ETV Bharat / state

ভোটপ্রচারে বাংলায় রাহুল-সোনিয়া! স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ প্রদেশ কংগ্রেসের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Congress Campaign: প্রদেশ কংগ্রেসের তরফে স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সূত্রের খবর, বাংলায় আসছেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি থেকে মল্লিকার্জুন খাড়গে ৷ নির্বাচন কমিশনে এই নামের তালিকা জমা পড়লেও প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা মুখ খুলতে চাননি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 10:46 AM IST

Updated : Apr 8, 2024, 2:23 PM IST

কলকাতা, 8 এপ্রিল: লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হচ্ছে। তৃণমূল-বিজেপি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের 'স্টার ক্যাম্পেইনার' দিয়ে প্রচার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রদেশ কংগ্রেস। রবিবার গভীর রাতে প্রদেশ কংগ্রেস সূত্রে পাওয়া এক স্টার ক্যাম্পেইনারের তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধি-সোনিয়া গান্ধির। যে তালিকা গত 27 মার্চ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

সেদিন বিকেল 5টা 27 মিনিট নাগাদ নির্বাচন কমিশন সেই তালিকা গ্রহণ করেছে বলে উল্লেখ রয়েছে। 1951 সালের আইন উল্লেখ করে সেই আবেদন পত্রে, আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোটের প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা জমা দেওয়া হয়েছে। সেই আবেদন পত্রে তালিকার শীর্ষে নাম রয়েছে জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের। তারপর নাম রয়েছে গান্ধি পরিবারের তিনজনের। সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কেসি বেনুগোপাল, গোলাম আহমেদ মীর, অধীর রঞ্জন চৌধুরীর নাম রয়েছে ৷

পাশাপাশি, সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার রঞ্জিত সিং সূরজেওয়ালা, অশোক মাকেন, সলমন খুরশিদ, মহম্মদ আজহারউদ্দিন, নভজোৎ সিং সিধু প্রমুখের নাম উল্লেখ আছে ওই তালিকায়। একইভাবে এরাজ্যের বিভিন্ন লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতোদের নাম রয়েছে। একইভাবে নাম রয়েছে আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী, দীপা দাশমুন্সি, শুভঙ্কর সরকার দে-রও। নির্বাচন কমিশনে এই নামের তালিকা জমা পড়লেও রবিবার গভীর রাত পর্যন্ত প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা মুখ খুলতে চাননি।

তাঁদের অধিকাংশ জনেরই বক্তব্য, "সোমবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি কিংবা মল্লিকার্জুন খাড়গে আদৌ প্রথম দফার ভোটের আগে বাংলায় তথা উত্তরবঙ্গে আসবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।" কিন্তু, পরে লক্ষ্য করা যায় যে, এই নামের তালিকা 'ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-ওয়েস্ট বেঙ্গল' তথা প্রদেশ কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। যদিও এবিষয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই ফেসবুক পোস্ট মুছে ফেলা হয়।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই গত মাসে প্রথম সপ্তাহ থেকে এপর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচবারের বেশি বঙ্গে এসেছেন। রবিবার তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় জনসভা করে রাজ্যের শাসকদল তৃণমূল-সহ কংগ্রেস এবং বামেদের কড়া ভাষার সমালোচনা করেছেন। এরপরেই রবিবার রাতে প্রদেশ কংগ্রেস সূত্রে পাওয়া কংগ্রেসে স্টার ক্যাম্পেইনারের নামের তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন:

  1. বঙ্গে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সোমে বৈঠক বিধানভবনে
  2. অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন, হিমাচলের নেতাদের একত্রিত করার মরিয়া চেষ্টা প্রিয়াঙ্কার
  3. রাজ্য-রাজভবন সংঘাত, বোসের নিন্দায় সরব বাম-কংগ্রেস-তৃণমূল

কলকাতা, 8 এপ্রিল: লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হচ্ছে। তৃণমূল-বিজেপি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের 'স্টার ক্যাম্পেইনার' দিয়ে প্রচার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রদেশ কংগ্রেস। রবিবার গভীর রাতে প্রদেশ কংগ্রেস সূত্রে পাওয়া এক স্টার ক্যাম্পেইনারের তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধি-সোনিয়া গান্ধির। যে তালিকা গত 27 মার্চ নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

সেদিন বিকেল 5টা 27 মিনিট নাগাদ নির্বাচন কমিশন সেই তালিকা গ্রহণ করেছে বলে উল্লেখ রয়েছে। 1951 সালের আইন উল্লেখ করে সেই আবেদন পত্রে, আগামী 19 এপ্রিল প্রথম দফার ভোটের প্রচারের জন্য 40 জন স্টার ক্যাম্পেইনারের তালিকা জমা দেওয়া হয়েছে। সেই আবেদন পত্রে তালিকার শীর্ষে নাম রয়েছে জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের। তারপর নাম রয়েছে গান্ধি পরিবারের তিনজনের। সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কেসি বেনুগোপাল, গোলাম আহমেদ মীর, অধীর রঞ্জন চৌধুরীর নাম রয়েছে ৷

পাশাপাশি, সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার রঞ্জিত সিং সূরজেওয়ালা, অশোক মাকেন, সলমন খুরশিদ, মহম্মদ আজহারউদ্দিন, নভজোৎ সিং সিধু প্রমুখের নাম উল্লেখ আছে ওই তালিকায়। একইভাবে এরাজ্যের বিভিন্ন লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, নেপাল মাহাতোদের নাম রয়েছে। একইভাবে নাম রয়েছে আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী, দীপা দাশমুন্সি, শুভঙ্কর সরকার দে-রও। নির্বাচন কমিশনে এই নামের তালিকা জমা পড়লেও রবিবার গভীর রাত পর্যন্ত প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা মুখ খুলতে চাননি।

তাঁদের অধিকাংশ জনেরই বক্তব্য, "সোমবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগে রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি কিংবা মল্লিকার্জুন খাড়গে আদৌ প্রথম দফার ভোটের আগে বাংলায় তথা উত্তরবঙ্গে আসবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।" কিন্তু, পরে লক্ষ্য করা যায় যে, এই নামের তালিকা 'ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-ওয়েস্ট বেঙ্গল' তথা প্রদেশ কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। যদিও এবিষয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই ফেসবুক পোস্ট মুছে ফেলা হয়।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই গত মাসে প্রথম সপ্তাহ থেকে এপর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচবারের বেশি বঙ্গে এসেছেন। রবিবার তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় জনসভা করে রাজ্যের শাসকদল তৃণমূল-সহ কংগ্রেস এবং বামেদের কড়া ভাষার সমালোচনা করেছেন। এরপরেই রবিবার রাতে প্রদেশ কংগ্রেস সূত্রে পাওয়া কংগ্রেসে স্টার ক্যাম্পেইনারের নামের তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন:

  1. বঙ্গে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সোমে বৈঠক বিধানভবনে
  2. অন্তর্দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন, হিমাচলের নেতাদের একত্রিত করার মরিয়া চেষ্টা প্রিয়াঙ্কার
  3. রাজ্য-রাজভবন সংঘাত, বোসের নিন্দায় সরব বাম-কংগ্রেস-তৃণমূল
Last Updated : Apr 8, 2024, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.