ETV Bharat / state

গ্রেফতারির পরই পদক্ষেপ ! সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন - RG Kar Doctor Rape and Murder

Sandip Ghosh Suspend: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন ৷ গ্রেফতারির পর আদালত থেকে সিবিআই হেফাজতের নির্দেশ আসার পর তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্যভবন ৷

sandip ghosh suspended by swasthya bhawan
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্যভবন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 9:03 PM IST

Updated : Sep 3, 2024, 9:09 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর ৷ নিয়ম অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ । আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন । তারপরই এদিন সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর ৷

তবে সন্দীপ ঘোষের এই সাসপেনশনকে আংশিক জয় হিসেবে দেখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ এই বিষয়ে চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "এটা আমাদের আংশিক জয় । স্বাস্থ্যভবনের এই বিষয়ে আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল । আমরা স্বাস্থ্যসচিব ,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে এই কথাই বলতে স্বাস্থ্যভবনে গিয়েছিলাম । তখন আমাদের কথা শোনেননি । দুর্ভাগ্য স্বাস্থ্য দফতর পদক্ষেপ নিল সিবিআই পদক্ষেপ নেওয়ার পর ।

sandip ghosh suspended by swasthya bhawan
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার নির্দেশিকা (ইটিভি ভারত)

আন্দোলনের প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে । তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবী ছিল এটি । এই দাবি নিয়ে তারা স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন ৷ সিজিও কমপ্লেক্স থেকে সোজা স্বাস্থ্যভবনে যান ৷ সেখানে গিয়ে তারা স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে বৈঠক করেন ।

তবে সেই বৈঠক নিষ্ফলা হয়েছিল ৷ বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা । কারণ কোনওভাবেই স্বাস্থ্যভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন । কারণ স্বাস্থ্যভবন বলেছিল বিষয়টি নিয়ে এখন আইনি পদক্ষেপে চলছে । তারপর থেকেই আরও জোরালো হয় এই দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন । তবে শুধু সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা নয় এর পাশাপাশি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে বলেই স্পষ্ট করে দেন জুনিয়র চিকিৎসকরা ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর: সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর ৷ নিয়ম অনুযায়ী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ । আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন । তারপরই এদিন সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর ৷

তবে সন্দীপ ঘোষের এই সাসপেনশনকে আংশিক জয় হিসেবে দেখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ এই বিষয়ে চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "এটা আমাদের আংশিক জয় । স্বাস্থ্যভবনের এই বিষয়ে আরও আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল । আমরা স্বাস্থ্যসচিব ,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে এই কথাই বলতে স্বাস্থ্যভবনে গিয়েছিলাম । তখন আমাদের কথা শোনেননি । দুর্ভাগ্য স্বাস্থ্য দফতর পদক্ষেপ নিল সিবিআই পদক্ষেপ নেওয়ার পর ।

sandip ghosh suspended by swasthya bhawan
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার নির্দেশিকা (ইটিভি ভারত)

আন্দোলনের প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে । তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবী ছিল এটি । এই দাবি নিয়ে তারা স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন ৷ সিজিও কমপ্লেক্স থেকে সোজা স্বাস্থ্যভবনে যান ৷ সেখানে গিয়ে তারা স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে বৈঠক করেন ।

তবে সেই বৈঠক নিষ্ফলা হয়েছিল ৷ বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা । কারণ কোনওভাবেই স্বাস্থ্যভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন । কারণ স্বাস্থ্যভবন বলেছিল বিষয়টি নিয়ে এখন আইনি পদক্ষেপে চলছে । তারপর থেকেই আরও জোরালো হয় এই দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন । তবে শুধু সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা নয় এর পাশাপাশি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে বলেই স্পষ্ট করে দেন জুনিয়র চিকিৎসকরা ৷

Last Updated : Sep 3, 2024, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.