ETV Bharat / state

দায়িত্ব নিয়েই গায়েব অধ্যক্ষ সুহৃতা পাল ! 'সন্ধান চাই' পোস্টার পড়ল আরজি করে - RG Kar Rape and Murder - RG KAR RAPE AND MURDER

RG Kar Principal Suhrita Paul Missing Poster: অধ্যক্ষ সুহৃতা পালের নামে সন্ধান চাই পোস্টার পড়ল আরজি কর মেডিক্যাল কলেজে ৷ আন্দোলন মঞ্চের সামনেই সেই পোস্টার ঝোলানো হল জুনিয়র ডাক্তারদের তরফে ৷

RG Kar Principal Suhrita Paul Missing Poster
সুহৃতা পালের খোঁজে পোস্টার আরজি কর হাসপাতালে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 12:16 PM IST

Updated : Aug 20, 2024, 1:56 PM IST

কলকাতা, 20 অগস্ট: অধ্যক্ষ সুহৃতা পালের 'সন্ধান চাই' ৷ এমনই একটি পোস্টার নজরে পড়ল আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চের সামনে ৷ গত সপ্তাহে আরজি করের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর প্রথম দু’দিন তাঁকে দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় দিনে সিবিআইয়ের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নাম করে বেরনোর পর, আর তিনি আরজি করে আসেননি বলে অভিযোগ ৷ আর তার জেরেই এবার নিখোঁজ অধ্যক্ষের নামে 'সন্ধান চাই' পোস্টার দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা ৷

সুহৃতা পালের খোঁজে পোস্টার আরজি কর হাসপাতালে ৷ (ইটিভি ভারত)

এনিয়ে আরজি কর হাসপাতালের আন্দোলনকারী এক চিকিৎসক পড়ুয়া আরিফ আহমেদ লস্কর ইটিভি ভারতকে জানান, "নতুন যিনি অধ্যক্ষ এসেছেন, তাঁর সঙ্গে আমরা গত শনিবার দেখা করতে চেয়েছিলাম ৷ তাঁর ঘরের সামনে আমরা অপেক্ষা করেছিলাম ৷ কিন্তু, তিনি দেখা করেননি ৷ তারপর যিনি উপাধ্যক্ষ রয়েছেন, তাঁকে আমরা একটি চিঠি দিই ৷ তাঁকে জানিয়েছিলাম, নয়া অধ্যক্ষের সঙ্গে আমরা দেখা করে গত 14 অগস্ট রাতের ঘটনা নিয়ে কথা বলতে চাই ৷ সেই সঙ্গে আরও অনেক বিষয়ে আলোচনা আছে ৷"

ওই জুনিয়র ডাক্তার আরও অভিযোগ করেছেন, শনিবার উপাধ্যক্ষকে দেওয়া চিঠির কোনও জবাব তাঁরা পাননি ৷ বদলে চারদিন ধরে নয়া অধ্যক্ষ চিকিৎসক সুহৃতা পালের অপেক্ষা করছেন সকলে ৷ তাঁকে ক্যাম্পাসেও দেখা যাচ্ছে না এই চারদিন ধরে ৷ আর সেই কারণে, আজ সকালে আন্দোলন মঞ্চের সামনে অধক্ষ্যের 'সন্ধান চাই' পোস্টার লাগানো হয়েছে ৷

RG Kar Medical College
সুপ্রিম কোর্টের আরজি কর শুনানির সম্প্রচারে চোখ আন্দোলনকারীদের ৷ (নিজস্ব চিত্র)

এদিকে, আরজি কর-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে, আন্দোলন মঞ্চে বসেই তার সরাসরি সম্প্রচার দেখেন আন্দোলনকারীরা ৷ সুপ্রিম কোর্ট আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে ৷ যে মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ আরজি কর কর্তৃপক্ষ তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সেই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর পাশাপাশি, আজ থেকেই আরজি করের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর হাতে তুলে দিয়েছে শীর্ষ আদালত ৷

কলকাতা, 20 অগস্ট: অধ্যক্ষ সুহৃতা পালের 'সন্ধান চাই' ৷ এমনই একটি পোস্টার নজরে পড়ল আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চের সামনে ৷ গত সপ্তাহে আরজি করের অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর প্রথম দু’দিন তাঁকে দেখা গিয়েছিল ৷ দ্বিতীয় দিনে সিবিআইয়ের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নাম করে বেরনোর পর, আর তিনি আরজি করে আসেননি বলে অভিযোগ ৷ আর তার জেরেই এবার নিখোঁজ অধ্যক্ষের নামে 'সন্ধান চাই' পোস্টার দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা ৷

সুহৃতা পালের খোঁজে পোস্টার আরজি কর হাসপাতালে ৷ (ইটিভি ভারত)

এনিয়ে আরজি কর হাসপাতালের আন্দোলনকারী এক চিকিৎসক পড়ুয়া আরিফ আহমেদ লস্কর ইটিভি ভারতকে জানান, "নতুন যিনি অধ্যক্ষ এসেছেন, তাঁর সঙ্গে আমরা গত শনিবার দেখা করতে চেয়েছিলাম ৷ তাঁর ঘরের সামনে আমরা অপেক্ষা করেছিলাম ৷ কিন্তু, তিনি দেখা করেননি ৷ তারপর যিনি উপাধ্যক্ষ রয়েছেন, তাঁকে আমরা একটি চিঠি দিই ৷ তাঁকে জানিয়েছিলাম, নয়া অধ্যক্ষের সঙ্গে আমরা দেখা করে গত 14 অগস্ট রাতের ঘটনা নিয়ে কথা বলতে চাই ৷ সেই সঙ্গে আরও অনেক বিষয়ে আলোচনা আছে ৷"

ওই জুনিয়র ডাক্তার আরও অভিযোগ করেছেন, শনিবার উপাধ্যক্ষকে দেওয়া চিঠির কোনও জবাব তাঁরা পাননি ৷ বদলে চারদিন ধরে নয়া অধ্যক্ষ চিকিৎসক সুহৃতা পালের অপেক্ষা করছেন সকলে ৷ তাঁকে ক্যাম্পাসেও দেখা যাচ্ছে না এই চারদিন ধরে ৷ আর সেই কারণে, আজ সকালে আন্দোলন মঞ্চের সামনে অধক্ষ্যের 'সন্ধান চাই' পোস্টার লাগানো হয়েছে ৷

RG Kar Medical College
সুপ্রিম কোর্টের আরজি কর শুনানির সম্প্রচারে চোখ আন্দোলনকারীদের ৷ (নিজস্ব চিত্র)

এদিকে, আরজি কর-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে, আন্দোলন মঞ্চে বসেই তার সরাসরি সম্প্রচার দেখেন আন্দোলনকারীরা ৷ সুপ্রিম কোর্ট আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে ৷ যে মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ আরজি কর কর্তৃপক্ষ তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ৷ সেই সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর পাশাপাশি, আজ থেকেই আরজি করের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর হাতে তুলে দিয়েছে শীর্ষ আদালত ৷

Last Updated : Aug 20, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.