নির্যাতিতার বিচারের দাবিতে গড়িয়াহাট মোড়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ সমাবেশ। আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে আজ আবারও প্রতিবাদে সব হল বিজেপি যুব মোর্চা। সন্ধ্যাবেলায় গড়িয়াহাট মোড়ে প্রতিবার দেখায় তাঁরা।
গড়িয়াহাটে বিক্ষোভ বিজেপির , বামেদের মঞ্চে ছবি আঁকলেন সনাতন - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE
Published : Sep 6, 2024, 5:37 PM IST
|Updated : Sep 7, 2024, 8:52 PM IST
আরজি কর কাণ্ডে শুক্রবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে । একদিকে ভোরে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সুভাষগ্রাম ও বৈদ্যবাটিতে তল্লাশি অভিযান চালায় ইডি। আজ সকাল 6টা নাগাদ দক্ষিণ 24 পরগনা ও হুগলি, এই দুই জেলায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পাশাপাশি দুর্নীতি মামলায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে আটকও করেছে ইডি ৷ দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক হয়ে প্রসূন জানান, "আমি যা জানতাম, সব বলেছি ৷" সুভাষগ্রামের বাড়ি থেকে প্রসূনকে সন্দীপের ক্যানিংয়ের বাংলোয় নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে বিভিন্ন নথিপত্র দেখিয়ে আরও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রসূন চট্টোপাধ্যায়কে ৷ ওই বাংলোতেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা ৷
LIVE FEED
গড়িয়াহাটে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ
বামেদের মঞ্চে ছবি আঁকলেন সনাতন দিন্দা
আরজি কর কাণ্ডের জেরে দিন দুই আগে চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ করেন শিল্পী সনাতন দিন্দা। তাঁকে শনিবার শ্যামবাজারে সিপিএম ছাত্র যুব ও মহিলাদের প্রতিবাদ মঞ্চে দেখা গেল। আঁকলেন ছবিও। চাইলেন বিচার। রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক বিচারের দাবিতে যে কোন মঞ্চে যেতে তিনি রাজি আছেন। কারণ, তিনি বিশ্বাস করেন যে কোন আন্দোলন বা প্রতিবাদে নেতৃত্বর প্রয়োজন আছে। তার কথায়,"আন্দোলনে ছাতা দরকার"।
তদন্তে মুখ্যমন্ত্রীকে যুক্ত করতে হবে, জিজ্ঞাসাবাদ প্রয়োজন দাবি অশোকের
আরজি কর মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার দাবি। শনিবার শ্যামবাজারে 'আমরা আক্রান্তে'র মঞ্চে এমনটাই দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। তিনি মনে করেন, আরজি কর মামলায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে। নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। যা আইনত অপরাধ। তাই, এই মামলায় সঠিক বিচার করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরজি করের পুরনো সম্মান ফিরিয়ে আনতে হবে, দাবি সুবর্ণ গোস্বামীর
আরজি করের ঘটনায় একটি কনভেনশনের আয়োজন করলেন চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে আয়োজিত এই কনভেশনে অংশ নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানান, এই ঘটনা নিয়ে গোটা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে । লন্ডন থেকে শুরু করে সর্বত্র প্রতিবাদ সভা হচ্ছে । তাছাড়া ভার্চুয়াল মাধ্যমে সভারও আয়োজন করা হয়েছে। আরজি করের প্রাক্তন ছাত্রছাত্রীরাই এমন উদ্যোগ নিয়েছেন। বিচার না মেলা পর্যন্ত এই আন্দোলন চলবে। তাঁর কথায়, "ইংরেজ চিকিৎসকদের সঙ্গে লড়তে আইএমএ-র তৈরি করেন বিধানচন্দ্র রায়। সর্বস্তরের চিকিৎসকরা তাঁকে সাহায্য করেছিলেন। তারপর থেকে এতবড় আন্দোলন হয়নি। আরজি করের আন্দোলনে শাসক ভয় পেয়েছে। আর তাই আন্দোলন ভাঙার চেষ্টা করেছে। তবে তাতে কোনও কাজ হয়নি । একমাস হতে চলল কিন্তু মিছিল আরও লম্বা হচ্ছে। আরজি কর হাসপাতালের হারিয়ে যাওয়া সম্মান আমাদের ফিরিয়ে আনতে হবে । "
সন্দীপদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের
একই শহরে একাধিক ফ্ল্যাট। একাধিক এসইউভি গাড়ি। তাতে আবার সরকারি বোর্ড। এসব দেখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জীবনশৈলি থেকে শুরু করে তার প্রভাব ঠিক কতটা তা জানতে তৎপর হল সিবিআই। আর তাই সন্দীপ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে তা জানার কাজ শুরু করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। আপাতত ঠিক হয়েছে পরিবারের গত পাঁচ বছরের ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি পরীক্ষা করে দেখা হবে।
রানি রাসমণিতে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের মিছিল আটকাতে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে লালবাজার। রানি রাসমণি অ্যাভিনিউতে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। মিছিল কোনওভাবেই রাজভবন পর্যন্ত যেতে দিতে নারাজ লালবাজার।
শুরু চিকিৎসকদের রাজভবন অভিযান
আরজি করের হাসপাতালে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে আবারও পথে নামলেন চিকিৎসকরা। এনআরএস হাসপাতালের সামনে জমায়েতের তারা মিছিল করে রাজভবনের দিকে যাচ্ছেন ।
তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামলেন কীর্তন বাউল শিল্পীরা
আরজি করের হাসপাতালে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে মিছিল করলেন কীর্তন ও বাউল শিল্পীরা। শনিবার সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে তাঁরা হাওড়া এসে পৌঁছন। সেখান থেকে হাওড়া রেল মিউজিয়ামের কাছে জমায়েত করেন। পরে বিচারের দাবিতে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে জমায়েত করেন।
চিকিৎসকদের রাজভবন অভিযান
রাজভবন চলো অভিযানের ডাক চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস ফোরাম। তাঁরা শনিবার রাজভবন যাবেন। সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা। আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার পাশাপাশি সিবিআই তদন্ত করতে এত সময় নিচ্ছে কেন তা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তাঁরা। শিয়ালদার নীলরতন সরকার হাসপাতাল সামনে থেকে মিছিল করে দুপুর 2টো নাগাদ রাজভবন যাবেন মেডিকেল সার্ভিস ফোরামের চিকিৎসকরা।
ভয়ার বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে ডিজিটালি গণ চিঠি পাঠাচ্ছে সিপিএম
আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য। বিচারের দাবিতে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট স্বতপ্রণোদিত হয় এই ঘটনার বিচার করছে। সিপিএম রাজ্য সম্পাদক সেলিম ইতিমধ্যেই জানিয়েছিলেন জনগণের কাছে গিয়ে লাখো লাখো সই সংগ্রহ করে পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এবার ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে প্রধান বিচারপতিকে গণ চিঠি পাঠাতে চলেছে সিপিএম।
চিকিৎসকদের মহামিছিল
মহামিছিলের ডাক দিলেন চিকিৎসকরা । 9 তারিখ দুপুরে এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক ডক্টরস।
নির্যাতিতার বাড়ি থেকে বেরল সিবিআই
প্রায় তিন ঘন্টা পর বিকেল পাঁচটা নাগাদ নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের চার সদস্যের টিম। পরিবারের সঙ্গে কথা বলতে শুক্রবার সোদপুরের বাড়িতে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
রাত-ভোর দখলের ডাক
রবিবার রাত থেকে আবারও শুরু হচ্ছে শহর দখলের কর্মসূচি । সোমবার ভোরেও চলবে শহর দখল। গায়ক থেকে শুরু করে নাট্যকারদের ডাকে আবার রাত দখল দেখতে চলেছে শহর । এবার রাত দখলের পাশাপাশি ভোর দখলও হবে।
বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই
আরজি কর-কাণ্ডে শিয়ালদা আদালতে নজিরবিহীনভাবে বিচারকের চরম ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই ৷ আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি পেশ করা হয় এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ৷
আরজি কর কাণ্ডে শুক্রবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে । একদিকে ভোরে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সুভাষগ্রাম ও বৈদ্যবাটিতে তল্লাশি অভিযান চালায় ইডি। আজ সকাল 6টা নাগাদ দক্ষিণ 24 পরগনা ও হুগলি, এই দুই জেলায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ পাশাপাশি দুর্নীতি মামলায় কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়কে আটকও করেছে ইডি ৷ দুর্নীতি মামলায় ইডি-র হাতে আটক হয়ে প্রসূন জানান, "আমি যা জানতাম, সব বলেছি ৷" সুভাষগ্রামের বাড়ি থেকে প্রসূনকে সন্দীপের ক্যানিংয়ের বাংলোয় নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে বিভিন্ন নথিপত্র দেখিয়ে আরও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রসূন চট্টোপাধ্যায়কে ৷ ওই বাংলোতেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা ৷
LIVE FEED
গড়িয়াহাটে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ
নির্যাতিতার বিচারের দাবিতে গড়িয়াহাট মোড়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ সমাবেশ। আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে আজ আবারও প্রতিবাদে সব হল বিজেপি যুব মোর্চা। সন্ধ্যাবেলায় গড়িয়াহাট মোড়ে প্রতিবার দেখায় তাঁরা।
বামেদের মঞ্চে ছবি আঁকলেন সনাতন দিন্দা
আরজি কর কাণ্ডের জেরে দিন দুই আগে চারুকলা পর্ষদ থেকে পদত্যাগ করেন শিল্পী সনাতন দিন্দা। তাঁকে শনিবার শ্যামবাজারে সিপিএম ছাত্র যুব ও মহিলাদের প্রতিবাদ মঞ্চে দেখা গেল। আঁকলেন ছবিও। চাইলেন বিচার। রাজনীতির ঊর্ধ্বে উঠে সঠিক বিচারের দাবিতে যে কোন মঞ্চে যেতে তিনি রাজি আছেন। কারণ, তিনি বিশ্বাস করেন যে কোন আন্দোলন বা প্রতিবাদে নেতৃত্বর প্রয়োজন আছে। তার কথায়,"আন্দোলনে ছাতা দরকার"।
তদন্তে মুখ্যমন্ত্রীকে যুক্ত করতে হবে, জিজ্ঞাসাবাদ প্রয়োজন দাবি অশোকের
আরজি কর মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার দাবি। শনিবার শ্যামবাজারে 'আমরা আক্রান্তে'র মঞ্চে এমনটাই দাবি করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। তিনি মনে করেন, আরজি কর মামলায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে। নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। যা আইনত অপরাধ। তাই, এই মামলায় সঠিক বিচার করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরজি করের পুরনো সম্মান ফিরিয়ে আনতে হবে, দাবি সুবর্ণ গোস্বামীর
আরজি করের ঘটনায় একটি কনভেনশনের আয়োজন করলেন চিকিৎসকরা। আরজি কর হাসপাতালে আয়োজিত এই কনভেশনে অংশ নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানান, এই ঘটনা নিয়ে গোটা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে । লন্ডন থেকে শুরু করে সর্বত্র প্রতিবাদ সভা হচ্ছে । তাছাড়া ভার্চুয়াল মাধ্যমে সভারও আয়োজন করা হয়েছে। আরজি করের প্রাক্তন ছাত্রছাত্রীরাই এমন উদ্যোগ নিয়েছেন। বিচার না মেলা পর্যন্ত এই আন্দোলন চলবে। তাঁর কথায়, "ইংরেজ চিকিৎসকদের সঙ্গে লড়তে আইএমএ-র তৈরি করেন বিধানচন্দ্র রায়। সর্বস্তরের চিকিৎসকরা তাঁকে সাহায্য করেছিলেন। তারপর থেকে এতবড় আন্দোলন হয়নি। আরজি করের আন্দোলনে শাসক ভয় পেয়েছে। আর তাই আন্দোলন ভাঙার চেষ্টা করেছে। তবে তাতে কোনও কাজ হয়নি । একমাস হতে চলল কিন্তু মিছিল আরও লম্বা হচ্ছে। আরজি কর হাসপাতালের হারিয়ে যাওয়া সম্মান আমাদের ফিরিয়ে আনতে হবে । "
সন্দীপদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের
একই শহরে একাধিক ফ্ল্যাট। একাধিক এসইউভি গাড়ি। তাতে আবার সরকারি বোর্ড। এসব দেখে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জীবনশৈলি থেকে শুরু করে তার প্রভাব ঠিক কতটা তা জানতে তৎপর হল সিবিআই। আর তাই সন্দীপ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ধরনের লেনদেন হয়েছে তা জানার কাজ শুরু করলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। আপাতত ঠিক হয়েছে পরিবারের গত পাঁচ বছরের ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি পরীক্ষা করে দেখা হবে।
রানি রাসমণিতে পুলিশের ব্যারিকেড
চিকিৎসকদের মিছিল আটকাতে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে লালবাজার। রানি রাসমণি অ্যাভিনিউতে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। মিছিল কোনওভাবেই রাজভবন পর্যন্ত যেতে দিতে নারাজ লালবাজার।
শুরু চিকিৎসকদের রাজভবন অভিযান
আরজি করের হাসপাতালে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে আবারও পথে নামলেন চিকিৎসকরা। এনআরএস হাসপাতালের সামনে জমায়েতের তারা মিছিল করে রাজভবনের দিকে যাচ্ছেন ।
তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামলেন কীর্তন বাউল শিল্পীরা
আরজি করের হাসপাতালে নির্যাতিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে মিছিল করলেন কীর্তন ও বাউল শিল্পীরা। শনিবার সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে তাঁরা হাওড়া এসে পৌঁছন। সেখান থেকে হাওড়া রেল মিউজিয়ামের কাছে জমায়েত করেন। পরে বিচারের দাবিতে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে জমায়েত করেন।
চিকিৎসকদের রাজভবন অভিযান
রাজভবন চলো অভিযানের ডাক চিকিৎসক সংগঠন মেডিক্যাল সার্ভিস ফোরাম। তাঁরা শনিবার রাজভবন যাবেন। সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন চিকিৎসকরা। আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার পাশাপাশি সিবিআই তদন্ত করতে এত সময় নিচ্ছে কেন তা নিয়েও রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তাঁরা। শিয়ালদার নীলরতন সরকার হাসপাতাল সামনে থেকে মিছিল করে দুপুর 2টো নাগাদ রাজভবন যাবেন মেডিকেল সার্ভিস ফোরামের চিকিৎসকরা।
ভয়ার বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির কাছে ডিজিটালি গণ চিঠি পাঠাচ্ছে সিপিএম
আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য। বিচারের দাবিতে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট স্বতপ্রণোদিত হয় এই ঘটনার বিচার করছে। সিপিএম রাজ্য সম্পাদক সেলিম ইতিমধ্যেই জানিয়েছিলেন জনগণের কাছে গিয়ে লাখো লাখো সই সংগ্রহ করে পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এবার ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে প্রধান বিচারপতিকে গণ চিঠি পাঠাতে চলেছে সিপিএম।
চিকিৎসকদের মহামিছিল
মহামিছিলের ডাক দিলেন চিকিৎসকরা । 9 তারিখ দুপুরে এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক ডক্টরস।
নির্যাতিতার বাড়ি থেকে বেরল সিবিআই
প্রায় তিন ঘন্টা পর বিকেল পাঁচটা নাগাদ নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআইয়ের চার সদস্যের টিম। পরিবারের সঙ্গে কথা বলতে শুক্রবার সোদপুরের বাড়িতে আসেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
রাত-ভোর দখলের ডাক
রবিবার রাত থেকে আবারও শুরু হচ্ছে শহর দখলের কর্মসূচি । সোমবার ভোরেও চলবে শহর দখল। গায়ক থেকে শুরু করে নাট্যকারদের ডাকে আবার রাত দখল দেখতে চলেছে শহর । এবার রাত দখলের পাশাপাশি ভোর দখলও হবে।
বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই
আরজি কর-কাণ্ডে শিয়ালদা আদালতে নজিরবিহীনভাবে বিচারকের চরম ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই ৷ আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি পেশ করা হয় এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ৷