ETV Bharat / state

'দরকার হলে দু'বছর পর আমায় বদলে ফেলবেন', প্রচারে বেরিয়ে দাবি সজলের - Assembly Bye Election 2024 - ASSEMBLY BYE ELECTION 2024

Lok Sabha Election 2024: রবিবার লোকসভা নির্বাচনে প্রচার করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷ এদিন তিনি বরানগরের বিভিন্ন বাজারে ঘুরে জনসংযোগ করেন ৷

ETV Bharat
সজল ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 3:59 PM IST

রবিবার বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী প্রচার

বরানগর, 7 এপ্রিল: "এই নির্বাচন দু'বছরের জন্য ৷ দরকার হলে দু'বছর পর আমায় বদলে ফেলবেন", প্রচারে বেরিয়ে এমনই বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷ ইতিমধ্যে সারাদেশে তথা রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা ৷ লোকসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার ৷ তবে এর মাঝে বরানগরে উপনির্বাচন হচ্ছে ৷ নিজের বিধায়ক পদ ছেড়ে বিজেপি যোগ দিয়েছেন তাপস রায় ৷ ফলে ওই এলাকার বিধায়কের আসন শূন্য হয়েছে। সেখানে নতুন লড়াই ৷

একদিকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ অপরদিকে বিজেপির সজল ঘোষ ৷ ফলে সেই উপ-নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রচার ৷ রবিবাসরীয় সকালে বৃষ্টিকে মাথায় নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী ৷ রবিবাসরীয় সকালে বরানগরের 19 নম্বর ওয়ার্ডে বঙ্গলক্ষী বাজারে প্রচার সারলেন বিজেপি নেতা ৷

বাজারের মধ্যে থেকে শুরু করে এলাকার বিভিন্ন মানুষদের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল তাকে ৷ বরানগরে ওই ওয়ার্ডের সব সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, "আমার নাম সজল ৷ আমার সামনে কেউ হাত জোড় করবেন না ৷ শুধু একটাই কথা বলব, বাংলার অবস্থা সবাই জানেন ৷ এদেরকে সরান ৷ আমায় একটা সুযোগ দিন। এই ভোটটা দু'বছরের জন্য। যদি মনে হয় দু'বছরে কিছু করিনি তখন বদলে দেবেন ৷"

প্রসঙ্গত, নাম প্রকাশের পর থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী সজল ঘোষ ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিধানসভা উপনির্বাচন ৷ এর ফলে আমরা তিনটি সিট জিতব ৷ দমদমও আমরা জিতব, উত্তর কলকাতা জিতব ৷ পাশাপাশি বরানগরও জিতব ৷ বরানগর বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা ৷ আগামিদিনে বিরোধীরা যে শাসকদলের দিকেই যাচ্ছে সেই ইঙ্গিত স্পষ্ট ৷"

আরও পড়ুন:

  1. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
  2. বাংলার মানুষ নির্বাচনে জবাব দেবে, মমতাকে নিশানা সাধ্বী নিরঞ্জন জ্যোতির

রবিবার বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী প্রচার

বরানগর, 7 এপ্রিল: "এই নির্বাচন দু'বছরের জন্য ৷ দরকার হলে দু'বছর পর আমায় বদলে ফেলবেন", প্রচারে বেরিয়ে এমনই বললেন বিজেপি প্রার্থী সজল ঘোষ ৷ ইতিমধ্যে সারাদেশে তথা রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা ৷ লোকসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার ৷ তবে এর মাঝে বরানগরে উপনির্বাচন হচ্ছে ৷ নিজের বিধায়ক পদ ছেড়ে বিজেপি যোগ দিয়েছেন তাপস রায় ৷ ফলে ওই এলাকার বিধায়কের আসন শূন্য হয়েছে। সেখানে নতুন লড়াই ৷

একদিকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ৷ অপরদিকে বিজেপির সজল ঘোষ ৷ ফলে সেই উপ-নির্বাচনকে কেন্দ্র করে জোরকদমে চলছে প্রচার ৷ রবিবাসরীয় সকালে বৃষ্টিকে মাথায় নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী ৷ রবিবাসরীয় সকালে বরানগরের 19 নম্বর ওয়ার্ডে বঙ্গলক্ষী বাজারে প্রচার সারলেন বিজেপি নেতা ৷

বাজারের মধ্যে থেকে শুরু করে এলাকার বিভিন্ন মানুষদের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল তাকে ৷ বরানগরে ওই ওয়ার্ডের সব সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, "আমার নাম সজল ৷ আমার সামনে কেউ হাত জোড় করবেন না ৷ শুধু একটাই কথা বলব, বাংলার অবস্থা সবাই জানেন ৷ এদেরকে সরান ৷ আমায় একটা সুযোগ দিন। এই ভোটটা দু'বছরের জন্য। যদি মনে হয় দু'বছরে কিছু করিনি তখন বদলে দেবেন ৷"

প্রসঙ্গত, নাম প্রকাশের পর থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী সজল ঘোষ ৷ তিনি বলেছিলেন, "আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিধানসভা উপনির্বাচন ৷ এর ফলে আমরা তিনটি সিট জিতব ৷ দমদমও আমরা জিতব, উত্তর কলকাতা জিতব ৷ পাশাপাশি বরানগরও জিতব ৷ বরানগর বিধানসভা জেতা মানে কলকাতার আশেপাশে খাতা খোলা ৷ আগামিদিনে বিরোধীরা যে শাসকদলের দিকেই যাচ্ছে সেই ইঙ্গিত স্পষ্ট ৷"

আরও পড়ুন:

  1. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
  2. বাংলার মানুষ নির্বাচনে জবাব দেবে, মমতাকে নিশানা সাধ্বী নিরঞ্জন জ্যোতির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.