ETV Bharat / state

এখনই ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারছেন না, আরও বিড়ম্বনায় সন্দীপ ! - SANDIP GHOSH

তাঁর চারটি ফিক্সড ডিপোজিটে মোট 20 লক্ষ টাকা রয়েছে ৷ দুটি এফডি 2021 সালের, আর দুটি 2023 সালে করা হয়েছে ।

Sandip Ghosh
সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2024, 1:41 PM IST

কলকাতা, 30 অক্টোবর: ফিক্সড ডিপোজিট ভাঙতে গিয়ে নতুন বিড়ম্বনায় পড়লেন সন্দীপ ঘোষ । বুধবার হাইকোর্টে সিবিআইয়ের দেওয়া রিপোর্টে অস্বস্তি বাড়ার আশঙ্কা আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষের ।

সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছে, স্টেট ব্যাংকে সন্দীপ ঘোষের যে ফিক্সড ডিপোজিট করা হয়েছে তার সবটাই 2021 সাল থেকে 2023 সালের মধ্যে । অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে ঠিক এই সময়েই আরজি করের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছিল সিবিআই । এমনকি আর্থিক দুর্নীতির হদিশ পেতে ইডিও তদন্ত শুরু করে । ফলে এখনই এই টাকা তুলতে দিলে দুর্নীতির তদন্তের ক্ষতির আশঙ্কার ইঙ্গিত দিয়েছে সিবিআই । বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ সিবিআইয়ের ওই রিপোর্ট সন্দীপ ঘোষের আইনজীবীর হাতে তুলে দিয়ে, এই ব্যাপারে তাঁদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন । পুজোর ছুটির পর রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে ।

ফলে ফিক্সড ডিপোজিট ভেঙে এখনই টাকা তুলতে পারবেন না সন্দীপ ঘোষ । তাঁর চারটি ফিক্সড ডিপোজিটে মোট 20 লক্ষ টাকা রয়েছে ৷ তাঁর দুটি 2021 সালের, আর দুটি 2023 সালের । সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে ৷ ওই দুর্নীতির সময়কালও ঠিক এই একই সময়ে । ফলে এ বিষয়ে তদন্ত করে দেখার প্রয়োজন আছে, আদালতে এ দিন রিপোর্ট দিয়ে একথাই জানিয়েছে সিবিআই । তারপরই সন্দীপ ঘোষের আবেদন আপাতত কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে পাঠালেন বিচারপতি রাই চট্টোপাধ্যায় ।

গত শুনানিতেই স্টেট ব্যাংকের তরফে আইনজীবী জানিয়েছিলেন, সন্দীপ ঘোষের লকার সিজ করা হয়েছে ৷ এই মর্মে সিবিআই ব্যাংককে একটি নোটিশ পাঠিয়েছে । ফলে সন্দীপ ঘোষ ব্যাংক থেকে কোনও টাকা তুলতে চাইলে তাঁর স্বাক্ষর লাগবে । অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবী জানান, এ বিষয়ে জেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না । তারপরই বিচারপতি সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে ।

কলকাতা, 30 অক্টোবর: ফিক্সড ডিপোজিট ভাঙতে গিয়ে নতুন বিড়ম্বনায় পড়লেন সন্দীপ ঘোষ । বুধবার হাইকোর্টে সিবিআইয়ের দেওয়া রিপোর্টে অস্বস্তি বাড়ার আশঙ্কা আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষের ।

সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছে, স্টেট ব্যাংকে সন্দীপ ঘোষের যে ফিক্সড ডিপোজিট করা হয়েছে তার সবটাই 2021 সাল থেকে 2023 সালের মধ্যে । অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে ঠিক এই সময়েই আরজি করের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছিল সিবিআই । এমনকি আর্থিক দুর্নীতির হদিশ পেতে ইডিও তদন্ত শুরু করে । ফলে এখনই এই টাকা তুলতে দিলে দুর্নীতির তদন্তের ক্ষতির আশঙ্কার ইঙ্গিত দিয়েছে সিবিআই । বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ সিবিআইয়ের ওই রিপোর্ট সন্দীপ ঘোষের আইনজীবীর হাতে তুলে দিয়ে, এই ব্যাপারে তাঁদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন । পুজোর ছুটির পর রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে ।

ফলে ফিক্সড ডিপোজিট ভেঙে এখনই টাকা তুলতে পারবেন না সন্দীপ ঘোষ । তাঁর চারটি ফিক্সড ডিপোজিটে মোট 20 লক্ষ টাকা রয়েছে ৷ তাঁর দুটি 2021 সালের, আর দুটি 2023 সালের । সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি অভিযোগ রয়েছে ৷ ওই দুর্নীতির সময়কালও ঠিক এই একই সময়ে । ফলে এ বিষয়ে তদন্ত করে দেখার প্রয়োজন আছে, আদালতে এ দিন রিপোর্ট দিয়ে একথাই জানিয়েছে সিবিআই । তারপরই সন্দীপ ঘোষের আবেদন আপাতত কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে পাঠালেন বিচারপতি রাই চট্টোপাধ্যায় ।

গত শুনানিতেই স্টেট ব্যাংকের তরফে আইনজীবী জানিয়েছিলেন, সন্দীপ ঘোষের লকার সিজ করা হয়েছে ৷ এই মর্মে সিবিআই ব্যাংককে একটি নোটিশ পাঠিয়েছে । ফলে সন্দীপ ঘোষ ব্যাংক থেকে কোনও টাকা তুলতে চাইলে তাঁর স্বাক্ষর লাগবে । অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবী জানান, এ বিষয়ে জেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না । তারপরই বিচারপতি সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন সন্দীপ ঘোষের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.