ETV Bharat / state

গরমেও মেকআপ রচনার, ফিট থাকতে পরামর্শ 'দই খান' - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Rachna Skin Care Tips: বাংলায় এখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে ৷ তার মধ্যেই ভোটপ্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা ৷ কীভাবে ভালো থাকবেন? তা নিয়ে নানা পরামর্শ দিলেন 'দিদি নম্বর ওয়ান' ৷

Etv Bharat
তীব্র গরমে ত্বক ও শরীর ফিট রাখার দাওয়াই রচনার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 4:13 PM IST

প্রচারে রচনা

চুঁচুড়া, 20 এপ্রিল: বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৷ অন্যান্য জায়গায় জোরকদমে প্রচার সারছেন শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা ৷ তবে প্রচারের তালিকায় সকলের নজর কেড়েছেন টেলিভিশন পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমবার তৃণমূলের তারকা প্রার্থী যেভাবে ভোটের আসরে নেমেছেন, তা নিয়ে জোর চর্চা রাজনীতির দুনিয়া থেকে সোশাল মিডিয়ায় ৷

হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারছেন লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এলাকার নানা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সিনেপর্দার 'মেমসাহেব'। এতদিন ছবির পর্দার তারকা থেকেছেন এসির ঠাণ্ডা হাওয়ায় ৷ শুটিং ছাড়া মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো নৈব নৈব চ ৷ এই পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের মতো অবস্থায় জনগণের দরবারে যেতে হচ্ছে তারকা প্রার্থীকে ৷ ফলে বিশেষ নজর দিচ্ছেন শরীর ফিট রাখাতে ৷

তিনি সাংবাদিকদের বলেন, "প্রচুর জল খাচ্ছি। ছাঁচ আর লসসিও খাচ্ছি। ডাবের জল খাওয়া এই সময়ে ভালো ৷ সঙ্গে দই খাচ্ছি ৷" তিনি প্রচারে গাড়ির ব্যবহার প্রসঙ্গে বলেন, " যে সব গাড়ি নিয়ে যাচ্ছি সে গুলোয় ছাঁউনি করে নিচ্ছি ৷ কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। অনেকে প্রচার করছেন বিকেলে ৷ তবে আমি সকালে ছাঁউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি। আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি।"

যেভাবে তাপমাত্রা বাড়ছে তার জন্য শরীরচর্চা থেকে মুখের যত্ন কীভাবে নিচ্ছেন, তারও জানালেন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, "মুখের ত্বক কালো হয়ে যাবে বলে মেকআপ করছি। সেই সঙ্গে সানস্ক্রিনও লাগাচ্ছি ৷ ভেবেছিলাম রাজনীতিতে গেলে মেকআপ করতে হবে না। কিন্তু যেভাবে গরম বেড়েছে তাতে বাধ্য হয়ে মেকআপ করতে হচ্ছে ৷" এমনকী, দলের কর্মী ও সাংবাদিক বন্ধুদেরও এই গরমে ভালো থাকার পরামর্শ দিয়েছেন রচনা ৷ বারবার জল, ঠান্ডা পানীয় ও ডাব খাওয়ার কথা বলেছেন তারকা প্রার্থী ৷ বিশেষ নজর দিয়েছেন পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও ৷ বেশিরভাগ সময় হালকা রঙের সুতির পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ৷ প্রচারে যখনই বেরোচ্ছেন তখন মাথায় বেধে নিচ্ছেন ওড়না ৷ এই ভাবেই ভোটের ময়দানে দাবদাহকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুলছেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন

1. প্রথম দফা ভোটের দিনই দলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে 'বড়' নেতা

2. সুনীলের বাড়িতে গিয়ে জন্মদিনের কেক খেলেন দিলীপ, ফের দলবদলের জল্পনা তুঙ্গে!

3. দ্বিতীয় দফায় প্রচারে ঝড় বিজেপি'র, বঙ্গে একইদিনে অমিত-রাজনাথ; আসছেন যোগীও

প্রচারে রচনা

চুঁচুড়া, 20 এপ্রিল: বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৷ অন্যান্য জায়গায় জোরকদমে প্রচার সারছেন শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা ৷ তবে প্রচারের তালিকায় সকলের নজর কেড়েছেন টেলিভিশন পর্দার দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথমবার তৃণমূলের তারকা প্রার্থী যেভাবে ভোটের আসরে নেমেছেন, তা নিয়ে জোর চর্চা রাজনীতির দুনিয়া থেকে সোশাল মিডিয়ায় ৷

হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারছেন লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এলাকার নানা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সিনেপর্দার 'মেমসাহেব'। এতদিন ছবির পর্দার তারকা থেকেছেন এসির ঠাণ্ডা হাওয়ায় ৷ শুটিং ছাড়া মাঠে-ঘাটে ঘুরে বেড়ানো নৈব নৈব চ ৷ এই পরিস্থিতিতে তীব্র তাপপ্রবাহের মতো অবস্থায় জনগণের দরবারে যেতে হচ্ছে তারকা প্রার্থীকে ৷ ফলে বিশেষ নজর দিচ্ছেন শরীর ফিট রাখাতে ৷

তিনি সাংবাদিকদের বলেন, "প্রচুর জল খাচ্ছি। ছাঁচ আর লসসিও খাচ্ছি। ডাবের জল খাওয়া এই সময়ে ভালো ৷ সঙ্গে দই খাচ্ছি ৷" তিনি প্রচারে গাড়ির ব্যবহার প্রসঙ্গে বলেন, " যে সব গাড়ি নিয়ে যাচ্ছি সে গুলোয় ছাঁউনি করে নিচ্ছি ৷ কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। অনেকে প্রচার করছেন বিকেলে ৷ তবে আমি সকালে ছাঁউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি। আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি।"

যেভাবে তাপমাত্রা বাড়ছে তার জন্য শরীরচর্চা থেকে মুখের যত্ন কীভাবে নিচ্ছেন, তারও জানালেন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, "মুখের ত্বক কালো হয়ে যাবে বলে মেকআপ করছি। সেই সঙ্গে সানস্ক্রিনও লাগাচ্ছি ৷ ভেবেছিলাম রাজনীতিতে গেলে মেকআপ করতে হবে না। কিন্তু যেভাবে গরম বেড়েছে তাতে বাধ্য হয়ে মেকআপ করতে হচ্ছে ৷" এমনকী, দলের কর্মী ও সাংবাদিক বন্ধুদেরও এই গরমে ভালো থাকার পরামর্শ দিয়েছেন রচনা ৷ বারবার জল, ঠান্ডা পানীয় ও ডাব খাওয়ার কথা বলেছেন তারকা প্রার্থী ৷ বিশেষ নজর দিয়েছেন পোশাক বাছাইয়ের ক্ষেত্রেও ৷ বেশিরভাগ সময় হালকা রঙের সুতির পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ৷ প্রচারে যখনই বেরোচ্ছেন তখন মাথায় বেধে নিচ্ছেন ওড়না ৷ এই ভাবেই ভোটের ময়দানে দাবদাহকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুলছেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন

1. প্রথম দফা ভোটের দিনই দলবদল! বিজেপি ছেড়ে তৃণমূলে 'বড়' নেতা

2. সুনীলের বাড়িতে গিয়ে জন্মদিনের কেক খেলেন দিলীপ, ফের দলবদলের জল্পনা তুঙ্গে!

3. দ্বিতীয় দফায় প্রচারে ঝড় বিজেপি'র, বঙ্গে একইদিনে অমিত-রাজনাথ; আসছেন যোগীও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.