ETV Bharat / state

অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির চেষ্টা, ধৃত বিহারের দুষ্কৃতী - Robbery Attempt in Singur

Robbery Attempt in Singur: রাতের অন্ধকারে মুখে রুমাল বেঁধে অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির চেষ্টা ৷ পুলিশ পাকড়াও করল বিহারের এক দুষ্কৃতীকে ৷ বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি জারি পুলিশের ৷

Robbery Attempt in Singur
অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির চেষ্টা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 1:50 PM IST

সিঙ্গুর, 26 অগস্ট: অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির চেষ্টার অভিযোগ ৷ পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে ৷ পলাতক বাকি চার অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সিঙ্গুর থানা এলাকার চন্দননগর-শ্বেতপুর দিল্লি রোডের পাশে ন'পাড়ায় একটি বাণিজ্যিক সংস্থার গোডাউনে । ধৃতের নাম সন্দীপ যাদব(24) ৷

হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "ধৃত ওই যুবক বিহারের বাসিন্দা । ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।"

জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ প্রতিদিনের মতো বাণিজ্যিক সংস্থার গোডাউনে কাজ করছিলেন কর্মীরা । এখান থেকেই সমস্ত অনলাইন জিনিসপত্র ডেলিভারির কাজ চলছিল । সেসময় হঠাৎই একটি সাদা চারচাকা গাড়ি করে সেখানে আসে পাঁচজনের এক ডাকাত দল । আগ্নেয়াস্ত্র নিয়ে দু'জন গোডাউনে ঢুকে ভয় দেখায় কর্মীদের । মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুট করার চেষ্টা করে ।

বাধা দিতে গেলে একজনের মাথায় আঘাতও করে দুষ্কৃতীরা । তবে কর্মীরা সজাগ হয়ে যেতে বিপদ ঘণ্টা বাজিয়ে দেয় । কিছু লুটের আগেই হকচকিয়ে যায় ডাকাত দল । সকলে ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টা করে, সেসময় একজনকে ধরে ফেলেন গোডাউনে কর্মীরা । তাঁরা চিৎকার করতে থাকেন । সেই চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে ৷ খবর দেয় স্থানীয় সিঙ্গুর থানার পুলিশকে । এরপর ভদ্রেশ্বর থানা ও সিঙ্গুর থানার পুলিশ সেখানে আসে ৷ সিঙ্গুর থানার পুলিশ গ্রেফতার করে ওই দুষ্কৃতীকে । তবে এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ । জেলাজুড়ে ডাকাত দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, ডাকাত দলের প্রত্যেকের কাছে অস্ত্র ছিল । মুখে রুমাল বেঁধে ডাকাতি করতে এসেছিল তারা ৷ তবে গোডাউনের কর্মীদের তৎপরতায় তা ভেস্তে যায় ৷ পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ বর্তমানে ধৃত দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ চলছে । সোমবার তাকে চন্দননগর আদালতে তোলা হবে ৷ পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে । তবে রাতে ওই এলাকায় পুলিশের টহলদারি থাকে সব সময় । তা সত্ত্বেও এই ধরনের ঘটনায় অবাক সকলেই ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নাকা চেকিং চলাকালীন দুটো নাইন এমএম পিস্তল-সহ ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷ বৈদ্যবাটি-দীঘাঙ্গি দিল্লি রোড মোড় থেকে ওই জিনিসগুলি উদ্ধার করেছে শ্রীরামপুর থানার পুলিশ ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও ৷ সিঙ্গুর থানা এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

সিঙ্গুর, 26 অগস্ট: অনলাইন বাণিজ্যিক সংস্থার গোডাউনে ডাকাতির চেষ্টার অভিযোগ ৷ পুলিশ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে ৷ পলাতক বাকি চার অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সিঙ্গুর থানা এলাকার চন্দননগর-শ্বেতপুর দিল্লি রোডের পাশে ন'পাড়ায় একটি বাণিজ্যিক সংস্থার গোডাউনে । ধৃতের নাম সন্দীপ যাদব(24) ৷

হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "ধৃত ওই যুবক বিহারের বাসিন্দা । ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।"

জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ প্রতিদিনের মতো বাণিজ্যিক সংস্থার গোডাউনে কাজ করছিলেন কর্মীরা । এখান থেকেই সমস্ত অনলাইন জিনিসপত্র ডেলিভারির কাজ চলছিল । সেসময় হঠাৎই একটি সাদা চারচাকা গাড়ি করে সেখানে আসে পাঁচজনের এক ডাকাত দল । আগ্নেয়াস্ত্র নিয়ে দু'জন গোডাউনে ঢুকে ভয় দেখায় কর্মীদের । মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা লুট করার চেষ্টা করে ।

বাধা দিতে গেলে একজনের মাথায় আঘাতও করে দুষ্কৃতীরা । তবে কর্মীরা সজাগ হয়ে যেতে বিপদ ঘণ্টা বাজিয়ে দেয় । কিছু লুটের আগেই হকচকিয়ে যায় ডাকাত দল । সকলে ঘটনাস্থলে থেকে পালানোর চেষ্টা করে, সেসময় একজনকে ধরে ফেলেন গোডাউনে কর্মীরা । তাঁরা চিৎকার করতে থাকেন । সেই চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসে ৷ খবর দেয় স্থানীয় সিঙ্গুর থানার পুলিশকে । এরপর ভদ্রেশ্বর থানা ও সিঙ্গুর থানার পুলিশ সেখানে আসে ৷ সিঙ্গুর থানার পুলিশ গ্রেফতার করে ওই দুষ্কৃতীকে । তবে এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ । জেলাজুড়ে ডাকাত দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, ডাকাত দলের প্রত্যেকের কাছে অস্ত্র ছিল । মুখে রুমাল বেঁধে ডাকাতি করতে এসেছিল তারা ৷ তবে গোডাউনের কর্মীদের তৎপরতায় তা ভেস্তে যায় ৷ পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ বর্তমানে ধৃত দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ চলছে । সোমবার তাকে চন্দননগর আদালতে তোলা হবে ৷ পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে । তবে রাতে ওই এলাকায় পুলিশের টহলদারি থাকে সব সময় । তা সত্ত্বেও এই ধরনের ঘটনায় অবাক সকলেই ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নাকা চেকিং চলাকালীন দুটো নাইন এমএম পিস্তল-সহ ছয় রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷ বৈদ্যবাটি-দীঘাঙ্গি দিল্লি রোড মোড় থেকে ওই জিনিসগুলি উদ্ধার করেছে শ্রীরামপুর থানার পুলিশ ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও ৷ সিঙ্গুর থানা এলাকায় ডাকাতির ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.