ETV Bharat / state

সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রাজ্যে এখন বাঘের সংখ্যা কত ? - Royal Bengal Tiger

Royal Bengal Tiger in Bengal: রাজ্য সরকারের সুপরিকল্পিত পরিকল্পনাতেই সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট মিলিয়ে বাংলায় বাঘের সংখ্যা একশো ছাড়াল ৷ এমন আশার কথা জানালেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ৷

Royal Bengal Tiger
সুন্দরবনে বাড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 8:03 PM IST

কলকাতা, 28 জুলাই: সুন্দরবনে দ্রুত কমে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা কমে যাওয়া নিয়ে বাংলার প্রকৃতিপ্রেমীরা দুশ্চিন্তায় ছিল ৷ কিন্তু রাজ্য সরকারের সাম্প্রতিক তথ্যে আশার বাণী শোনানো হয়েছে ৷ বাঘশুমারিতে যে তথ্য রাজ্য সরকারের হাতে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, ইউনেসকোর হেরিটেজ জোন বলে ঘোষিত সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ।

রাজ্যে বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বক্তব্য (ইটিভি ভারত)

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাতেও সেঞ্চুরি করে ফেলেছে বাংলা । আগামিকাল, 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের খুশির খবর, গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে 13টি । এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "বাঘের সংখ্যা বৃদ্ধির পেছনে রাজ্য সরকারের সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে । বিশেষ করে যে সমস্ত প্রাণীগুলি এই মুহূর্তে বিলুপ্তির পথে যেতে বসেছে তাদের বাঁচানোর জন্য নিশ্চিত পরিকল্পনা নেওয়া হচ্ছে । আর সেই কারণেই বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটেছে সুন্দরবনে ।" মন্ত্রী এও জানান, এই মুহূর্তে রাজ্যে বাঘের সংখ্যা 102 ৷ যার মধ্যে সুন্দরবনে রয়েছে 101টি ৷ আর বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে রয়েছে একটি বাঘ ।"

বিগত সময় বেশ কয়েক বছর ধরে সুন্দরবনে বাঘের সংখ্যা কমতে দেখা যাচ্ছিল ৷ ভয়ংকর সুন্দরের চারণক্ষেত্র সুন্দরবনের অভয়ারণ্য থেকে তবে কি হারিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার ? প্রকৃতিপ্রেমীদের মনে এমন আশঙ্কা তৈরি হচ্ছিল ৷ তথ্য বলছে, বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবন ছড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় । সুন্দরবনের মোট আয়তন 10 হাজার বর্গকিলোমিটার । বাংলাদেশের মধ্যে রয়েছে সুন্দরবনের 6 হাজার 517 বর্গ কিলোমিটার । বাকি অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে । এই মুহূর্তে সেখানে বাঘের গণনা চলছে ৷ আগামিকাল অর্থাৎ 29 জুলাই সেই গণনা শেষ হবে ৷

তবে মনে করা হচ্ছে, এবার সেখানেও বাঘবৃদ্ধি হতে চলেছে । 2015 সালে বাংলাদেশের মধ্যে থাকা সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 115টি । সেটা এবার বেড়ে 150 হতে পারে । অন্যদিকে আমাদের রাজ্যেও বাঘের সংখ্যা বৃদ্ধি হয়ে 102টি হয়েছে ৷ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, 2010 সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল 74 । 2018 সালে তা বেড়ে হয় 88 । এই মুহূর্তে সেই সংখ্যাটা 100 ছাড়িয়ে গিয়েছে ।

বনদফতরের এক আধিকারিকের কথায়, "এই মুহূর্তে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়লেও কয়েক বছর আগে বাঘের সংখ্যা নিয়ে বেশ চিন্তায় ছিল রাজ্য সরকার । কারণ চোরাচালান থেকে শুরু করে খাবারের অভাবের কারণে বাঘের সংখ্যা দ্রুত হারে কমছিল ৷ এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয় ৷ রাজ্যে থাকা বাঘেদের উপর নজরদারির জন্য অত্যাধুনিক স্যাটেলাইট ক্যামেরা কলার ব্যবহার করা হয় ৷ যার মাধ্যমে তাদের চলাফেরা অভ্যাসের উপর নজরদারি চালানো হয় । সাম্প্রতিক সময়ে আমাদের নজরে এসেছে, সুন্দরবনের বাঁদাবনে বাঘের সংখ্যা বাড়ছে । শুধু তাই নয়, সাম্প্রতিক অত্যাধুনিক ক্যামেরায় বেশ কিছু বাঘশাবকেরও ছবি আমরা পেয়েছি ৷ ফলে বলা যেতেই পারে, এই সংখ্যাটা আগামিদিনে আরও বাড়বে ৷"

কলকাতা, 28 জুলাই: সুন্দরবনে দ্রুত কমে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা কমে যাওয়া নিয়ে বাংলার প্রকৃতিপ্রেমীরা দুশ্চিন্তায় ছিল ৷ কিন্তু রাজ্য সরকারের সাম্প্রতিক তথ্যে আশার বাণী শোনানো হয়েছে ৷ বাঘশুমারিতে যে তথ্য রাজ্য সরকারের হাতে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, ইউনেসকোর হেরিটেজ জোন বলে ঘোষিত সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ।

রাজ্যে বাঘের সংখ্যা বৃদ্ধি নিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদার বক্তব্য (ইটিভি ভারত)

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাতেও সেঞ্চুরি করে ফেলেছে বাংলা । আগামিকাল, 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের খুশির খবর, গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে 13টি । এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "বাঘের সংখ্যা বৃদ্ধির পেছনে রাজ্য সরকারের সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে । বিশেষ করে যে সমস্ত প্রাণীগুলি এই মুহূর্তে বিলুপ্তির পথে যেতে বসেছে তাদের বাঁচানোর জন্য নিশ্চিত পরিকল্পনা নেওয়া হচ্ছে । আর সেই কারণেই বাঘের সংখ্যা বৃদ্ধি ঘটেছে সুন্দরবনে ।" মন্ত্রী এও জানান, এই মুহূর্তে রাজ্যে বাঘের সংখ্যা 102 ৷ যার মধ্যে সুন্দরবনে রয়েছে 101টি ৷ আর বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে রয়েছে একটি বাঘ ।"

বিগত সময় বেশ কয়েক বছর ধরে সুন্দরবনে বাঘের সংখ্যা কমতে দেখা যাচ্ছিল ৷ ভয়ংকর সুন্দরের চারণক্ষেত্র সুন্দরবনের অভয়ারণ্য থেকে তবে কি হারিয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার ? প্রকৃতিপ্রেমীদের মনে এমন আশঙ্কা তৈরি হচ্ছিল ৷ তথ্য বলছে, বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবন ছড়িয়ে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় । সুন্দরবনের মোট আয়তন 10 হাজার বর্গকিলোমিটার । বাংলাদেশের মধ্যে রয়েছে সুন্দরবনের 6 হাজার 517 বর্গ কিলোমিটার । বাকি অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে । এই মুহূর্তে সেখানে বাঘের গণনা চলছে ৷ আগামিকাল অর্থাৎ 29 জুলাই সেই গণনা শেষ হবে ৷

তবে মনে করা হচ্ছে, এবার সেখানেও বাঘবৃদ্ধি হতে চলেছে । 2015 সালে বাংলাদেশের মধ্যে থাকা সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 115টি । সেটা এবার বেড়ে 150 হতে পারে । অন্যদিকে আমাদের রাজ্যেও বাঘের সংখ্যা বৃদ্ধি হয়ে 102টি হয়েছে ৷ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, 2010 সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল 74 । 2018 সালে তা বেড়ে হয় 88 । এই মুহূর্তে সেই সংখ্যাটা 100 ছাড়িয়ে গিয়েছে ।

বনদফতরের এক আধিকারিকের কথায়, "এই মুহূর্তে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়লেও কয়েক বছর আগে বাঘের সংখ্যা নিয়ে বেশ চিন্তায় ছিল রাজ্য সরকার । কারণ চোরাচালান থেকে শুরু করে খাবারের অভাবের কারণে বাঘের সংখ্যা দ্রুত হারে কমছিল ৷ এরপরই রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয় ৷ রাজ্যে থাকা বাঘেদের উপর নজরদারির জন্য অত্যাধুনিক স্যাটেলাইট ক্যামেরা কলার ব্যবহার করা হয় ৷ যার মাধ্যমে তাদের চলাফেরা অভ্যাসের উপর নজরদারি চালানো হয় । সাম্প্রতিক সময়ে আমাদের নজরে এসেছে, সুন্দরবনের বাঁদাবনে বাঘের সংখ্যা বাড়ছে । শুধু তাই নয়, সাম্প্রতিক অত্যাধুনিক ক্যামেরায় বেশ কিছু বাঘশাবকেরও ছবি আমরা পেয়েছি ৷ ফলে বলা যেতেই পারে, এই সংখ্যাটা আগামিদিনে আরও বাড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.