ETV Bharat / state

কুড়মি ভোটের অংকে কি নির্ধারিত হবে পুরুলিয়ার কুর্সি ভাগ্য ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Purulia Constituency West Bengal Lok Sabha Election 2024 Party Wise Candidates: ফরওয়ার্ড ব্লকের শক্ত জমিতে 2014 সালে ঘাসফুল ফুটিয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো ৷ 2019 সালে তৃণমূলের সেই মৃগাঙ্ক মাহাতোকে হারিয়েই পুরুলিয়ার সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ 2024 সালে তিনি কি জয় ধরে রাখতে পারবেন ? নাকি পুরুলিয়ার কুর্সি ফের দখল করতে পারবে তৃণমূল কংগ্রেস ? খতিয়ে দেখল ইটিভি ভারত ৷

Purulia Constituency
পুরুলিয়া লোকসভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:08 PM IST

পুরুলিয়ার কুর্সি কার ? (ইটিভি ভারত)

পুরুলিয়া, 21 মে: ফরওয়ার্ড ব্লকের শক্তঘাঁটি হিসেবে পরিচিতি ছিল পুরুলিয়া ৷ 1977 সাল থেকে 2009 টানা ওই আসনে জিতেছে ওই দল ৷ 2014 সালে পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লককে হারিয়ে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷

2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পেয়েছিলেন 6 লক্ষ 68 হাজার 107 ভোট । তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাত পেয়েছিলেন 4 লক্ষ 63 হাজার 375 ভোট । কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো পান 84 হাজার 477 ভোট ।

2019 সালে লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো 2 লাখের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন । এবারও দল তাঁকেই টিকিট দিয়েছে । যদিও পুরুলিয়া জেলায় এবার লড়াইটা চতুর্মুখী । পুরুলিয়া জেলায় এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো । জোড়াফুলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো । বাম-কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তার সঙ্গে আবার আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো । এছাড়াও ফরওয়ার্ড ব্লকও আলাদাভাবে প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় ৷

Purulia Constituency
পুরুলিয়া আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

কুড়মি সমাজের মানুষজনকে তফসিলি জাতিভুক্ত করার দাবি নিয়ে লড়াই করছেন অজিত প্রসাদ মাহাতো বলে জানিয়েছেন । কংগ্রেস নেতা নেপাল মাহাতো ঘোষণা করে দিয়েছেন পুরুলিয়ার মানুষ তাঁকে জয়ী করে সংসদে প্রেরণ করলে তিনি জেলার মানুষের হয়ে সওয়াল করবেন । অন্যদিকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই প্রকৃত উন্নয়ন সম্ভব । সেই দাবি উড়িয়ে ঘাসফুল শিবিরের দাবি, এবার পুরুলিয়ার জনগণ এবার বিজেপিকে জবাব দেবে । কারণ, বিগত পাঁচ বছরে বিজেপির সাংসদ কোনও উন্নয়ন করেননি ।

পুরুলিয়া জেলায় সব রাজনৈতিক দল জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে । ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় সভা করে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 19 মে একই দিনে পুরুলিয়া জেলায় দু’জনের কর্মসূচি ছিল । এর থেকেই স্পষ্ট জঙ্গলমহলের এই জেলার জয়ে মরিয়া দুই শিবির । পুরুলিয়া জেলায় প্রচার করে গিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহম্মদ সেলিমরা । এসেছেন তারকা দেবও ।

পুরুলিয়া জেলায় এসে শুভেন্দু অধিকারী দাবি করে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে এবং বিজেপির ভোট কাটার জন্য আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভোটে দাঁড়িয়েছেন । নেপাল মাহাতোকেও একই ভাবে আক্রমণ করেছেন তিনি ।

Purulia Constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

এই পরিস্থিতিতে কে জিতবে, সেটাই এখন বড় প্রশ্ন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচন যদি ধরা হয়, তাহলে সেই পরিসংখ্যানে কিছুটা হলেও এগিয়ে বিজেপি ৷ কারণ, পুরুলিয়া লোকসভায় যে সাতটি বিধানসভা কেন্দ্র পড়ে, তার মধ্যে পাঁচটি বিধানসভায় 2021 সালে জয়ী হয় বিজেপি । সেগুলি হল- পুরুলিয়া, কাশীপুর, পাড়া, জয়পুর ও বলরামপুর । এবং দু’টি বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল । সেগুলি হল - মানবাজার ও বাঘমুণ্ডি ।

2021 সালের এই ফলাফল যদি বজায় থাকে, তাহলে বিজেপির জয় সময়ের অপেক্ষা ৷ কিন্তু সেই ফলাফল উলটে দিয়ে পুরুলিয়ায় আবার জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ রাজনৈতিক বলছে যে এই দুই দলের মধ্যে কে জিতবেন, তা অনেকটাই নির্ভর করছে অজিত প্রসাদ মাহাতো কত ভোট পাচ্ছেন, তার উপর ৷ শেষ পর্যন্ত কে জিতবেন, সেই উত্তর মিলবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াইয়ে শ্রীরামপুরের কুর্সির যুদ্ধ জিতবে কে ?
  2. নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু, লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা বিশ্বজিতের
  3. ভূমিপুত্র ও বৌমার দ্বৈরথে ফ্যাক্টর সংখ্যালঘু সমর্থন! উলুবেড়িয়ার কুর্সিতে কে ?

পুরুলিয়ার কুর্সি কার ? (ইটিভি ভারত)

পুরুলিয়া, 21 মে: ফরওয়ার্ড ব্লকের শক্তঘাঁটি হিসেবে পরিচিতি ছিল পুরুলিয়া ৷ 1977 সাল থেকে 2009 টানা ওই আসনে জিতেছে ওই দল ৷ 2014 সালে পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লককে হারিয়ে সাংসদ হন তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সাংসদ হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷

2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পেয়েছিলেন 6 লক্ষ 68 হাজার 107 ভোট । তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্ক মাহাত পেয়েছিলেন 4 লক্ষ 63 হাজার 375 ভোট । কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো পান 84 হাজার 477 ভোট ।

2019 সালে লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো 2 লাখের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন । এবারও দল তাঁকেই টিকিট দিয়েছে । যদিও পুরুলিয়া জেলায় এবার লড়াইটা চতুর্মুখী । পুরুলিয়া জেলায় এবার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো । জোড়াফুলের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো । বাম-কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা নেপাল মাহাতো । তার সঙ্গে আবার আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো । এছাড়াও ফরওয়ার্ড ব্লকও আলাদাভাবে প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় ৷

Purulia Constituency
পুরুলিয়া আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী (ইটিভি ভারত)

কুড়মি সমাজের মানুষজনকে তফসিলি জাতিভুক্ত করার দাবি নিয়ে লড়াই করছেন অজিত প্রসাদ মাহাতো বলে জানিয়েছেন । কংগ্রেস নেতা নেপাল মাহাতো ঘোষণা করে দিয়েছেন পুরুলিয়ার মানুষ তাঁকে জয়ী করে সংসদে প্রেরণ করলে তিনি জেলার মানুষের হয়ে সওয়াল করবেন । অন্যদিকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই প্রকৃত উন্নয়ন সম্ভব । সেই দাবি উড়িয়ে ঘাসফুল শিবিরের দাবি, এবার পুরুলিয়ার জনগণ এবার বিজেপিকে জবাব দেবে । কারণ, বিগত পাঁচ বছরে বিজেপির সাংসদ কোনও উন্নয়ন করেননি ।

পুরুলিয়া জেলায় সব রাজনৈতিক দল জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে । ইতিমধ্যেই পুরুলিয়া জেলায় সভা করে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 19 মে একই দিনে পুরুলিয়া জেলায় দু’জনের কর্মসূচি ছিল । এর থেকেই স্পষ্ট জঙ্গলমহলের এই জেলার জয়ে মরিয়া দুই শিবির । পুরুলিয়া জেলায় প্রচার করে গিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহম্মদ সেলিমরা । এসেছেন তারকা দেবও ।

পুরুলিয়া জেলায় এসে শুভেন্দু অধিকারী দাবি করে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে এবং বিজেপির ভোট কাটার জন্য আদিবাসী কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভোটে দাঁড়িয়েছেন । নেপাল মাহাতোকেও একই ভাবে আক্রমণ করেছেন তিনি ।

Purulia Constituency
2019 লোকসভা ভোটের ফলাফল (ইটিভি ভারত)

এই পরিস্থিতিতে কে জিতবে, সেটাই এখন বড় প্রশ্ন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচন যদি ধরা হয়, তাহলে সেই পরিসংখ্যানে কিছুটা হলেও এগিয়ে বিজেপি ৷ কারণ, পুরুলিয়া লোকসভায় যে সাতটি বিধানসভা কেন্দ্র পড়ে, তার মধ্যে পাঁচটি বিধানসভায় 2021 সালে জয়ী হয় বিজেপি । সেগুলি হল- পুরুলিয়া, কাশীপুর, পাড়া, জয়পুর ও বলরামপুর । এবং দু’টি বিধানসভা আসনে জয়ী হয় তৃণমূল । সেগুলি হল - মানবাজার ও বাঘমুণ্ডি ।

2021 সালের এই ফলাফল যদি বজায় থাকে, তাহলে বিজেপির জয় সময়ের অপেক্ষা ৷ কিন্তু সেই ফলাফল উলটে দিয়ে পুরুলিয়ায় আবার জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ রাজনৈতিক বলছে যে এই দুই দলের মধ্যে কে জিতবেন, তা অনেকটাই নির্ভর করছে অজিত প্রসাদ মাহাতো কত ভোট পাচ্ছেন, তার উপর ৷ শেষ পর্যন্ত কে জিতবেন, সেই উত্তর মিলবে 4 জুন ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াইয়ে শ্রীরামপুরের কুর্সির যুদ্ধ জিতবে কে ?
  2. নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু, লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা বিশ্বজিতের
  3. ভূমিপুত্র ও বৌমার দ্বৈরথে ফ্যাক্টর সংখ্যালঘু সমর্থন! উলুবেড়িয়ার কুর্সিতে কে ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.