কলকাতা, 3 অক্টোবর: কয়েকদিন আগেই দাম বৃদ্ধির খবরে সামান্য হলেও মন খারাপ হয়েছিল সুরাপ্রেমীদের। কিন্তু পুজোর মধ্যে তাদের জন্যই কার্যত সুখবর এল। গত অগস্ট মাস থেকেই দাম বেড়েছিল মদের। তবে এবার পুজোয় অন্তত সুরাপ্রেমীদের পকেটে টান পরছে না ৷ কারণ পুরনো দামেই রাজ্যের বাজারে আপাতত মিলবে মদ ৷
অধিকাংশ দোকানেই বহু পুরনো মদের স্টক রয়েছে। সেই স্টক ক্লিয়ার না-হলে নতুন তথা বাড়তি দামের লেভেল লাগানো মদ বিক্রি করা যাবে না বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে এখনও পর্যন্ত যে পরিমাণ স্টক রয়েছে তাতে দেশী মদ, বিয়ার বা আরও কিছু ব্র্য়ান্ডের হুইস্কি আরও সাত আট দিন আগার পুরনো দামেই বিক্রি হবে। পাশাপাশি বিদেশী মদের ক্ষেত্রে সেই পুরনো স্টক শেষ হতে হতে এক মাসের বেশি সময় লেগে যেতে পারে বলেই মনে করা হচ্ছে ৷
আবগারি দফতর সূত্রে জানা যাচ্ছে, এবারও পুজোতে থাকছে না কোন 'ড্রাই-ডে'। সবকটি দিনই খোলা থাকবে মদের দোকান। বিক্রিও হবে মদ। অতীতে অষ্টমীর দিন মদের দোকান বন্ধ থাকত। গত বছর থেকেই সবকটি দিন মদের দোকান খোলা থাকে। মূলত এর উপর ভিত্তি করেই গত বছর রেকর্ড আয় করেছিল আবগারি দফতর। এবারও সেই মতো মুনাফার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। ফলে গতবারের মতোই পুজোর পাঁচ দিনে রেকর্ড আয় করতে চায় রাজ্যের আবগারি দফতর। গত বছর পুজোর এই পাঁচ দিনে প্রায় 700 কোটি টাকা আয় করেছিল রাজ্য। এবার তা নিয়েও নতুন রেকর্ড করতে চাইছে তারা।
প্রসঙ্গত, এবছর অগস্ট মাসেই মদের দাম প্রায় 20 শতাংশ বেড়েছে। ফলে দেশি, বিয়ার থেকে শুরু করে বিদেশি মদ সব কিছুরই দাম বেড়েছিল। যেহেতু পূজোর এই কটা দিন মূল্য বৃদ্ধির সেই চাপ নিতে হচ্ছে না সুরাপ্রেমীদের সেক্ষেত্রে মনে করা হচ্ছে এক ধাক্কায় এর ফলে গতবারের 700 কোটির আয়ের রেকর্ডকেও ছাপিয়ে যাবে এবারের মদ বিক্রি।