জীবনতলা, 4 সেপ্টেম্বর: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ৷ জখম সপ্তম শ্রেণির ছাত্র ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত চুনাঘাটা এলাকায় । বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত ওই ছাত্র । গুরুতর জখম হয়েছে তার দু'হাত ৷ পাশাপাশি তার বুকে ও শরীরের একাধিক জায়গায় বিস্ফোরণের জেরে আঘাত লেগেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলের মাঠে খেলা করার সময় একটি বল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে যায় । মঙ্গলবার স্কুল খোলার সময় সেই বলটিকে উদ্ধার করতে যায় সপ্তম শ্রেণির ওই ছাত্র ৷ বল ভেবে সেখান থেকে তাজা বোমা নিয়ে আসে সে ৷ পরে বোমাটিকে লোক চক্ষুর আড়ালে একটি পরিত্যক্ত বাড়িতে রেখে দেয় । বিকেলে ছাত্র তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে বল ভেবে ওই বোমাটি নিয়ে খেলতে যায় ৷ সেইসময় বোমাটি বিস্ফোরণ ঘটে । তাতে জখম হয় সপ্তম শ্রেণির ওই পড়ুয়া ৷
আহত ওই ছাত্রকে প্রথমে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে চুনাঘাটা এলাকায় । বিদ্যালয়ের মধ্যে কীভাবে তাজা বোমা এল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা ৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ ।
এ বিষয়ে এলাকাবাসী সঞ্চলা সর্দার ও হাফিজা বিবিদের কথায়,"এই ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি । বোমা নিয়ে যদিও ওই ছাত্র পরিত্যক্ত জায়গায় না রাখত, তাহলে তো স্কুলে খোলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত । বহু স্কুলের ছাত্র এই বিস্ফোরণের জেরে আহত হতে পারত। প্রাণহানিরও আশঙ্কা ছিল । আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক ৷ স্কুলে কে বোমা রেখে গেল, পুলিশ খুঁজে বের করুক ৷"