যদিও ওই অভিযুক্ত শিক্ষক মঙ্গলবারও বিদ্যালয়ে আসেননি । অভিভাবকরা পরিষ্কার জানান, অভিযুক্ত শিক্ষক যেন ভবিষ্যতে বিদ্যালয়ে না আসেন । নইলে তাঁরা আবারও আন্দোলনের পথে হাঁটবেন ৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা ৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন, "এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের একটা অভিযোগ পেয়েছিলাম । তারপরে এই বিষয়টি নিয়ে আমরা জেলা শিক্ষা দফতরে জানাই । সেখান থেকে ওই শিক্ষককে শোকজ করা হয় । এরপর থেকে এক মাস ধরে তিনি বিদ্যালয়ে আসেননি । আজ অভিভাবকরা আমাদের আটকে বিক্ষোভ দেখিয়েছেন । আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং কড়া ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন । তবে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ না দিলে আমি কোনও পদক্ষেপ করতে পারব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.