ডাঃ সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কার ৷ পাশাপাশি তার ছেলে যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহ সভাপতি অভিক দে-কেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ ৷ এছাড়াও ডাঃ সুশান্ত কুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দিলেন ব্রাঞ্চ সভাপতি । আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ডাঃ নিতাই মুখোপাধ্যায়ের নেতৃত্বে বুধবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
LIVE UPDATES: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, আইএমএ থেকে বহিষ্কৃত ডাঃ সুশান্ত রায় - KOLKATA RAPE AND MURDER - KOLKATA RAPE AND MURDER
Published : Sep 10, 2024, 1:00 PM IST
|Updated : Sep 11, 2024, 5:43 PM IST
কর্মবিরতির পাশাপাশি চলছে অবস্থান বিক্ষোভ ৷ দাবি না-মেটা পর্যন্ত এমটাই চলবে ৷ নিজেদের পরিকল্পনা জানালেন জুনিয়র চিকিৎসকরা । তবে কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার জন্য আবেদনও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে ৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনরত চিকিৎসকরা ৷ তাঁদের পাঁচ দাবি না-মেটা তাঁদের এই আন্দোলন চলবে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে ৷ 10 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের কর্মসূচির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাঁচ দফা দাবির পাশাপাশি স্বাস্থ্যসচিব, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের ৷
LIVE FEED
জলপাইগুড়ি আইএমএ থেকে বহিষ্কার, সুশান্ত রায়ের নেতৃত্বাধীন কমিটিও ভেঙে দেওয়া হল
প্রায় ঘণ্টাখানেক পর সিজিও থেকে বেরোলেন লালবাজারের দুই আধিকারিক
জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড শেষে সিবিআই দফতর থেকে বেরোলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ ও ডিসি ডিডি স্পেশাল ৷ প্রয়োজন পড়লে পরবর্তী সময়ে ফের তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷
নয়াদিল্লিতে চিকিৎসকদের মোমবাতি মিছিল
আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নয়াদিল্লিতে এইমসের আবাসিক চিকিৎসকরা শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে সামিল হয়েছেন ৷
সিবিআই দফতরে গেলেন ডিসি নর্থ ও ডিসি ডিডি স্পেশাল
আরজি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ঢুকলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ এবং ডিসি (ডিডি) স্পেশাল । তদন্তের স্বার্থে তাদেরকে আজ ডেকে পাঠিয়েছিল সিবিআই । রাত ন'টা নাগাদ তারা সিবিআই দফতরে ঢোকেন । জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করবেন সিবিআই আধিকারিকরা ।
নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জুনিয়র চিকিৎসকরা
রাজ্য সরকারের ভাবনার পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে কিঞ্জল নন্দ বলেন, "প্রত্যেক মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে ৷ এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই ৷ এখানে 26টা হাসপাতালের ডাক্তাররা আছে ৷ তাদের প্রতিনিধি তো থাকবেই ৷ এটা তো কোনও রাজনৈতিক দল নয়, 10-5 জন গেলাম রুদ্ধদ্বার বৈঠক হল সমঝোতা হল তা তো হবে না ৷ কোনটা শর্ত কোনটা খোলা মনে আলোচনা সবটাই আপেক্ষিক ৷ আমাদের দাবিগুলো সুস্পষ্ট ৷ আমাদের শর্ত মেনে নিয়ে আলোচনা হলে আমরা প্রস্তুত ৷"
সমাধান সূত্র চাইলে শর্ত ছেড়ে খোলামনে আলোচনায় আসুন, জুনিয়র চিকিৎসকদের বার্তা ডিজিপি রাজীবের
জুনিয়র চিকিৎসকদের পাল্টা ইমেলের পর এই বিষয়ে মুখ খুলল রাজ্য পুলিশ ৷ এই বিষয়ে ডিজিপি রাজীব কুমার বলেন, "আমি রাজ্য পুলিশের তরফে একটাই কথা বলব, আমরা ওদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তাশীল ৷ ওরা কাজে যোগ দিলেই বুঝতে পারবে নিরাপত্তা কতটা বেড়েছে ৷ একটা পরিবর্তন দেখতে পাবে ৷ ওনারা কোনওরকম প্ররোচনায় পা দেবেন না এটাই চাইব ৷ সমাধান সূত্র চাইলে খোলামনে বসতেই হবে ৷ শর্ত চাপালে হবে না ৷"
জুনিয়র চিকিৎসকদের ইতিবাচক সাড়া না পাওয়ায় আশাহত মুখ্যসচিব
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন,"অনুরোধ করেছিলাম সুপ্রিম কোর্টের আদেশ মেনে যাতে তাঁরা কাজে ফিরে আসেন ৷ কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ মান্য করা হয়নি ৷ খোলামেলা আলোচনার জন্য আজ তিনটে 31 মিনিটে ইমেল করেছিলাম ৷ গঠনমূলক আলোচনা চেয়েছিলাম আমরা ৷ ওদের অন্যতম দাবি নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা চেয়েছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা আসেননি ৷ তিন দফা দাবির কথা জানিয়ে একটা ইমেল পেয়েছি ৷ কিন্তু ওদেরকে বলার যে, কোনও শর্ত রেখে আলোচনা হয় না ৷ আমরা চেয়েছিলাম খোলামেলা আলোচনা হবে ৷ ওদের সব কথা শুনব সেটাই চেয়েছিলাম ৷ কিন্তু ওরা যে ইমেল করেছে তাতে আমরা আশাহত ৷ ওদের আসা উচিত ছিল ৷ তাও আমরা আশা করব ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে ফিরে আসবে ৷ মানুষকে সঠিক পরিষেবা দেবেন ওরা সেটাই চাইছি ৷ কোনও ইতিবাচক সাড়া ডাক্তাররা দেননি ৷ কেন ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না জানি না ৷"
ইমেলের সময় বলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পিছনে রাজনীতি আছে : চন্দ্রিমা
জুনিয়র চিকিৎসকদের ইমেল নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে 7টা পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন ৷ নানা রকম কথা বলে কেউ আসলেন না ৷ তিনি খোলা মনে আলোচনার জন্য বসেছিলেন ৷ পরের দিন ভোর তিনটে 45 মিনিটে সিএমও-তে ইমেল আসে ৷ এটা কি স্বাভাবিক ? এর পিছনে রাজনীতি লুকিয়ে রয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট ৷ পরে ফের আমরা ইমেলে জানিয়েছিলাম আলোচনার জন্য ৷ পরে ফের একাধিক শর্ত দিয়ে ইমেল এল ৷ মানুষ জানেন যে রাজ্য সরকার খোলামনে বসতে চাইছে কোনও শর্তসাপেক্ষে নয় ৷ শর্ত দেওয়া মানে সেখানে খোলা মন নেই ৷ ওই মেয়েটি বিচার পাক সেটা নয়, পিছনে রাজনীতির খেলা আছে ৷ তাই দেরি করা হচ্ছে আর শর্ত চাপানো হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এখনও কোনও পদক্ষেপ করেনি ৷ সুপ্রিম কোর্ট বলার পরও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি ৷ জুনিয়র ডাক্তারদের বলব, রাজনীতির প্ররোচনায় কোনও পা দেবেন না ৷ আমরা স্পষ্ট বলে দিচ্ছি, শর্ত দিয়ে কোনও কিছু হবে না ৷ শর্ত থেকে সরে এসে আপনাদের কাজে ফিরে যান ৷
জুনিয়র চিকিৎসকরা কি নবান্ন থেকে সাড়া পাবেন ?
মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জুনিয়র চিকিৎসকরা নিজেদের 3 দফা দাবির কথা জানিয়েছিলেন ৷ সেই দাবিগুলি না মানা হলে তাঁরা বৈঠকে যোগ দেবেন না বলে স্পষ্ট করেছিলেন ৷ তারপর অবশ্য নবান্ন থেকে কোনও উত্তর আসেনি ৷ 27 ঘণ্টা কেটে গেলেও সমাধান বৈঠকের অপেক্ষায় নবান্ন-জুনিয়র চিকিৎসকরা ৷
নবান্নকে পাল্টা শর্ত জুনিয়র চিকিৎসকদের, দাবি না মানা পর্যন্ত আলোচনা নয়
প্রতিনিধির সংখ্যা 30 ৷ নিজেদের দাবিতে অনড় থেকে নবান্নের উপর পাল্টা চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের আরও দাবি, আলোচনা যা হবে সবটাই লাইভ এবং আলোচনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে বসতে হবে ৷ তবেই জুনিয়র ডাক্তাররা নবান্নে আলোচনায় যোগ দেবেন । পাল্টা ইমেল করে নবান্নে জানালেন তাঁরা ৷
তথ্য প্রমাণ নিয়ে সঞ্জয়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গেল সিবিআই
আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছল সিবিআই । জানা গিয়েছে, আদালতের অনুমতি-সহ একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে সঞ্জয়কে এবার জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।
মুখ্যসচিবের থেকে বার্তা পেয়ে আলোচনায় বসলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা
মুখ্যসচিবের থেকে মেল পাওয়ার পর ফের আলোচনায় বসল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট । মুখ্যসচিবের মেলের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেবেন জুনিয়র চিকিৎসকেরা সেই নিয়েই হচ্ছে বৈঠক । কারণ তাদের আবেদন ছিল 25 থেকে 30 জন অংশ নেবেন এই বৈঠকে । কিন্তু মুখ্যসচিবের প্রস্তাবে বলা হয়েছে 12 থেকে 15 জনের কথা । ফলে কী পদক্ষেপ নেয় এবার জুনিয়র চিকিৎসকরা সেটাই দেখার ৷
বৈঠকের প্রস্তাব দিয়ে এবার মুখ্যসচিবের মেল জুনিয়র চিকিৎসকদের
ফের জুনিয়র চিকিৎসকদের কাছে মেল গেল রাজ্যের তরফে ৷ স্বাস্থ্যসচিবের পর এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের মেল করে জানালেন আজ সন্ধ্যে ছ'টায় নবান্নে আলোচনার জন্য । তবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 30 জনের প্রতিনিধি দল নবান্নে আসতে চেয়েছিলেন । আজ মনোজ পন্থ যে মেল পাঠিয়েছেন তাতে 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে তারা আসতে পারেন বলে জানানো হয়েছে । একইসঙ্গে এদিন মুখ্যসচিব এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে আরও একবার কাজে যোগদানের জন্য আবেদন জানিয়েছেন ।
মেলের মাধ্যমে আলোচনায় বসতে রাজি, মুখ্যমন্ত্রীকে জানালেন জুনিয়র চিকিৎসকরা
বুধবার জুনিয়র চিকিৎসকরা বলেন,"মুখ্যমন্ত্রীর থেকে আমরা কোনও মেল পাইনি । তবে বুধবার ভোররাত 3টে 50 নাগাদ আমরা একটি মেল করেছি মুখ্যমন্ত্রীকে । সেখানে আমরা আমাদের পাঁচ দফা দাবি উল্লেখ করেছি । আমরা জানতাম না আমাদের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করছেন । যে মেল আমাদের কাছে এসেছিল স্বাস্থ্যসচিবের মারফত তাতে এই কথা উল্লেখ করা ছিল না । তবে আমরা জানিয়েছি আমাদের মেলের মাধ্যমে আলোচনায় বসতে আমরা রাজি । কিন্তু আমাদের সঙ্গে যে আলোচনা হবে তার সরাসরি সম্প্রচার করতে হবে । দ্বিতীয়ত, 25 থেকে 30 জন সদস্য আমাদের এই বৈঠকের অংশ নেবে । আমাদের এই দুটো কথা মেনে নিলে আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব ।"
বিজেপির কার্যালয়ে আসছিলেন অগ্নিমিত্রা, উঠল গো-ব্যাক স্লোগান
অগ্নিমিত্রা পলকে 'গো-ব্যাক' স্লোগান জুনিয়র চিকিৎসকদের । তারপর তার সামনে এগিয়ে আসুন বেশ কিছু জুনিয়র চিকিৎসক। হাত জোড় করে তাঁরা অনুরোধ করেন এইখানে যেন না আসেন । কোনভাবেই এই মঞ্চকে তাঁরা রাজনৈতিক মঞ্চ বানাতে চান না । যদিও এরপরে অগ্রিমিত্রা পল বলেন, ঘটনাচক্রে স্বাস্থ্য ভবনের পাশেই বিজেপির রাজ্য কার্যালয় । দুপুর 12টার সময় তার বিজেপির রাজ্য অফিসে সাংবাদিক বৈঠক রয়েছে । দুই দিকের রাস্তা বন্ধ । তাই গাড়ি থেকে নেমে তাঁকে হেঁটে আসতে হয় বিজেপির কার্যালয় পর্যন্ত । আমি তাঁদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না ।
আরজি করে দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের স্ত্রী'কে জিজ্ঞাসাবাদ ইডি'র
আরজি করে দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের স্ত্রী'কে জিজ্ঞাসাবাদ ইডি'র ৷ জানা গিয়েছে, এর আগেও সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আর্থিক দুর্নীতি মামলায় আগেরই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷
সিবিআই দফতরে আরজি করের চার পড়ুয়া চিকিৎসক
আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সেই হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের চার পড়ুয়া চিকিৎসক এলেন সিবিআই দফতরে। মূলত এই পড়ুয়া চিকিৎসকদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চান কেন নির্যাতিতা চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ কারণে তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ঘেঁটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, ওই নির্যাতিতার বিরুদ্ধে তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছিলেন।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খাবার দায়িত্ব নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
শুধু মঙ্গলবার রাতে নয়, বুধবার সকালেও বহু মানুষের আনাগোনা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভে । বহু মানুষ আসছেন খাওয়ার নিয়ে । জল আনছেন বহু মানুষ । যাতে কেউ শারীরিকভাবে অসুস্থ না-হয় ৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খাবার দায়িত্ব নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ মানুষ ৷ জুনিয়র চিকিৎসকরা বলছেন, "মাঝেমধ্যেই বিভিন্ন খাবারের সংস্থা থেকে খাবার আসছে । কারা অর্ডার করছে আমরা জানি না । শুধুমাত্র আমাদের বলা হচ্ছে, আমাদের জন্যই এই খাওয়ার এসেছে ।"
এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে জুনিয়র চিকিৎসকরা
দুপুর থেকে রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। যতক্ষণ না তাঁদের পাঁচ দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ এভাবেই তাঁরা বসে থাকবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার সকালেও মাথায় রোদ নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনঢ় তাঁরা ৷ ঠিক এভাবে দিনকয়েক আগে লালবাজারের সামনে টানা 22 ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷
সদর্থক বার্তা এলে আলোচনায় যোগ, বার্তা জুনিয়র চিকিৎসকদের
জুনিয়র চিকিৎসকদের দাবি, যে মেলটি এসেছে তা সদর্থক নয়। পাশাপাশি মেইলের ভাষাও তাঁদের অপমানজনক বলে মনে হয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের দবি শুধুমাত্র 10 জনতে নবান্নে যেতে বলা অত্যন্ত অপমানজনক ৷ আর তাই এই মেইলের তাঁরা সাড়া দেবেন না। পাশাপাশি তাঁরা জানিয়েছেন সদর্থক বার্তা এলে নিশ্চয় আলোচনায় যোগ দেবেন।
স্বাস্থ্য সচিবের মেইল অপমানজনক, দাবি জুনিয়র চিকিৎসকদের
নবান্ন থেকে মেইল পাননি বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাঁরা জানান, মেইল পাঠিয়েছিলেন স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগম।
দেড় ঘণ্টা অপেক্ষা করে নবান্ন ছেড়েছেন মমতা, দাবি চন্দ্রিমার
জুনিয়র চিকিৎসকদের সন্ধ্যা 6.10 মিনিটে মেইল করা হয়েছিল বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 10 জনকে আসতে বলা হয়েছিল ৷ এরপর সাড়ে 7টা পর্যন্ত মানে দেড় ঘণ্টা মাননীয়া মমতা অপেক্ষা করছিলেন নবান্নে ৷ এখনও পর্যন্ত কোনও খবর আসেনি তা উনি বেরিয়ে গিয়েছেন ৷
নবান্ন থেকে এল মেইল
নবান্ন থেকে মেইল পেলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদেরকে আলোচনায় বসার জন্য মেইল পাঠিয়েছেন নবান্ন। সেই নিয়েই আলোচনা চলছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে।
সুশান্তকে সাসপেন্ড করল আইএমএ
উত্তরবঙ্গের চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল আইএমএ । তাতে স্পষ্ট করে লেখা হয়েছে, সুশান্তর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে। তার মধ্যে আরজি কর হাসপাতালে দুর্ঘটনার দিন কোনও কারণ ছাড়াই উপস্থিত থাকা থেকে শুরু করে সন্দীপ ঘোষকে প্রকাশ্যে সমর্থন করার বিষয় আছে । এর পাশাপাশি তাঁকে থ্রেট কালচারের অংশ হিসেবেও বর্ণনা করা হয়েছে। তাছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আছে বলেও জানানো হয় । প্রায় একই অভিযোগে গতকাল চিকিৎসক বীরুপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করা হয়েছে ।
মন্ত্রীদের মুখ বন্ধের নির্দেশ মমতার
দেশের শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছে। এরপরও আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি দলের সমস্ত মন্ত্রীদের মুখ বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি জানিয়ে দিলেন আরজি কর ইস্যু নিয়ে যা বলার বলবেন তিনি। এই আবহে অন্য কেউ যেন মুখ না খোলেন।
সুপ্রিম কোর্টের দেওয়ার সময় পেরোলেও কর্ম বিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা
সুপ্রিম কোর্টের দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু নিজেদের দাবিটা অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে ততক্ষণ তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করবেন। যদিও স্বাস্থ্য ভবন সূত্রে খবর এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও বার্তা এসে পৌঁছয়নি। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সকলেই রয়েছেন স্বাস্থ্য ভবনের ভিতরে।
চড়ের পর এবার আদালত চত্বরে সন্দীপকে চটি
আলিপুর আদালতে আবারও প্রতিবাদের মুখে পড়লেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে চটি ছুড়ে মারা হয়।
সন্দীপদের জেল হেফাজত
23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ-সহ চারজন। কড়া নিরাপত্তায় এই চারদজনকে আলিপুর জাজেস কোর্টে তোলা হয়। কাউকে হেফাজতে চায়নি সিবিআই। পরে প্রজোজন হলে হেফাজতে চাওয়া আবেদন হবে। সিবিআইয়ের আইনজীবীকে ভৎসনা আদালতের।
চিকিৎসার আশায়
চিকিৎসকদের ধর্মঘটের জের । আরজি কর হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসার আশায় আসা রোগীদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে ।
স্বাস্থ্য ভবনে ‘সাফাই' অভিযানে প্রতীকী মস্তিষ্ক হাতে মিছিল জুনিয়র চিকিৎসকদের
স্বাস্থ্য ভবনে ‘সাফাই অভিযানে’ যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ স্বাস্থ্য দফতরের ‘ঘুঘুর বাসা’ ভাঙার দাবি জানিয়েছেন তাঁরা । প্রতীকী মস্তিষ্ক হাতে নিয়ে মিছিল করে এগোচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই মস্তিষ্ক স্বাস্থ্য ভবনের কর্তাদের ‘উপহার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
করুণাময়ীতে জুনিয়র চিকিৎসকদের জমায়েত, সঙ্গে জুড়ছেন সাধারণ মানুষও
করুণাময়ীতে বড় হচ্ছে জুনিয়র চিকিৎসকদের জমায়েতের ভিড়। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করবে এই মিছিল। করুণাময়ীতে চিকিৎসকদের জমায়েতে যোগ দিয়েছেন অনেক সাধারণ মানুষও। জুনিয়র চিকিৎসকের স্বাস্থ্য ভবন অভিযানে সাড়া বহু সাধারণ মানুষের । করুণাময়ী তে ইতিমধ্যেই শুরু হয়েছে আমজনতার ভিড়। বিচারের দাবি নিয়ে আজ তাঁরাও হাঁটবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। প্ল্যাকার্ড হাতে বিচার চাইতে তাঁরাও আজ যাবেন স্বাস্থ্য ভবন।
পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের
আরজি-কর কাণ্ডে সুপ্রিম কোর্টের কাজে ফেরার নির্দেশের পরেই ফের আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সংগঠন। পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) এবং স্বাস্থ্য অধিকর্তার (ডিএইচএস) ইস্তফাও চাইছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থন রাজ্য IMA-এর
সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ছেড়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর আগে রাজ্যের তরফে বার বার কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা । মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত ৷ তাই এই কর্মবিরতি মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটা পর্যন্তই চলবে । মাঝে স্বাস্থ্য ভবন অভিযান সেরে ফের ধরনায় ফিরবেন তাঁরা ৷ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তকে নিঃশর্ত 100 শতাংশ সমর্থন জানাল আইএমএ-র রাজ্য শাখা। সংগঠনের তরফে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই আন্দোলনে নিঃশর্তে পাশে থাকবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা ।
কর্মবিরতির পাশাপাশি চলছে অবস্থান বিক্ষোভ ৷ দাবি না-মেটা পর্যন্ত এমটাই চলবে ৷ নিজেদের পরিকল্পনা জানালেন জুনিয়র চিকিৎসকরা । তবে কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার জন্য আবেদনও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে ৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনরত চিকিৎসকরা ৷ তাঁদের পাঁচ দাবি না-মেটা তাঁদের এই আন্দোলন চলবে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে ৷ 10 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের কর্মসূচির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের পাঁচ দফা দাবির পাশাপাশি স্বাস্থ্যসচিব, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের ৷
LIVE FEED
জলপাইগুড়ি আইএমএ থেকে বহিষ্কার, সুশান্ত রায়ের নেতৃত্বাধীন কমিটিও ভেঙে দেওয়া হল
ডাঃ সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কার ৷ পাশাপাশি তার ছেলে যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহ সভাপতি অভিক দে-কেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ ৷ এছাড়াও ডাঃ সুশান্ত কুমার রায়ের নেতৃত্বাধীন আইএমএ কমিটিকে ভেঙে দিলেন ব্রাঞ্চ সভাপতি । আইএমএ জলপাইগুড়ি শাখার সভাপতি ডাঃ নিতাই মুখোপাধ্যায়ের নেতৃত্বে বুধবারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷
প্রায় ঘণ্টাখানেক পর সিজিও থেকে বেরোলেন লালবাজারের দুই আধিকারিক
জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড শেষে সিবিআই দফতর থেকে বেরোলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ ও ডিসি ডিডি স্পেশাল ৷ প্রয়োজন পড়লে পরবর্তী সময়ে ফের তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷
নয়াদিল্লিতে চিকিৎসকদের মোমবাতি মিছিল
আরজি কর কাণ্ডের প্রতিবাদ ৷ নয়াদিল্লিতে এইমসের আবাসিক চিকিৎসকরা শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে সামিল হয়েছেন ৷
সিবিআই দফতরে গেলেন ডিসি নর্থ ও ডিসি ডিডি স্পেশাল
আরজি কর কাণ্ডের তদন্তে এবার সিবিআই দফতরে ঢুকলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ এবং ডিসি (ডিডি) স্পেশাল । তদন্তের স্বার্থে তাদেরকে আজ ডেকে পাঠিয়েছিল সিবিআই । রাত ন'টা নাগাদ তারা সিবিআই দফতরে ঢোকেন । জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করবেন সিবিআই আধিকারিকরা ।
নিজেদের অবস্থান স্পষ্ট করলেন জুনিয়র চিকিৎসকরা
রাজ্য সরকারের ভাবনার পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের মধ্যে থেকে কিঞ্জল নন্দ বলেন, "প্রত্যেক মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে ৷ এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই ৷ এখানে 26টা হাসপাতালের ডাক্তাররা আছে ৷ তাদের প্রতিনিধি তো থাকবেই ৷ এটা তো কোনও রাজনৈতিক দল নয়, 10-5 জন গেলাম রুদ্ধদ্বার বৈঠক হল সমঝোতা হল তা তো হবে না ৷ কোনটা শর্ত কোনটা খোলা মনে আলোচনা সবটাই আপেক্ষিক ৷ আমাদের দাবিগুলো সুস্পষ্ট ৷ আমাদের শর্ত মেনে নিয়ে আলোচনা হলে আমরা প্রস্তুত ৷"
সমাধান সূত্র চাইলে শর্ত ছেড়ে খোলামনে আলোচনায় আসুন, জুনিয়র চিকিৎসকদের বার্তা ডিজিপি রাজীবের
জুনিয়র চিকিৎসকদের পাল্টা ইমেলের পর এই বিষয়ে মুখ খুলল রাজ্য পুলিশ ৷ এই বিষয়ে ডিজিপি রাজীব কুমার বলেন, "আমি রাজ্য পুলিশের তরফে একটাই কথা বলব, আমরা ওদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তাশীল ৷ ওরা কাজে যোগ দিলেই বুঝতে পারবে নিরাপত্তা কতটা বেড়েছে ৷ একটা পরিবর্তন দেখতে পাবে ৷ ওনারা কোনওরকম প্ররোচনায় পা দেবেন না এটাই চাইব ৷ সমাধান সূত্র চাইলে খোলামনে বসতেই হবে ৷ শর্ত চাপালে হবে না ৷"
জুনিয়র চিকিৎসকদের ইতিবাচক সাড়া না পাওয়ায় আশাহত মুখ্যসচিব
জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন,"অনুরোধ করেছিলাম সুপ্রিম কোর্টের আদেশ মেনে যাতে তাঁরা কাজে ফিরে আসেন ৷ কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ মান্য করা হয়নি ৷ খোলামেলা আলোচনার জন্য আজ তিনটে 31 মিনিটে ইমেল করেছিলাম ৷ গঠনমূলক আলোচনা চেয়েছিলাম আমরা ৷ ওদের অন্যতম দাবি নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা চেয়েছিলাম ৷ কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা আসেননি ৷ তিন দফা দাবির কথা জানিয়ে একটা ইমেল পেয়েছি ৷ কিন্তু ওদেরকে বলার যে, কোনও শর্ত রেখে আলোচনা হয় না ৷ আমরা চেয়েছিলাম খোলামেলা আলোচনা হবে ৷ ওদের সব কথা শুনব সেটাই চেয়েছিলাম ৷ কিন্তু ওরা যে ইমেল করেছে তাতে আমরা আশাহত ৷ ওদের আসা উচিত ছিল ৷ তাও আমরা আশা করব ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে ফিরে আসবে ৷ মানুষকে সঠিক পরিষেবা দেবেন ওরা সেটাই চাইছি ৷ কোনও ইতিবাচক সাড়া ডাক্তাররা দেননি ৷ কেন ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না জানি না ৷"
ইমেলের সময় বলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পিছনে রাজনীতি আছে : চন্দ্রিমা
জুনিয়র চিকিৎসকদের ইমেল নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে 7টা পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন ৷ নানা রকম কথা বলে কেউ আসলেন না ৷ তিনি খোলা মনে আলোচনার জন্য বসেছিলেন ৷ পরের দিন ভোর তিনটে 45 মিনিটে সিএমও-তে ইমেল আসে ৷ এটা কি স্বাভাবিক ? এর পিছনে রাজনীতি লুকিয়ে রয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট ৷ পরে ফের আমরা ইমেলে জানিয়েছিলাম আলোচনার জন্য ৷ পরে ফের একাধিক শর্ত দিয়ে ইমেল এল ৷ মানুষ জানেন যে রাজ্য সরকার খোলামনে বসতে চাইছে কোনও শর্তসাপেক্ষে নয় ৷ শর্ত দেওয়া মানে সেখানে খোলা মন নেই ৷ ওই মেয়েটি বিচার পাক সেটা নয়, পিছনে রাজনীতির খেলা আছে ৷ তাই দেরি করা হচ্ছে আর শর্ত চাপানো হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এখনও কোনও পদক্ষেপ করেনি ৷ সুপ্রিম কোর্ট বলার পরও রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেয়নি ৷ জুনিয়র ডাক্তারদের বলব, রাজনীতির প্ররোচনায় কোনও পা দেবেন না ৷ আমরা স্পষ্ট বলে দিচ্ছি, শর্ত দিয়ে কোনও কিছু হবে না ৷ শর্ত থেকে সরে এসে আপনাদের কাজে ফিরে যান ৷
জুনিয়র চিকিৎসকরা কি নবান্ন থেকে সাড়া পাবেন ?
মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জুনিয়র চিকিৎসকরা নিজেদের 3 দফা দাবির কথা জানিয়েছিলেন ৷ সেই দাবিগুলি না মানা হলে তাঁরা বৈঠকে যোগ দেবেন না বলে স্পষ্ট করেছিলেন ৷ তারপর অবশ্য নবান্ন থেকে কোনও উত্তর আসেনি ৷ 27 ঘণ্টা কেটে গেলেও সমাধান বৈঠকের অপেক্ষায় নবান্ন-জুনিয়র চিকিৎসকরা ৷
নবান্নকে পাল্টা শর্ত জুনিয়র চিকিৎসকদের, দাবি না মানা পর্যন্ত আলোচনা নয়
প্রতিনিধির সংখ্যা 30 ৷ নিজেদের দাবিতে অনড় থেকে নবান্নের উপর পাল্টা চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের আরও দাবি, আলোচনা যা হবে সবটাই লাইভ এবং আলোচনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে বসতে হবে ৷ তবেই জুনিয়র ডাক্তাররা নবান্নে আলোচনায় যোগ দেবেন । পাল্টা ইমেল করে নবান্নে জানালেন তাঁরা ৷
তথ্য প্রমাণ নিয়ে সঞ্জয়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গেল সিবিআই
আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছল সিবিআই । জানা গিয়েছে, আদালতের অনুমতি-সহ একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে সঞ্জয়কে এবার জেরা করবেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।
মুখ্যসচিবের থেকে বার্তা পেয়ে আলোচনায় বসলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা
মুখ্যসচিবের থেকে মেল পাওয়ার পর ফের আলোচনায় বসল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট । মুখ্যসচিবের মেলের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেবেন জুনিয়র চিকিৎসকেরা সেই নিয়েই হচ্ছে বৈঠক । কারণ তাদের আবেদন ছিল 25 থেকে 30 জন অংশ নেবেন এই বৈঠকে । কিন্তু মুখ্যসচিবের প্রস্তাবে বলা হয়েছে 12 থেকে 15 জনের কথা । ফলে কী পদক্ষেপ নেয় এবার জুনিয়র চিকিৎসকরা সেটাই দেখার ৷
বৈঠকের প্রস্তাব দিয়ে এবার মুখ্যসচিবের মেল জুনিয়র চিকিৎসকদের
ফের জুনিয়র চিকিৎসকদের কাছে মেল গেল রাজ্যের তরফে ৷ স্বাস্থ্যসচিবের পর এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের মেল করে জানালেন আজ সন্ধ্যে ছ'টায় নবান্নে আলোচনার জন্য । তবে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে 30 জনের প্রতিনিধি দল নবান্নে আসতে চেয়েছিলেন । আজ মনোজ পন্থ যে মেল পাঠিয়েছেন তাতে 12 থেকে 15 জনের প্রতিনিধি দল নিয়ে তারা আসতে পারেন বলে জানানো হয়েছে । একইসঙ্গে এদিন মুখ্যসচিব এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে আরও একবার কাজে যোগদানের জন্য আবেদন জানিয়েছেন ।
মেলের মাধ্যমে আলোচনায় বসতে রাজি, মুখ্যমন্ত্রীকে জানালেন জুনিয়র চিকিৎসকরা
বুধবার জুনিয়র চিকিৎসকরা বলেন,"মুখ্যমন্ত্রীর থেকে আমরা কোনও মেল পাইনি । তবে বুধবার ভোররাত 3টে 50 নাগাদ আমরা একটি মেল করেছি মুখ্যমন্ত্রীকে । সেখানে আমরা আমাদের পাঁচ দফা দাবি উল্লেখ করেছি । আমরা জানতাম না আমাদের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করছেন । যে মেল আমাদের কাছে এসেছিল স্বাস্থ্যসচিবের মারফত তাতে এই কথা উল্লেখ করা ছিল না । তবে আমরা জানিয়েছি আমাদের মেলের মাধ্যমে আলোচনায় বসতে আমরা রাজি । কিন্তু আমাদের সঙ্গে যে আলোচনা হবে তার সরাসরি সম্প্রচার করতে হবে । দ্বিতীয়ত, 25 থেকে 30 জন সদস্য আমাদের এই বৈঠকের অংশ নেবে । আমাদের এই দুটো কথা মেনে নিলে আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব ।"
বিজেপির কার্যালয়ে আসছিলেন অগ্নিমিত্রা, উঠল গো-ব্যাক স্লোগান
অগ্নিমিত্রা পলকে 'গো-ব্যাক' স্লোগান জুনিয়র চিকিৎসকদের । তারপর তার সামনে এগিয়ে আসুন বেশ কিছু জুনিয়র চিকিৎসক। হাত জোড় করে তাঁরা অনুরোধ করেন এইখানে যেন না আসেন । কোনভাবেই এই মঞ্চকে তাঁরা রাজনৈতিক মঞ্চ বানাতে চান না । যদিও এরপরে অগ্রিমিত্রা পল বলেন, ঘটনাচক্রে স্বাস্থ্য ভবনের পাশেই বিজেপির রাজ্য কার্যালয় । দুপুর 12টার সময় তার বিজেপির রাজ্য অফিসে সাংবাদিক বৈঠক রয়েছে । দুই দিকের রাস্তা বন্ধ । তাই গাড়ি থেকে নেমে তাঁকে হেঁটে আসতে হয় বিজেপির কার্যালয় পর্যন্ত । আমি তাঁদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না ।
আরজি করে দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের স্ত্রী'কে জিজ্ঞাসাবাদ ইডি'র
আরজি করে দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষের স্ত্রী'কে জিজ্ঞাসাবাদ ইডি'র ৷ জানা গিয়েছে, এর আগেও সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আর্থিক দুর্নীতি মামলায় আগেরই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷
সিবিআই দফতরে আরজি করের চার পড়ুয়া চিকিৎসক
আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সেই হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের চার পড়ুয়া চিকিৎসক এলেন সিবিআই দফতরে। মূলত এই পড়ুয়া চিকিৎসকদের কাছ থেকে তদন্তকারীরা জানতে চান কেন নির্যাতিতা চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ কারণে তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ঘেঁটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, ওই নির্যাতিতার বিরুদ্ধে তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ করেছিলেন।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খাবার দায়িত্ব নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
শুধু মঙ্গলবার রাতে নয়, বুধবার সকালেও বহু মানুষের আনাগোনা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান-বিক্ষোভে । বহু মানুষ আসছেন খাওয়ার নিয়ে । জল আনছেন বহু মানুষ । যাতে কেউ শারীরিকভাবে অসুস্থ না-হয় ৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের খাবার দায়িত্ব নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ মানুষ ৷ জুনিয়র চিকিৎসকরা বলছেন, "মাঝেমধ্যেই বিভিন্ন খাবারের সংস্থা থেকে খাবার আসছে । কারা অর্ডার করছে আমরা জানি না । শুধুমাত্র আমাদের বলা হচ্ছে, আমাদের জন্যই এই খাওয়ার এসেছে ।"
এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে জুনিয়র চিকিৎসকরা
দুপুর থেকে রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। যতক্ষণ না তাঁদের পাঁচ দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ এভাবেই তাঁরা বসে থাকবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার সকালেও মাথায় রোদ নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনঢ় তাঁরা ৷ ঠিক এভাবে দিনকয়েক আগে লালবাজারের সামনে টানা 22 ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷
সদর্থক বার্তা এলে আলোচনায় যোগ, বার্তা জুনিয়র চিকিৎসকদের
জুনিয়র চিকিৎসকদের দাবি, যে মেলটি এসেছে তা সদর্থক নয়। পাশাপাশি মেইলের ভাষাও তাঁদের অপমানজনক বলে মনে হয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের দবি শুধুমাত্র 10 জনতে নবান্নে যেতে বলা অত্যন্ত অপমানজনক ৷ আর তাই এই মেইলের তাঁরা সাড়া দেবেন না। পাশাপাশি তাঁরা জানিয়েছেন সদর্থক বার্তা এলে নিশ্চয় আলোচনায় যোগ দেবেন।
স্বাস্থ্য সচিবের মেইল অপমানজনক, দাবি জুনিয়র চিকিৎসকদের
নবান্ন থেকে মেইল পাননি বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাঁরা জানান, মেইল পাঠিয়েছিলেন স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগম।
দেড় ঘণ্টা অপেক্ষা করে নবান্ন ছেড়েছেন মমতা, দাবি চন্দ্রিমার
জুনিয়র চিকিৎসকদের সন্ধ্যা 6.10 মিনিটে মেইল করা হয়েছিল বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 10 জনকে আসতে বলা হয়েছিল ৷ এরপর সাড়ে 7টা পর্যন্ত মানে দেড় ঘণ্টা মাননীয়া মমতা অপেক্ষা করছিলেন নবান্নে ৷ এখনও পর্যন্ত কোনও খবর আসেনি তা উনি বেরিয়ে গিয়েছেন ৷
নবান্ন থেকে এল মেইল
নবান্ন থেকে মেইল পেলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদেরকে আলোচনায় বসার জন্য মেইল পাঠিয়েছেন নবান্ন। সেই নিয়েই আলোচনা চলছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে।
সুশান্তকে সাসপেন্ড করল আইএমএ
উত্তরবঙ্গের চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করল আইএমএ । তাতে স্পষ্ট করে লেখা হয়েছে, সুশান্তর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে এসেছে। তার মধ্যে আরজি কর হাসপাতালে দুর্ঘটনার দিন কোনও কারণ ছাড়াই উপস্থিত থাকা থেকে শুরু করে সন্দীপ ঘোষকে প্রকাশ্যে সমর্থন করার বিষয় আছে । এর পাশাপাশি তাঁকে থ্রেট কালচারের অংশ হিসেবেও বর্ণনা করা হয়েছে। তাছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অভিযোগ আছে বলেও জানানো হয় । প্রায় একই অভিযোগে গতকাল চিকিৎসক বীরুপাক্ষ বিশ্বাসকেও সাসপেন্ড করা হয়েছে ।
মন্ত্রীদের মুখ বন্ধের নির্দেশ মমতার
দেশের শীর্ষ আদালত জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছে। এরপরও আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি দলের সমস্ত মন্ত্রীদের মুখ বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি জানিয়ে দিলেন আরজি কর ইস্যু নিয়ে যা বলার বলবেন তিনি। এই আবহে অন্য কেউ যেন মুখ না খোলেন।
সুপ্রিম কোর্টের দেওয়ার সময় পেরোলেও কর্ম বিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা
সুপ্রিম কোর্টের দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু নিজেদের দাবিটা অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা । যতক্ষণ না তাঁদের দাবি মানা হবে ততক্ষণ তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করবেন। যদিও স্বাস্থ্য ভবন সূত্রে খবর এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও বার্তা এসে পৌঁছয়নি। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সকলেই রয়েছেন স্বাস্থ্য ভবনের ভিতরে।
চড়ের পর এবার আদালত চত্বরে সন্দীপকে চটি
আলিপুর আদালতে আবারও প্রতিবাদের মুখে পড়লেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁকে চটি ছুড়ে মারা হয়।
সন্দীপদের জেল হেফাজত
23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ-সহ চারজন। কড়া নিরাপত্তায় এই চারদজনকে আলিপুর জাজেস কোর্টে তোলা হয়। কাউকে হেফাজতে চায়নি সিবিআই। পরে প্রজোজন হলে হেফাজতে চাওয়া আবেদন হবে। সিবিআইয়ের আইনজীবীকে ভৎসনা আদালতের।
চিকিৎসার আশায়
চিকিৎসকদের ধর্মঘটের জের । আরজি কর হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসার আশায় আসা রোগীদের লাইন দীর্ঘ হতে শুরু করেছে ।
স্বাস্থ্য ভবনে ‘সাফাই' অভিযানে প্রতীকী মস্তিষ্ক হাতে মিছিল জুনিয়র চিকিৎসকদের
স্বাস্থ্য ভবনে ‘সাফাই অভিযানে’ যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ৷ স্বাস্থ্য দফতরের ‘ঘুঘুর বাসা’ ভাঙার দাবি জানিয়েছেন তাঁরা । প্রতীকী মস্তিষ্ক হাতে নিয়ে মিছিল করে এগোচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এই মস্তিষ্ক স্বাস্থ্য ভবনের কর্তাদের ‘উপহার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
করুণাময়ীতে জুনিয়র চিকিৎসকদের জমায়েত, সঙ্গে জুড়ছেন সাধারণ মানুষও
করুণাময়ীতে বড় হচ্ছে জুনিয়র চিকিৎসকদের জমায়েতের ভিড়। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করবে এই মিছিল। করুণাময়ীতে চিকিৎসকদের জমায়েতে যোগ দিয়েছেন অনেক সাধারণ মানুষও। জুনিয়র চিকিৎসকের স্বাস্থ্য ভবন অভিযানে সাড়া বহু সাধারণ মানুষের । করুণাময়ী তে ইতিমধ্যেই শুরু হয়েছে আমজনতার ভিড়। বিচারের দাবি নিয়ে আজ তাঁরাও হাঁটবেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। প্ল্যাকার্ড হাতে বিচার চাইতে তাঁরাও আজ যাবেন স্বাস্থ্য ভবন।
পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের
আরজি-কর কাণ্ডে সুপ্রিম কোর্টের কাজে ফেরার নির্দেশের পরেই ফের আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সংগঠন। পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা (ডিএমই) এবং স্বাস্থ্য অধিকর্তার (ডিএইচএস) ইস্তফাও চাইছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থন রাজ্য IMA-এর
সোমবার আরজি কর মামলার শুনানিতে প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ছেড়ে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর আগে রাজ্যের তরফে বার বার কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হলেও তাতে সাড়া দেননি জুনিয়র ডাক্তাররা । মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত ৷ তাই এই কর্মবিরতি মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটা পর্যন্তই চলবে । মাঝে স্বাস্থ্য ভবন অভিযান সেরে ফের ধরনায় ফিরবেন তাঁরা ৷ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির সিদ্ধান্তকে নিঃশর্ত 100 শতাংশ সমর্থন জানাল আইএমএ-র রাজ্য শাখা। সংগঠনের তরফে লিখিত বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই আন্দোলনে নিঃশর্তে পাশে থাকবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা ।