হাওড়া, 11 জুন: আসানসোলের পর এবার হাওড়া । দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ে । দোকানের মালিকদের বন্দুকের বাঁট দিয়ে মেরে সর্বস্ব লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । এমনটাই অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ ডোমজুড়ের ফোকর চায়ের দোকান এলাকায় ।
জানা গিয়েছে, ওই সময়ে দোকানে দু'জন মালিক-সহ এক মহিলা কর্মচারী উপস্থিত ছিলেন । অভিযোগ, একদল দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় ক্রেতা সেজে দোকানে আসে । দোকানে ঢুকে প্রথমে তারা সোনার জিনিস দেখতে চায় । এরপর আচমকাই আগ্নেয়াস্ত্র দেখিয়ে চোখের সামনে দোকানের সমস্ত সোনার গয়না লুট করে । দোকানের দুই মালিক আটকাতে গেলে তাঁদের বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে সোনার গয়না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ডোমজুড় থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকরা । ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক শংকর দাস ও রাকেশ দাস । দোকানের সিসিটিভি ফুটেজ-সহ এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে এগোতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা । এই ডাকাতির ঘটনায় দোকানের কেউ যুক্ত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার আগে এই দোকানের আশেপাশে দুষ্কৃতীর দল রেইকি করতে এসেছিল কি না তাও এলাকার সিসিটিভির মাধ্যমে খোঁজ খবর করা হতে পারে ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় দোকান মালিকরা গুরুতর আহত হন ৷ মালিকদের আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । গোটা ডাকাতির ঘটনা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে । দুষ্কৃতীরা হেলমেট পরেছিল ৷ তাও সকলের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে সিসিটিভিতে । দোকানের কর্মীর দাবি, দুষ্কৃতীরা প্রত্যেকেই হিন্দিতে কথা বলছিল ।
সোনার দোকানের কর্মচারী শ্রেয়া সামন্ত বলেন, "বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে দু'জন দোকানে ঢুকেছিল ত্রেতা সেজে । বলেছিল লকেট দেখাতে । এরপর আরও দু'জন আসে । আর তারপরই আক্রমণ করে আমাদের উপর । ওদের সকলের হাতে পিস্তল ছিল । আমাদের বলছিল চুপ করে থাকতে না হলে মেরে ফেলবে ।" এদিকে এই ঘটনা আবার প্রশ্ন তুলে দিল তাহলে কি রানিগঞ্জের মতো এই ডাকাতিতেও রয়েছে বিহার যোগ ? সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ।