কোচবিহার, 1 সেপ্টেম্বর: আরজি করের ঘটনায় তোলপাড় সমগ্র রাজ্য তথা দেশ ৷ পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচারের দাবিতে আন্দোলন করছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা-সহ সাধারণ মানুষ ৷ এরই মধ্যে আন্দোলনে অংশগ্রহণের জন্য এক প্রতিবাদী মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায় ৷
জানা গিয়েছে, মহিলার বাড়ি দিনহাটা 1 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় ৷ মহিলার অভিযোগ, সঞ্জয় দাস নামে এক ব্যক্তি মেসেঞ্জারের মাধ্যমে তাঁকে ধর্ষণের হুমকি দেন । শনিবার সোশাল মিডিয়ায় ওই হুমকি মেসেজ পান তিনি ৷ এরপর এসইউসিআই নেতা আজিজুল হককে নিয়ে তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করতে যান ৷ মহিলার অভিযোগ, সেই সময় থানার বাইরে তাঁদের উপর হামলা করা হয় ৷ এই হামলার জন্য তৃণমূলকে দায়ী করেছেন ওই মহিলা । যদিও মহিলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
ঘটনা প্রসঙ্গে মহিলা বলেন, "প্রথম দিন থেকে আমি আন্দোলন করে আসছি ৷ তাই হয়তো আমাকে এ ধরণের হুমকি দেওয়া হয়েছে । পুলিশে অভিযোগ জানাতে গিয়েও আমাদের হয়রানি হতে হয়েছে । অনেকক্ষণ থানায় বসিয়ে রাখা হয় আমাদের ।" এসইউসিআই নেতা আজিজুল হক বলেন, "থানায় অভিযোগ জানানোর জন্য আমি যখন অভিযোগ পত্র জেরক্স করছিলাম সে সময় তৃণমূলের কিছু লোক এসে আমাকে মারধর করে।" যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা বিশু ধর বলেন, "অভিযোগ ভিত্তিহীন ।" তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । এক পুলিশ আধিকারিক বলেন, "অভিযোগ পেয়েছি । তদন্ত করে দেখা হচ্ছে ।"