ধূপগুড়ি, 16 মে: অন্তসত্ত্বা গৃহবধূর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ভেমটিয়া সংলগ্ন জেলেপাড়া এলাকায়। বিবাহবার্ষিকীর একদিন পর তাঁর দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। গৃহবধূর পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হতেই গ্রেফতার করা হয়েছে স্বামী পরেশ মালোদাসকে ।
কোচবিহারের ফুলবাড়ির বাসিন্দা বীণা হালদারের সঙ্গে দু'বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল ধূপগুড়ির জেলেপাড়ার বাসিন্দা পরেশের ৷ তিনি মাছের ব্যবসা করেন ৷ বুধবার তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল ৷ পরিবার সূত্রে খবর, কোনও একটি বিষয়ে নিয়ে রাতেই দু'জনের মধ্যে বচসা হয়।
এরপর গভীর রাতে বাড়ির একটি ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বীণাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ নিজেদের হেফাজতে নেয় । পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
ঘটনায় স্বামী পরেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হওয়ায় তাঁকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । এদিকে বীণার পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বধূ চারমাসের গর্ভবতী ছিলেন। এদিকে স্বামীকে লাগাতার জেরা করছেন তদন্তকারীরা। দু'জনের মধ্যে কী নিয়ে গোলমাল হচ্ছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট থেকেও ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন :