কলকাতা, 4 সেপ্টেম্বর: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অপরাধের ধরনের সঙ্গে আরজি কর হাসপাতালের দুর্নীতির অপরাধের মিল খুঁজে পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এর ফলে নিয়োগ দুর্নীতির মতোই আরজি করের দুর্নীতির পেছনেও বড় কোনও প্রভাবশালী জড়িয়ে আছেন কি না, তার খোঁজ চালাচ্ছে সিবিআই ৷ এবিষয়ে আরও বিশদে জানতে আজ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর দুই সঙ্গী বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
একটা সময়ে রাজ্য সরকারের নেতা থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের জালে ধরা পড়েন । সেই মামলাগুলির তদন্ত করতে গিয়ে একাধিক সেল কোম্পানি বা ভুয়ো সংস্থার হদিশ পান তদন্তকারীরা । সে সময় জানা গিয়েছিল যে, রাজ্যের একাধিক মন্ত্রী ও একাধিক সরকারি আধিকারিক একজোট হয়ে বিভিন্ন ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন এবং সেখানেই দুর্নীতির টাকা গচ্ছিত রাখা হত ।
সেই ঘটনার সঙ্গেই এবার আরজিকর হাসপাতালে যে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, সেই ঘটনার মিল পাচ্ছেন গোয়েন্দারা ৷ সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর দুই সঙ্গী বিপ্লব সিংহ ও সুমন হাজরার মধ্যে একটা গোপন আঁতাত তৈরি হয়েছিল । বিপ্লব সিংহ এবং সুমন হাজরার নামে ভুয়ো সংস্থারও হদিশ পেয়েছে সিবিআই । জানা গিয়েছে, সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ এবং সুমন হাজরার নামে রয়েছে দশটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং ভুয়ো সংস্থা ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে সুমন হাজরার সঙ্গে আলাপ হয়েছিল সন্দীপের ৷ তিনি আরজি কর হাসপাতালে আসার পর তাঁর সঙ্গে আলাপ হয় বিপ্লব সিংহের । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এরপর যতবার সন্দীপ ঘোষের বদলি হয়, তাঁর সঙ্গে সঙ্গেই বিপ্লব সিংহ এবং সুমন হাজরারও বদলি হয় । জানা গিয়েছে, সন্দীপ ঘোষ, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নিজেদের আত্মীয়দের নামেও একাধিক নকল সংস্থা খুলেছিলেন । তারই সঙ্গে খোলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট । সরকারি অ্যাকাডেমিক ফান্ড থেকেই সন্দীপ ঘোষ ঠিকাদারদের বিল মেটাতেন বলে জানা গিয়েছে । এভাবেই তিনি সরকারি টাকা নয়-ছয় করতেন বলে দাবি সিবিআইয়ের ৷
একই রকমভাবে রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলাতেও এই একই অভিযোগ উঠেছিল পার্থ চট্টোপাধ্যায় এবং বিভিন্ন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে । সিবিআই জানতে পেরেছিল যে, তাঁদের নামেও ছিল অনেক সেল কোম্পানি ও একাধিক অ্যাকাউন্ট ৷ সেই অ্যাকাউন্টেই তাঁরা দুর্নীতির টাকা জমিয়ে রাখতেন বলে সিবিআইয়ের কাছে তথ্য রয়েছে বলে জানানো হয়েছে ৷
সিবিআই সূত্রের খবর, আরজি করের দুর্নীতির বিষয়ে জানতে আজ নিজাম প্যালেসে সন্দীপ ঘোষের সঙ্গে সুমন হাজরা ও বিপ্লব সিংহকেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাঁদের বয়ান রেকর্ড করা হবে । কীভাবে সন্দীপ ঘোষের সঙ্গেই বিপ্লব সিংহ ও সুমন হাজরার বদলি হয়ে যেত, এই বিষয়টিও ভাবাচ্ছে গোয়েন্দাদের । তাহলে কি স্বাস্থ্য দফতরের প্রভাবশালীরা এই ঘটনার সঙ্গে যুক্ত ? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
উল্লেখ্য, গত পরশু সন্দীপ ঘোষ-সহ চারজনকে আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিবিআই । গতকাল তাঁদের আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলে তাঁদের প্রত্যেককে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।